সংস্কৃত শব্দরূপ লতা

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ লতা । লতা শব্দ একটি আ-কারান্ত শব্দ। সংস্কৃত শব্দরূপ লতা বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। লতা শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য লতা শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ লতা বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে শব্দটির বিভক্তি ও বচন ভেদে ভিন্ন ভিন্ন রূপের অর্থও রয়েছে। লতা শব্দটি একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

শব্দরূপ লতা

লতা শব্দের কয়েকটি তথ্য।

শব্দরূপলতা
শব্দভেদআ-কারান্ত
লিঙ্গভেদস্ত্রীলিঙ্গ
অর্থলতা

সংস্কৃত শব্দরূপ লতা (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ লতা বাংলা হরফে।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমালতালতেলতাঃ
দ্বিতীয়ালতাম্লতেলতাঃ
তৃতীয়ালতয়ালতাভ্যাম্লতাভিঃ
চতুর্থীলতায়ৈলতাভ্যাম্লতাভ্যঃ
পঞ্চমীলতায়াঃলতাভ্যাম্লতাভ্যঃ
ষষ্ঠীলতায়াঃলতয়োঃলতানাম্
সপ্তমীলতায়াম্লতয়োঃলতাসু
সম্বোধনলতেলতেলতাঃ

লতা শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ লতা দেবনাগরী হরফে।

बिभक्तिएकबचनद्बिबचनबहुबचन
प्रथमालतालतेलताः
द्बितीयालताम्लतेलताः
तृतीयालतयालताभ्याम्लताभिः
चतुर्थीलतायैलताभ्याम्लताभ्यः
पञ्चमीलतायाःलताभ्याम्लताभ्यः
षष्ठीलतायाःलतयोःलतानाम्
सप्तमीलतायाम्लतयोःलतासु
सम्बोधनलतेलतेलताः

লতা শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ লতা বচন ও বিভক্তি ভেদে বিভিন্ন রূপের অর্থ‌‌‌।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমালতা
একটি লতা
লতে
দুটি লতা
লতাঃ
লতাগুলি
দ্বিতীয়ালতাম্
একটি লতাকে
লতে
দুটি লতাকে
লতাঃ
লতাগুলিকে
তৃতীয়ালতয়া
একটি লতা দ্বারা
লতাভ্যাম্
দুটি লতা দ্বারা
লতাভিঃ
লতাগুলির দ্বারা
চতুর্থীলতায়ৈ
একটি লতার জন্য
লতাভ্যাম্
দুটি লতার জন্য
লতাভ্যঃ
লতাগুলির জন্য
পঞ্চমীলতায়াঃ
একটি লতা হতে
লতাভ্যাম্
দুটি লতা হতে
লতাভ্যঃ
লতাগুলি হতে
ষষ্ঠীলতায়াঃ
একটি লতার
লতয়োঃ
দুটি লতার
লতানাম্
লতাগুলির
সপ্তমীলতায়াম্
একটি লতায়
লতয়োঃ
দুটি লতায়
লতাসু
অনেকগুলি লতায়
সম্বোধনলতে
হে লতা
লতে
হে লতা দুটি
লতাঃ
হে লতাগুলি

লতা শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

লতা শব্দরূপ অনুশীলনে থাকলে আ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলির রূপও নির্ভুলভাবে প্রয়োগ সম্ভব। নিম্নে কয়েকটি লতা শব্দের অনুরূপ শব্দের অর্থসহ দেওয়া হল।

শব্দবাংলা অর্থ
কন্যামেয়ে
জায়াপত্নী
মালামালা
বালিকাবালিকা
সভাসভা
শোভাসৌন্দর্য
নিশারাত্রি
কবিতাকবিতা
শয্যাবিছানা
শাখাগাছের ডাল
বিদ্যাবিদ্যা
সেনা সৈনিক
মহিলানারী
কথাবাক্য
কৃপাদয়া

লতা শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) গাছের ডাল।

উত্তর- বৃক্ষস্য শাখা।

2) বালিকাদের লজ্জা

উত্তর- বলিকানাং লজ্জা।

3) বালিকার নাকটির।

উত্তর- বালিকায়াঃ নাসিকায়াঃ।

4) বিদ্যা বিনয় দান করে।

উত্তর- বিদ্যা বিনয়ং দদাতি।

5)ভগ্ন শাখাগুলিতে।

উত্তর- ভগ্নাসু শাখাসু।

লতা শব্দের গুরুত্বপূর্ণ রূপ

1) লতা শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর:- লতয়া।

2) লতা শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর:- লতাসু।

3) লতা শব্দের চতুর্থীর একবচন।

উত্তর:- লতায়ৈ।

4) লতা শব্দের দ্বিতীয়ার দ্বিবচন।

উত্তর:- লতে ।

5) লতা শব্দের ষষ্ঠীর দ্বিবচন

উত্তর:- লতয়োঃ।

লতা শব্দ থেকে জিজ্ঞাস্য

1) লতা শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- জ্যোৎস্না ।

2) লতা শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- লতাসু।

3) সংস্কৃতে অনুবাদ করো – দক্ষের কন্যা উমাকে।

উত্তর- দক্ষস্য কন্যান্ উমাম্।

4) লতা শব্দের তৃতীয়ার একবচন বচন।

উত্তর- লতয়া।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment