সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। স্পৃশ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য স্পৃশ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্ বিষয়ে উপস্থাপন। Sprish dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপস্পৃশ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগতুদাদিগণীয়
অর্থস্পর্শ করা, To touch

ধাতুরূপ স্পৃশ্

তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু স্পৃশ্। যার অর্থ স্পর্শ করা ।

স্পৃশ্ ধাতু (বাংলা হরফে)

স্পৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

স্পৃশ্ ধাতুর লট্, লোট্, লঙ্ ও বিধিলিঙ্ এর রূপ স্পৃশ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্পৃশতিস্পৃশসিস্পৃশামি
দ্বিবচনস্পৃশতঃস্পৃশথঃস্পৃশাবঃ
বহুবচনস্পৃশন্তিস্পৃশথস্পৃশামঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্পৃশতুস্পৃশস্পৃশানি
দ্বিবচনস্পৃশতাম্স্পৃশতম্স্পৃশাব
বহুবচনস্পৃশন্তুস্পৃশতস্পৃশাম

লঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅস্পৃশৎঅস্পৃশঃঅস্পৃশম্
দ্বিবচনঅস্পৃশতাম্অস্পৃশতম্অস্পৃশাব
বহুবচনঅস্পৃশন্অস্পৃশতঅস্পৃশাম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্পৃশেৎস্পৃশেঃস্পৃশেয়ম্
দ্বিবচনস্পৃশেতাম্স্পৃশেতম্স্পৃশেব
বহুবচনস্পৃশেয়ুঃস্পৃশেতস্পৃশেম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্প্রক্ষ্যতি, স্পর্ক্ষ্যতিস্প্রক্ষ্যসি, স্পর্ক্ষ্যসিস্প্রক্ষ্যামি, স্পর্ক্ষ্যামি
দ্বিবচনস্প্রক্ষ্যতঃ, স্পর্ক্ষ্যতঃস্প্রক্ষ্যথঃ, স্পর্ক্ষ্যথঃস্প্রক্ষ্যাবঃ, স্পর্ক্ষ্যাবঃ
বহুবচনস্প্রক্ষ্যন্তি, স্পর্ক্ষ্যন্তিস্প্রক্ষ্যথ, স্পর্ক্ষ্যথস্প্রক্ষ্যামঃ, স্পর্ক্ষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্পৃশ্। বাংলা হরফে স্পৃশ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপস্পর্শপস্পর্শিথপস্পর্শ
দ্বিবচনপস্পৃতুঃপস্পৃথুঃপস্পৃশিব
বহুবচনপস্পৃশুঃপস্পৃশপস্পৃশিম

धातुरूप स्पृश् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप स्पृश्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्पृशतिस्पृशसिस्पृशामि
वहुवचनस्पृशतःस्पृशथःस्पृशावः
द्विवचनस्पृशन्तिस्पृशथस्पृशामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्पृशतुस्पृशस्पृशानि
वहुवचनस्पृशताम्स्पृशतम्स्पृशाव
द्विवचनस्पृशन्तुस्पृशतस्पृशाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअस्पृशत्अस्पृशःअस्पृशम्
वहुवचनअस्पृशताम्अस्पृशतम्अस्पृशाव
द्विवचनअस्पृशन्अस्पृशतअस्पृशाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्पृशेत्स्पृशेःस्पृशेयम्
वहुवचनस्पृशेताम्स्पृशेतम्स्पृशेव
द्विवचनस्पृशेयुःस्पृशेतस्पृशेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्प्रक्ष्यति, स्पर्क्ष्यतिस्प्रक्ष्यसि, स्पर्क्ष्यसिस्प्रक्ष्यामि, स्पर्क्ष्यामि
वहुवचनस्प्रक्ष्यतः, स्पर्क्ष्यतःस्प्रक्ष्यथः, स्पर्क्ष्यथःस्प्रक्ष्यावः, स्पर्क्ष्यावः
द्विवचनस्प्रक्ष्यन्ति, स्पर्क्ष्यन्तिस्प्रक्ष्यथ, स्पर्क्ष्यथस्प्रक्ष्यामः, स्पर्क्ष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप स्पृश्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपस्पर्शपस्पर्शिथपस्पर्श
वहुवचनपस्पृशतुःपस्पृशथुःपस्पृशिव
द्विवचनपस्पृशुःपस्पृशपस्पृशिम
স্পৃশ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

2) সে তার গুরুচরণ স্পর্শ করে।

উত্তর- সঃ গুরোশচরণং স্পৃশতি।

2) তারা লোকটিকে স্পর্শ করবে।

উত্তর- তে মানবং স্প্রক্ষ্যন্তি।

3) রাম তার মায়ের চরণ স্পর্শ করেছিল।

উত্তর- রামঃ তস্য মাতুশ্চরণং অস্পৃশত্।

স্পৃশ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) স্পৃশ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- স্পৃশ।

2) স্পৃশ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর-স্প্রক্ষ্যামঃ, স্পর্ক্ষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – আমি তাকে স্পর্শ করিনি।

উত্তর- অহং ত্বাং ন স্পৃশামি।

4) স্পৃশ্ ধাতুর লঙ্ লকার পর্থম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অস্পৃশৎ

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment