সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। স্পৃশ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য স্পৃশ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বিষয়ে উপস্থাপন। Sprish dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।
ধাতুরূপ | স্পৃশ্ |
বিভক্তি বিভাগ | পরস্মৈপদী |
ধাতু বিভাগ | তুদাদিগণীয় |
অর্থ | স্পর্শ করা, To touch |
ধাতুরূপ স্পৃশ্
তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু স্পৃশ্। যার অর্থ স্পর্শ করা ।
স্পৃশ্ ধাতু (বাংলা হরফে)
স্পৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ লকার
স্পৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্ ও বিধিলিঙ্ এর রূপ স্পৃশ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | স্পৃশতি | স্পৃশসি | স্পৃশামি |
দ্বিবচন | স্পৃশতঃ | স্পৃশথঃ | স্পৃশাবঃ |
বহুবচন | স্পৃশন্তি | স্পৃশথ | স্পৃশামঃ |
লোট্ লকার
সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | স্পৃশতু | স্পৃশ | স্পৃশানি |
দ্বিবচন | স্পৃশতাম্ | স্পৃশতম্ | স্পৃশাব |
বহুবচন | স্পৃশন্তু | স্পৃশত | স্পৃশাম |
লঙ্ লকার
সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | অস্পৃশৎ | অস্পৃশঃ | অস্পৃশম্ |
দ্বিবচন | অস্পৃশতাম্ | অস্পৃশতম্ | অস্পৃশাব |
বহুবচন | অস্পৃশন্ | অস্পৃশত | অস্পৃশাম |
বিধিলিঙ্ লকার
সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | স্পৃশেৎ | স্পৃশেঃ | স্পৃশেয়ম্ |
দ্বিবচন | স্পৃশেতাম্ | স্পৃশেতম্ | স্পৃশেব |
বহুবচন | স্পৃশেয়ুঃ | স্পৃশেত | স্পৃশেম |
লৃট্ লকার
সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | স্প্রক্ষ্যতি, স্পর্ক্ষ্যতি | স্প্রক্ষ্যসি, স্পর্ক্ষ্যসি | স্প্রক্ষ্যামি, স্পর্ক্ষ্যামি |
দ্বিবচন | স্প্রক্ষ্যতঃ, স্পর্ক্ষ্যতঃ | স্প্রক্ষ্যথঃ, স্পর্ক্ষ্যথঃ | স্প্রক্ষ্যাবঃ, স্পর্ক্ষ্যাবঃ |
বহুবচন | স্প্রক্ষ্যন্তি, স্পর্ক্ষ্যন্তি | স্প্রক্ষ্যথ, স্পর্ক্ষ্যথ | স্প্রক্ষ্যামঃ, স্পর্ক্ষ্যামঃ |
লিট্ লকার
সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।
বিভক্তি | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
একবচন | পস্পর্শ | পস্পর্শিথ | পস্পর্শ |
দ্বিবচন | পস্পৃতুঃ | পস্পৃথুঃ | পস্পৃশিব |
বহুবচন | পস্পৃশুঃ | পস্পৃশ | পস্পৃশিম |
धातुरूप स्पृश् (देवनागरी हरफ)
संस्कृत धातुरूप स्पृश्
लट् (Present Tense)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | स्पृशति | स्पृशसि | स्पृशामि |
वहुवचन | स्पृशतः | स्पृशथः | स्पृशावः |
द्विवचन | स्पृशन्ति | स्पृशथ | स्पृशामः |
लोट् (Imperative Mood)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | स्पृशतु | स्पृश | स्पृशानि |
वहुवचन | स्पृशताम् | स्पृशतम् | स्पृशाव |
द्विवचन | स्पृशन्तु | स्पृशत | स्पृशाम |
लङ् (Imperfect Tense)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | अस्पृशत् | अस्पृशः | अस्पृशम् |
वहुवचन | अस्पृशताम् | अस्पृशतम् | अस्पृशाव |
द्विवचन | अस्पृशन् | अस्पृशत | अस्पृशाम |
विधिलिङ् (Potential Mood)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | स्पृशेत् | स्पृशेः | स्पृशेयम् |
वहुवचन | स्पृशेताम् | स्पृशेतम् | स्पृशेव |
द्विवचन | स्पृशेयुः | स्पृशेत | स्पृशेम |
लृट् (Future Tense)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | स्प्रक्ष्यति, स्पर्क्ष्यति | स्प्रक्ष्यसि, स्पर्क्ष्यसि | स्प्रक्ष्यामि, स्पर्क्ष्यामि |
वहुवचन | स्प्रक्ष्यतः, स्पर्क्ष्यतः | स्प्रक्ष्यथः, स्पर्क्ष्यथः | स्प्रक्ष्यावः, स्पर्क्ष्यावः |
द्विवचन | स्प्रक्ष्यन्ति, स्पर्क्ष्यन्ति | स्प्रक्ष्यथ, स्पर्क्ष्यथ | स्प्रक्ष्यामः, स्पर्क्ष्यामः |
लिट् (Perfect)
संस्कृत धातुरूप स्पृश्
विभक्ति | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
एकवचन | पस्पर्श | पस्पर्शिथ | पस्पर्श |
वहुवचन | पस्पृशतुः | पस्पृशथुः | पस्पृशिव |
द्विवचन | पस्पृशुः | पस्पृश | पस्पृशिम |
স্পৃশ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ
2) সে তার গুরুচরণ স্পর্শ করে।
উত্তর- সঃ গুরোশচরণং স্পৃশতি।
2) তারা লোকটিকে স্পর্শ করবে।
উত্তর- তে মানবং স্প্রক্ষ্যন্তি।
3) রাম তার মায়ের চরণ স্পর্শ করেছিল।
উত্তর- রামঃ তস্য মাতুশ্চরণং অস্পৃশত্।
স্পৃশ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
উত্তর- স্পৃশ।
উত্তর-স্প্রক্ষ্যামঃ, স্পর্ক্ষ্যামঃ।
উত্তর- অহং ত্বাং ন স্পৃশামি।
উত্তর- অস্পৃশৎ
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈