সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ

এই অধয়ের আলোচ্য বিষয় সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ । সাংখ্যবাচক শব্দগুলির রূপ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ভেদে রূপ দেওয়া হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সংখ্যাবাচক শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

যে সকল শব্দ দ্বারা ‘সংখ্যা’ বোঝা যায়, তাদের সংখ্যাবাচক শব্দ বলে। সংস্কৃত ভাষায় সংখ্যাবাচক শব্দ দুভাগে বিভক্ত—সংখ্যা ও সংখ্যেয়। এদের মধ্যে সংখ্যা হল বিশেষ্য আর সংখ্যেয় হল বিশেষণ। বিশেষ্যের ক্ষেত্রে স্বাধীন একটি লিঙ্গ থাকে। আর বিশেষণ হলে বিশেষ্য ব্যক্তি বা বস্তুর লিঙ্গ, বিভক্তি ও বচন অনুযায়ী তার লিঙ্গ, বিভক্তি ও বচন হয়। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ভেদে সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ দেওয়া হয়েছে। সংখ্যাবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে) একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

সংখ্যাবাচক শব্দ

সংস্কৃতে ‘এক’ শব্দ থেকে ‘অষ্টাদশন্’ পর্যন্ত আঠারোটি সংখ্যাবাচক শব্দ সংখ্যেয় অর্থাৎ বিশেষণ। এরা কখনও বিশেষ্যরূপে ব্যবহৃত হতে পারে না। ‘এক’ থেকে ‘চতুর্’ পর্যন্ত চারটি সংখ্যাবাচক শব্দ বিশেষ্যের লিঙ্গ, বিভক্তি ও বচন অনুযায়ী রূপ পরিবর্তন হয়।

যেমন—একঃ বালকঃ, দ্বে ফলে, তিসৃভিঃ বালিকাভিঃ ইত্যাদি। সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ ।

এক (এক) সংখ্যাবাচক শব্দরূপ

এক সংখ্যাবাচক শব্দ, নিত্য একবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।

বিভক্তিপুংলিঙ্গ
একবচন
স্ত্রীলিঙ্গ
একবচন
ক্লীবলিঙ্গ
একবচন
প্রথমাএকঃএকাএকম্
দ্বিতীয়াএকম্একাম্একম্
তৃতীয়াএকেনএকয়াএকেন
চতুর্থীএকস্মৈএকস্যৈএকস্মৈ
পঞ্চমীএকস্মাত্একস্যাঃএকস্মাত্
ষষ্ঠীএকস্যএকস্যাঃএকস্য
সপ্তমীএকস্মিন্একস্যাম্একস্মিন্

দ্বি (দুই) সংখ্যাবাচক শব্দরূপ

দ্বি (দুই) সংখ্যাবাচক শব্দ, নিত্য দ্বিবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।

বিভক্তিপুংলিঙ্গ
দ্বিবচন
স্ত্রীলিঙ্গক্লীবলিঙ্গ
দ্বিবচন
প্রথমাদ্বৌদ্বে
দ্বিতীয়াদ্বৌদ্বে
তৃতীয়াদ্বাভ্যাম্দ্বাভ্যাম্
চতুর্থীদ্বাভ্যাম্দ্বাভ্যাম্
পঞ্চমীদ্বাভ্যাম্দ্বাভ্যাম্
ষষ্ঠীদ্বয়োঃদ্বয়োঃ
সপ্তমীদ্বয়োঃদ্বয়োঃ

ত্রি (তিন) সংখ্যাবাচক শব্দরূপ

ত্রি (তিন) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।

বিভক্তিপুংলিঙ্গ
বহুবচন
স্ত্রীলিঙ্গ
বহুবচন
ক্লীবলিঙ্গ
বহুবচন
প্রথমাত্রয়ঃতিস্রঃত্রীনি
দ্বিতীয়াত্রীন্তিস্রঃত্রীনি
তৃতীয়াত্রিভিঃতিসৃভিঃত্রিভিঃ
চতুর্থীত্রিভ্যঃতিসৃভ্যঃত্রিভ্যঃ
পঞ্চমীত্রিভ্যঃতিসৃভ্যঃত্রিভ্যঃ
ষষ্ঠীত্রয়াণাম্তিসৃণাম্ত্রয়াণাম্
সপ্তমীত্রিষুতিসৃষুত্রিষু

চতুর্ (চার) সংখ্যাবাচক শব্দরূপ

চতুর্ (চার) সংখ্যাবাচক, নিত্য বহুবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।

বিভক্তিপুংলিঙ্গ
বহুবচন
স্ত্রীলিঙ্গ
বহুবচন
ক্লীবলিঙ্গ
বহুবচন
প্রথমাচত্বারঃচতস্রঃচত্বারি
দ্বিতীয়াচতুরঃচতস্রঃচত্বারি
তৃতীয়াচতুর্ভিঃচতসৃভিঃচতুর্ভিঃ
চতুর্থীচতুর্ভ্যঃচতসৃভ্যঃচতুর্ভ্যঃ
পঞ্চমীচতুর্ভ্যঃচতসৃভ্যঃচতুর্ভ্যঃ
ষষ্ঠীচতুর্ণাম্চতসৃণাম্চতুর্ণাম্
সপ্তমীচতুর্ষুচতসৃষুচতুর্ষু

পঞ্চন্ (পাঁচ) সংখ্যাবাচক শব্দরূপ

পঞ্চন্ (পাঁচ) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমাপঞ্চपञ्च
দ্বিতীয়াপঞ্চपञ्च
তৃতীয়াপঞ্চভিঃपञ्चभिः
চতুর্থীপঞ্চভ্যঃपञ्चभ्यः
পঞ্চমীপঞ্চভ্যঃपञ्चभ्यः
ষষ্ঠীপঞ্চানাম্पञ्चानाम्
সপ্তমীপঞ্চসুपञ्चसु

ষষ্ (ছয়) সংখ্যাবাচক শব্দরূপ

ষষ্ (ছয়) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমাষট্षट्
দ্বিতীয়াষট্षट्
তৃতীয়াষড়্ভিঃषड्भिः
চতুর্থীষড়্ভ্যঃषड्भ्यः
পঞ্চমীষড়্ভ্যঃषड्भ्यः
ষষ্ঠীষণ্ণাম্षण्णाम्
সপ্তমীষট্সুषट्सु

সপ্তন্ (সাত) সংখ্যাবাচক শব্দরূপ

সপ্তন্ (সাত) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমাসপ্তसप्त
দ্বিতীয়াসপ্তसप्त
তৃতীয়াসপ্তভিঃसप्तभिः
চতুর্থীসপ্তভ্যঃसप्तभ्यः
পঞ্চমীসপ্তভ্যঃसप्तभ्यः
ষষ্ঠীসপ্তানাম্सप्तआनाम्
সপ্তমীসপ্তসুसप्तसु

অষ্টন্ (আট) সংখ্যাবাচক শব্দরূপ

অষ্টন্ (আট) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়। অষ্টন্ শব্দের দুরকম রূপই হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমাঅষ্ট, অষ্টৌअष्ट, अष्टौ
দ্বিতীয়াঅষ্ট, অষ্টৌअष्ट, अष्टौ
তৃতীয়াঅষ্টভিঃ, অষ্টাভিঃअष्टभिः, अष्टाभिः
চতুর্থীঅষ্টভ্যঃ, অষ্টাভ্যঃअष्टभ्यः, अष्टाभ्यः
পঞ্চমীঅষ্টভ্যঃ অষ্টাভ্যঃअष्टभ्यः, अष्टाभ्यः
ষষ্ঠীঅষ্টানাম্, অষ্টানাম্अष्टानाम्, अष्टानाम्
সপ্তমীঅষ্টসু, অষ্টাসুअष्टसु, अष्टासु

নবন্ (নয়) সংখ্যাবাচক শব্দরূপ

নবন্ (নয়) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমানবनव
দ্বিতীয়ানবनव
তৃতীয়ানবভিঃनवभिः
চতুর্থীনবভ্যঃनवभ्यः
পঞ্চমীনবভ্যঃनवभ्यः
ষষ্ঠীনবানাম্नवानाम्
সপ্তমীনবসুनवसु

দশন্ (দশ) সংখ্যাবাচক শব্দরূপ

দশন্ (দশ) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।

বিভক্তিতিন লিঙ্গে একই
বহুবচন
देवनागरी
हरफ
প্রথমাদশदश
দ্বিতীয়াদশदश
তৃতীয়াদশভিঃदशभिः
চতুর্থীদশভ্যঃदशभ्यः
পঞ্চমীদশভ্যঃदशभ्यः
ষষ্ঠীদশানাম্दशानाम्
সপ্তমীদশসুदशसु

সংখ্যাবাচক শব্দ থেকে জিজ্ঞাস্য (FAQ)

1) সপ্তন্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- সপ্তসু।

2) ষষ্ শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর- ষণ্ণাম্।

3) এক (পং) শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর- একেন।

4) সংস্কৃতে অনুবাদ করো – ছয়টি ঋতু

উত্তর- ষট্ ঋতবঃ।

5) সংস্কৃতে অনুবাদ করো – তিনটি বই।

উত্তর- ত্রীনি পুস্তকানি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment