দানবীরঃ কর্ণঃ নাট্যাংশটি একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। প্রতিজ্ঞাসাধনম্ থেকে SAQ প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এই পাঠ থেকে 4 টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে 3 টির (2 X 3 = 6) উত্তর করতে হবে। 3 টি প্রশ্নের উত্তর করতে হবে সংস্কৃত ভাষায়।
কবি পরিচিতি:- অম্বিকাদত্তব্যাস 1858 খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দুর্গা দত্ত, পিতামহ রাজারাম। তিনি পরাশর গোত্রীয় যজুর্বেদীয় ব্রাহ্মণ ছিলেন। অধ্যয়ন এবং অধ্যাপনা করে জীবন অতিবাহিত করেন। তিনি কাশীতে অধ্যয়ন করেছেন। তিনি অধ্যাপনা করেছেন, গভর্নমেন্ট সংস্কৃত কলেজে। কবি অম্বিকাদত্তব্যাস বহুভাষাবিদ্ ছিলেন। কাব্য রচনার ক্ষেত্রে হিন্দি ও সংস্কৃত উভয় ভাষাতেই দক্ষ, বাংলা ভাষাতেও তিনি ছিলেন সুপণ্ডিত। তাঁর জনপ্রিয় ঐতিহাসিক সংস্কৃত উপন্যাস তথা গদ্যকাব্যটি হল “শিবরাজবিজয়ম্”। অম্বিকাদত্তব্যাস একজন কুশলী বক্তা, তাই তিনি ‘ব্যাস’ উপাধি লাভ করেন। মাত্র 24 মিনিট সময়ে একশত শ্লোক রচনা করে ‘শতাবধানী’ উপাধি লাভ করেন। অম্বিকাদত্ত ব্যাস বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি সংস্কৃত ও হিন্দিতে শতাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর রচনায় প্রকাশিত বিস্ময়কর কল্পনা এবং পাত্র-পাত্রীর চরিত্রে প্রদর্শিত উচ্চ আদর্শ পণ্ডিতদের চিত্ত আকৃষ্ট করেছিল। বিশিষ্ঠ পণ্ডিতপ্রবর সাহিত্যাচার্য অম্বিকাদত্তব্যাস 1900 খ্রিস্টাব্দে কাশীধামে মাত্র 43 বছর বয়সে পরলোক গমন করেন।
উৎস:- অম্বিকাদত্তব্যাস রচিত ‘শিবরাজবিজয়ম্’ এক ঐতিহাসিক উপন্যাস। মারাঠা কেশরী ছত্রপতি শিবাজীর অতি উজ্জ্বল জীবনচরিত নিয়ে কাব্যটি রচিত। নায়কের নাম অনুসারে কাব্যটির নামকরণ হয়েছে। এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। কাব্যটি তিনটি বিরামে রচিত। প্রতিটি বিরাম আবার চারটি নিঃশ্বাসে বিভক্ত। প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে সংকলিত ‘প্রতিজ্ঞাসাধনম্’ নামক এই পাঠ্যাংশটি।
বিষয়সার:- আলোচ্য পাঠ্যাংশে দেখানো হয়েছে যে, যারা সাহসী, বিশ্বস্ত, পরিশ্রমী এবং দৃঢ়প্রতিজ্ঞ, মানবিক বা প্রাকৃতিক কোনো বাধাই তাদের সংকল্পিত লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে না। এমনকি সংকল্পিত কাজটি সম্পন্ন করতে তারা জীবন বিসর্জন দিতেও প্রস্তুত।
শিবাজীর আস্থাভাজন এবং পরিশ্রমী বার্তাবাহক (গুপ্তচর) তার অর্পিত কাজগুলি সম্পন্ন করার জন্য সিংহদুর্গ থেকে একটি চিঠি নিয়ে তোরণদুর্গে যান। পথে নানা ধরনের ভয়ানক প্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি একটুও বিচলিত হন না এবং তার স্থির লক্ষ্যের দিকে অগ্রসর হন। তিনি বলেন ‘দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম্,’ অর্থাৎ ‘হয় আমি কাজটি সম্পন্ন করব, না হয় আমি দেহটি বিসর্জন দেব’। এই অনুভূতিটি এই অনুচ্ছেদে ধ্বনিত হয়েছে।
প্রতিজ্ঞাসাধনম্
প্রতিজ্ঞাসাধনম্ পাঠ্যাংশ টি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।
পাঠ্যাংশের নাম | প্রতিজ্ঞাসাধনম্ |
রচনা | অম্বিকাদত্ত ব্যাস |
উৎস গ্রন্থ | শিবরাজবিজয়ম্ |
প্রতিজ্ঞাসাধনম্ SAQ প্রশ্ন ও উত্তর
প্রতিজ্ঞাসাধনম্ থেকে SAQ প্রশ্নোত্তর সরল সংস্কৃত ভাষায় দেওয়া হয়েছে।
1) “প্রতিজ্ঞাসাধনম্” কাব্যস্য রচয়িতা কঃ?
উত্তর :- প্রতিজ্ঞাসাধনম্ কাব্যস্য রচয়িতা অম্বিকাদত্তঃ ব্যাসঃ।
2) “প্রতিজ্ঞাসাধনম্” গদ্যাংশঃ কস্মিন্ গ্রন্থে অস্তি?
উত্তর :- “প্রতিজ্ঞাসাধনম্” গদ্যাংশঃ অম্বিকাদত্ত ব্যাসেন বিরচিতস্য “শিবরাজবিজয়ম্” ইতি ঐতিহাসিকউপন্যাসস্য প্রথমবিরামস্য চতুর্থনিশ্বাসে অস্তি।
3) শিবরাজবিজয়ম্ কাব্যস্য কো নায়কঃ কো বা প্রতিনায়কঃ?
উত্তর :- শিবরাজবিজয়ম্ কাব্যস্য শিববীরঃ প্রতিনায়কশ্চ ঔরঙ্গজেবঃ।
4) শিবরাজবিজয়ম্ ইতি কাব্যস্য রসঃ কঃ?
উত্তর :- শিবরাজবিজয়ম্ ইতি কাব্যং বীররসাশ্রিতম্।
5) মারাঠামুকুটমণিঃ কঃ?
উত্তর :- মারাঠামুকুটমণিঃ শিববীরঃ আসীৎ।
6) শিবরাজস্য গুপ্তচরস্য নাম কিম্?
উত্তর :- শিবরাজস্য গুপ্তচরস্য নাম রঘুবীরঃ সিংহঃ।
7) রঘুবীরঃ রসিংহঃ কতিবর্ষীয়ঃ আসীৎ?
উত্তর :- রঘুবীরঃ সিংহঃ ষোড়শবর্ষীয়ঃ যুবা আসীৎ।
8) সায়ংকালে ভগবান্ ভাস্করঃ কুত্র জিগমিষু ভবতি?
উত্তর :- সায়ংকালে ভগবান্ ভাস্করঃ অস্তং জিগমিষু ভবতি।
9) সায়ং বনানি কথম্ আসীৎ?
উত্তর :- বনানি সায়ং সর্বত্র অধিকতরাং কালিমাং ধারয়ন্তি স্ম।
10) ঝঞ্ঝাবাতঃ কীদৃশঃ আসীৎ?
উত্তর :- ঝঞ্ঝাবাতঃ মহান্ ভয়ঙ্করঃ আসীৎ।
11) মহাগজাঃ কেন অলংকৃতাঃ সন্তি?
উত্তর :- মহাগজাঃ দীর্ঘৈঃ শুন্ডৈঃ অলংকৃতাঃ সন্তি।
12) গগনঃ কেন আবৃতাঃ আসীৎ?
উত্তর :- গগনঃ মহামেঘৈঃ আবৃতাঃ আসীৎ।
13) কলবিঙ্কাঃ কদা নীড়ং প্রতিনিবর্তন্তে স্ম?
উত্তর :- কলবিঙ্কাঃ সায়ংকালে নীড়ং প্রতিনিবর্তন্তে স্ম।
14) রঘুবীরসিংহস্য গমনমার্গঃ কীদৃশ আসীৎ?
উত্তর :- রঘুবীরসিংহস্য গমনমার্গঃ পর্বতময়ঃ উচ্চাবচ্চশিলাব্যাপ্তঃ আসীৎ।
15) যুবা কেন কুত্র গচ্ছতি স্ম?
উত্তর :- ষোড়শবর্ষীয়ঃ গৌরঃ যুবা অশ্বেন পর্বতস্য উপরি উপরি সিংহদুর্গাৎ তোরণদুর্গং গচ্ছতি স্ম।
16) ষোড়শবর্ষীয়ঃ যুবকঃ পর্বতশ্রেণ্যাঃ উপরিভাগাৎ কথং গচ্ছতি স্ম?
উত্তর :- ষোড়শবর্ষীয়ঃ যুবকঃ প্রভোঃ শিববীরস্য আদেশাৎ পত্রমেকং নীত্বা অশ্বেন পর্বতশ্রেণ্যাঃ উপরিভাগাৎ গচ্ছতি স্ম।
17) গুপ্তচরস্য কা প্রতিজ্ঞা আসীৎ?
উত্তর :- “দেহং বা পাতয়েয়ং কার্যং বা সাধয়েয়ম্” ইতি গুপ্তচরস্য প্রতিজ্ঞা আসীৎ।
18 ) ভয়ভীতঃ অশ্বঃ কিং করোতি স্ম?
উত্তর :- ভয়ভীতঃ অশ্বঃ পাদাভ্যাম্ উত্তিষ্ঠতি স্ম, কদাচিৎ চলন্ অকস্মাৎ পরিবর্ততে স্ম, কদাচিৎউৎপ্লুত্য গচ্ছতি স্ম।
19 ) গুপ্তচররস্য গমনমার্গঃ কীদৃশঃ আসীৎ?
উত্তর :- গুপ্তচররস্য গমনমার্গঃ কুত্রাপি দৃশ্যগোচরঃ ন আসীৎ। পিচ্ছিলপ্রস্তরখন্ডে অশ্বস্য খুরাঃ স্খলন্তি স্ম।
20 ) শিববীরস্য বিশ্বাসপাত্রং কদা তোরণদুর্গং প্রযাতি স্ম?
উত্তর :- শিববীরস্য বিশ্বাসপাত্রং আষাঢ়মাসস্য একস্মিন্ সায়ংকালে তস্যৈব পত্রমাদায় তোরণদুর্গং প্রযাতি স্ম।
অনুরূপ পাঠ
প্রতিজ্ঞাসাধনম্ থেকে SAQ প্রশ্নোত্তর এর মতো একই ধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করো ।