বাসন্তিকস্বপ্নম্ MCQ প্রশ্নোত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় বাসন্তিকস্বপ্নম্ MCQ প্রশ্নোত্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। বাসন্তিকস্বপ্নম্ SAQ নিম্নে দেওয়া হল। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এগুলি গুরুত্বপূর্ণ।

‘বাসন্তিকস্বপ্নম্’ নামে পাঠ্যাংশটি আর. কৃষ্ণমাচার্য রচিত ‘বাসন্তিকস্বপ্নম্’ নামে একটি সংস্কৃত নাটকের প্রথম অঙ্কের একটি নির্বাচিত এবং সম্পাদিত অংশ। সংস্কৃত নাটকটি প্রখ্যাত ইংরেজ নাট্যকার শেকসপিয়রের ‘A Midsummer-Night’s Dream’-এর সংস্কৃত অনুবাদ। এই নামটির সংস্কৃত অনুবাদ হল ‘বাসন্তিকস্বপ্নম্’।

পাঠ্যাংশের নামবাসন্তিকস্বপ্নম্
রচনাশ্রী কৃষ্ণমাচার্য
উৎস গ্রন্থ বাসন্তিকস্বপ্নম্
মূল গ্রন্থ A Midsummer Night’s Dream
মূল গ্রন্থের রচয়িতা শেক্সপীয়র
মূল গ্রন্থের ভাষা ইংরেজি

SAQ প্রশ্নোত্তর

প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। বাসন্তিকস্বপ্নম্ SAQ নিম্নে দেওয়া হল।

1)”वासन्तिकस्वप्नम्” – নাট্যাংশের রচয়িতা কে?
উত্তর– শ্রীকৃষ্ণমাচার্য।

2) “वासन्तिकस्वप्नम्” – নাটকে কয়টি অঙ্ক আছে?

উত্তর– পাঁচটি।


3) “वासन्तिकस्वप्नम्” – এর উৎস কী?
উত্তর– “এ মিডসামার নাইটস্ ড্রিম”


4) “वासन्तिकस्वप्नम्” – এর মূল গ্রন্থ কোন্ ভাষায় রচিত?
উত্তর– ইংরেজি ভাষায় রচিত।


5) “वासन्तिकस्वप्नम्” – এর মূল ইংরেজি নাটকটির নাম কী?
উত্তর– শেক্সপীয়ার রচিত “A Midsummer Night’s Dream”


6) “वासन्तिकस्वप्नम्” অনুবাদটি কার?
উত্তর– কৃষ্ণমাচার্যের।


7) “वासन्तिकस्वप्नम्” – এর রাজার নাম কী?
উত্তর– ইন্দ্রবর্মা।


8) ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কী?
উত্তর– কনকলেখা।


9) রাজার বাগ্দত্তার নাম কী?
উত্তর– কনকলেখা।


10) রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা?
উত্তর– কনকলেখার।


11) রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন?
উত্তর– ভাবী স্ত্রী কনকলেখার সঙ্গে বিবাহ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

12) রাজার বিয়ের আর কতদিন বাকি?
উত্তর– চারদিন বাকি।


13) “महोत्सवप्रमोदप्रसाधनपूर्वं त्वां परिणेष्ये” – কার উক্তি?
উত্তর– রাজা ইন্দ্রবর্মার।


14) “यथाज्ञापयति देवः” – কে বলেছেন?
উত্তর– প্রমোদ।


15) “विजयतामस्माकमवनिपः” – কে বলেছেন?
উত্তর– ইন্দুশর্মা।


16) কৌমুদীর পিতা কে?
উত্তর– ইন্দুশর্মা।


17) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল?
উত্তর– বসন্তকে।


18) কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে?
উত্তর– মকরন্দ।


19) কন্যার প্রতি ইন্দুশর্মার কি নির্দেশ ছিল?
উত্তর– কন্যার প্রতি ইন্দুশর্মার নির্দেশ ছিল, তার নিজের পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করা।


20) ‘अवनिपः’ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী?
উত্তর– রাজা ।


21) ‘साधयामः’ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী?
উত্তর– গচ্ছামঃ।


22) ‘उद्वाह’ শব্দের অর্থ কী?
উত্তর– বিবাহ।


23) ‘कुहु’ শব্দের অর্থ কী?
উত্তর– অমাবস্যা।


24) ‘दर्श’ শব্দের অর্থ কী?
উত্তর– অমাবস্যা।


25) ‘वैवस्वतनगरम्’ শব্দের অর্থ কী?
উত্তর– যমের নগর।


26) ‘वल्लभ’ শব্দের অর্থ কী?
উত্তর– প্রিয়।


27) ‘उज्झित्वा’ শব্দের অর্থ কী?
উত্তর– ত্যাগ করে।

28) ‘निर्घृणः’ শব্দের অর্থ কী?

উত্তর– নিষ্ঠুর।

29) “तमनु काचिदिन्दुवदना”- ইন্দুবদনা কে?

উত্তর– কৌমুদী।


30) “दीयतां दयाद्रं चित्तम्” – কে কাকে বলেছেন?
উত্তর– ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন।

31)”कथय वासु”- ‘वासु’ শব্দের অর্থ কী? ‘वासु’ কে?

উত্তর– ‘वासु’ শব্দের অর্থ বালিকা।

‘वासु’ হল কৌমুদী।


32) “किं वा युक्तं समयविरुद्धाचरणम्” – বক্তা কে?
উত্তর– রাজা ইন্দ্রবর্মা।


33) “रमणीयोहयं तरुणस्ते वरो मकरन्दः” – কার প্রতি কার উক্তি?
উত্তর– কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি।


34) “अयि भद्रे, दर्शनीयं ते वपुः” – দর্শনীয় বপু কার?
উত্তর– কৌমুদীর।


35) পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে?
উত্তর– কৌমুদীকে আজীবন বিবাহ না করে থাকতে হবে অথবা মৃত্যুবরণ রূপ শাস্তি পেতে হবে।


36) “स एव मन्मानसम्” – মন্মানস কে?
উত্তর– বসন্ত।


37) “जनकस्य ते आदेशः पालनीयः” – কার উক্তি?
উত্তর– রাজা ইন্দ্রবর্মার।


38)নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল?
উত্তর– মৃদঙ্গধ্বনি।


39) কোথায় মৃদঙ্গ বাজছিল?
উত্তর– নেপথ্যে, সঙ্গীতশালায়।

40) কৌমুদী মূল নাটকে কি নাম ছিল?

উত্তর– হার্মিয়া।

41) প্রমোদ কে?

উত্তর– রাজা ইন্দ্রবর্মার পরিচারক।

নিম্নলিখিত শব্দগুলির অর্থ লিখ

পাঠ্যাংশের যেকোনো বাক্য থেকে শব্দের অর্থ লিখতে বলা থাকে। তারই কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হল।

শব্দ
(দেবনাগরী হরফে)
শব্দ
(বাংলা হরফে)
অর্থ
उद्वाहউদ্বাহবিবাহ
कुहुःকুহুঃঅমাবস্যা
दर्शদর্শঅমাবস্যা
वल्लभবল্লভপ্রিয়
उज्झित्वाউজ্ঝিত্বাত্যাগ করে
अतिनिर्घृणःঅতিনির্ঘৃণঃঅত্যন্ত নিষ্ঠুর
वरारोहेবরারোহেহে সুন্দরী
दूयतेদূয়তেকষ্ট পাচ্ছে
विद्रावयবিদ্রাবয়দূর করো
आवर्जयআবর্জয়ঢেলে দাও
दीनमानसःদীনমানসঃমনমরা
प्रमोदम्প্রমোদম্আনন্দ
कार्यातुरকার্যাতুরকোনো কাজে উদ্বিগ্ন
वराकीবরাকীপাজি মেয়ে

SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ

বাসন্তিকস্বপ্নম্ SAQ ছাড়াও নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন

বাসন্তিকস্বপ্নম্ SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)

বাসন্তিকস্বপ্নম্ SAQ থেকে কয়েকটি জিজ্ঞাস্য।

1) বাসন্তিকস্বপ্নম্ এর মূল গ্রনথটি কার লেখা ?

উত্তরসেক্সপিয়রের

2) কৌমুদীর পিতার নাম কী?

উত্তর– ইন্দুশর্মা।

3) ইন্দুশর্মার পছন্দের পাত্রের নাম কী?

উত্তর– মকরন্দ।
ধন্যবাদ

বাসন্তিকস্বপ্নম্ MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment