সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্ । যুষ্মদ্ শব্দ একটি সর্বনাম শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে। যুষ্মদ্ শব্দ একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

যুষ্মদ্ শব্দ সর্বনাম শব্দ। যে সব শব্দ সকলপ্রকার বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের সর্বনাম পদ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য সর্বনাম শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

যুষ্মদ্ শব্দ

সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্ শব্দ মধ্যম পুরুষবোধক। যুষ্মদ্ শব্দের রূপ তিন লিঙ্গেই একই। এই শব্দের সম্বোধন পদ হয় না।

শব্দযুষ্মদ্
শব্দ বিভাগসর্বনাম
লিঙ্গ বিভাগতিন লিঙ্গেই সমান
অর্থতুমি

সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্ শব্দের দ্বিতীয়া, চতুর্থীষষ্ঠী বিভক্তির ত্বা , তে, বাম্ এবং বঃ — এই সংক্ষিপ্ত রূপগুলি বাক্যের প্রথমে এবং শ্লোকের চরণের প্রথমে কখনও ব্যবহৃত হবে না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাত্বম্যুবাম্যূয়ম্
দ্বিতীয়াত্বাম্, ত্বাযুবাম্, বাম্যুষ্মান্, বঃ
তৃতীয়াত্বয়াযুবাভ্যাম্যুষ্মাভিঃ
চতুর্থীতুভ্যম্, তেযুবাভ্যাম্, বাম্যুষ্মভ্যম্, বঃ
পঞ্চমীত্বৎযুবাভ্যাম্যুষ্মৎ
ষষ্ঠীতব, তেযুবয়োঃ, বাম্যুষ্মাকম্, বঃ
সপ্তমীত্বয়িযুবয়োঃযুষ্মাসু

युष्मद् शव्दरूप (देवनागरी हरफ)

সংস্কৃত শব্দরূপ যুষ্মদ্ বাংলা হরফে।

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमात्वम्युवाम्यूयम्
द्वितीयात्वाम्, त्वायुवाम्, वाम्युष्मान्, वः
तृतीयात्वयायुवाभ्याम्युष्माभिः
चतुर्थीतुभ्यम्, तेयुवाभ्याम्, वाम्युष्मभ्यम्, वः
पञ्चमीत्वत्युवाभ्याम्युष्मत्
षष्ठीतव, तेयुवयोः, वाम्युष्माकम्, वः
सप्तमीत्वयियुवयोःयुस्मासु

যুষ্মদ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1.তুমি উত্তম নামে শিক্ষক।

উত্তর- ত্বম্ উত্তমঃ নাম শিক্ষকঃ।

2. তোমরা বিদ্যালয়ের শিক্ষক।

উত্তর- যূয়ং বিদ্যালয়স্য শিক্ষকঃ।

3. তোমার বাস শহরে।

উত্তর- তব বাসঃ নগরে।

4) তোমাদের শিক্ষক সুপণ্ডিত।

উত্তর- যুষ্মাকং শিক্ষকঃ সুপণ্ডিতঃ।

5) ঈশ্বর তোমাদের সহায়।

উত্তর- ঈশ্বরঃ যুষ্মাকং সহায়ঃ।

6) তোমরা দুজন যাচ্ছ।

উত্তর- যুবাং গচ্ছতঃ।

7) তুমি পড়ে জানতে পারবে।

উত্তর- ত্বং পঠিত্বা জ্ঞানং লপ্স্যসে।

যুষ্মদ্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) যুষ্মদ্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- যুষ্মাসু।

2) যুষ্মদ্ শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর- যুষ্মাকম্, বঃ।

3) যুষ্মদ্ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর- ত্বয়া।

4) সংস্কৃতে অনুবাদ করো – তোমাদের অধ্যাপক সুপণ্ডিত।

উত্তর- যুষ্মাকম্ অধ্যাপকঃ সুপণ্ডিতঃ।

5) যুষ্মদ্ শব্দের চতুর্থীর একবচন।

উত্তর- তুভ্যম্, তে।
ধন্যবাদ

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশান 2024তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏🙏🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment