একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। মেঘদূতম্ SAQ নিম্নে দেওয়া হল। একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সংস্কৃত কাব্য সাহিত্য দরবারে মহাকবি কালিদাস রাজপুত্র রূপে সম্মানের অধিকারী। যেরূপ ইংরেজি সাহিত্যের সঙ্গে শেক্সপিয়ারের নাম জড়িত, বাংলা সাহিত্যের সঙ্গে রবীন্দ্রনাথের নাম সম্পৃক্ত, সংস্কৃত সাহিত্যের সঙ্গে কালিদাসের নাম চিরগ্রথিত। গীতিকাবের সৃষ্টি কবির নিজস্ব আন্তরিক অনুভূতি থেকে। যা একান্তভাবেই করির জীবনের সাথে জড়িত থাকে, যা হৃদয়কে স্পন্দিত করে অনুরনন ঘটায়, যাতে কবিচিও মায়াময় আবেশে ভরপুর থাকে, তাই গীতিকাব্য। বঙ্কিমচন্দ্র গীতিকাব্য প্রবন্ধে বলেছেন—“গীতের যে উদ্দেশ্য, যে কাব্যের সেই উদ্দেশ্য, তাই গীতিকাব্য“। সংস্কৃত গীতিকাব্যের ব্যাপকতা অনেক বেশি। সংস্কৃত সাহিত্যে বিশুদ্ধ গীতিকাবের প্রথম সন্ধান মেলে কালিদাসের অমর সৃষ্টি মেঘদূত গীতিকাব্যে।
মেঘদূতম্ নামক পাঠ্যাংশটি মহাকবি কালিদাস রচিত একটি গীতিকাব্য। মূল গীতিকাব্যটিতে 121 টি শ্লোক আছে। তার থেকে প্রথম 10 টি শ্লোক পাঠ্যাংশটিতে নির্বাচিত হয়েছে। পাঠ্য হিসাবে নির্দিষ্ট দশটি শ্লোকের বাংলা ও দেবনাগরী হরফে উচ্চারণ এবং বাংলায় অনুবাদ দেওয়া হলো। মেঘদূতম্ পাঠ্যাংশ
পাঠ্যাংশের নাম | মেঘদূতম্ |
রচনা | মহাকবি কালিদাস |
ছন্দ | মন্দক্রান্তা |
SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। মেঘদূতম্ SAQ নিম্নে দেওয়া হল।
1)”मेघदूतम्” এর রচয়িতা কে?
উত্তর:-> মহাকবি কালিদাস।
2) “मेघदूतम्” কোন্ শ্রেণির কাব্য?
উত্তর:-> খণ্ডকাব্য বা গীতিকাব্য।
3) “मेघदूतम्” কোন্ ছন্দে রচিত?
উত্তর:-> মন্দাক্রান্তা।
4) যক্ষ কেন নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> যক্ষ তার কর্তব্যে অবহেলার জন্য নির্বাসিত হয়েছিল।
5) কার অভিশাপে যক্ষ নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> কুবেরের অভিশাপে।
6) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> রামগিরি পর্বতে।
7) যক্ষ কতো বছরের জন্য নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> এক বছরের জন্য।
8) কুবেরের রাজ্যের নাম কী?
উত্তর:-> অলকাপুরী।
9) যক্ষের স্ত্রী কোথায় থাকে?
উত্তর:-> অলকাপুরীতে থাকে।
10) যক্ষ কখন আকাশে মেঘ দেখতে পেয়েছিল?
উত্তর:-> আষাঢ়ের প্রথম দিনে।
11) যক্ষ কোন্ ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল?
উত্তর:-> কুড়চি ফুল দিয়ে।
12) মেঘ যক্ষের বার্তা নিয়ে কোথায় যাবে?
উত্তর:-> অলকাপুরীতে যাবে।
13) মেঘ কোন্ দেবতার প্রধান অনুচর?
উত্তর:-> ইন্দ্রের।
14) কবির মতে মেঘ কী দিয়ে তৈরি?
উত্তর:-> মেঘ ধূম, আগুন, জল ও বায়ু দিয়ে তৈরি।
15) ভুবনবিদিত মেঘদের নাম কী?
উত্তর:-> পুষ্কর ও আবর্তক।
16) মেঘের খেলার সঙ্গে কার কোন্ খেলার তুলনা করা হয়েছে?
উত্তর:-> হাতির বপ্রক্রীড়ার তুলনা করা হয়েছে।
17) ‘বপ্রক্রীড়া’ কী?
উত্তর:-> বপ্রক্রীড়া হল হাতি, ষাঁড় প্রভৃতি প্রাণীদের শিং বা দাঁত দিয়ে মাটি খোঁড়ার খেলা।।
18) দুটি ক্ব শব্দের দ্বারা কী বোঝানো হয়?
উত্তর:-> দুটি জিনিসের মধ্যে অত্যন্ত পার্থক্য বোঝানো হয়।
19) পাঠ্যাংশে দুটি ক্ব শব্দের সঙ্গে সম্বন্ধ দুটি বস্তু কী কী?
উত্তর:-> মেঘ ও সংবাদ।
20) কারা চেতন-অচেতনের মধ্যে তফাত বুঝতে পারে না?
উত্তর:-> কামার্তরা।
21) কার কাছে প্রার্থনা পূরণ না হলেও তত দুঃখ লাগে না?
উত্তর:-> গুণী ব্যক্তির কাছে ।
22) যক্ষেশ্বরের বাড়ির বাগানে কার মূর্তি আছে?
উত্তর:-> শিবের মূর্তি আছে।
23) পথিকবনিতারা কীভাবে মেঘকে দেখবে?
উত্তর:-> পথিকবনিতারা তাদের কেশগুচ্ছের প্রান্তভাগ উপরে তুলে মেঘকে দেখবে।
24) জনকতনয়া কে?
উত্তর:-> সীতা।
25) পাঠ্যাংশ থেকে কুবেরের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ।
উত্তর:-> ‘রাজরাজ’।
26) রাজরাজ শব্দের অর্থ কী?
উত্তর:-> কুবের।
27) ”प्रत्यासन्ने नभसि” (‘প্রত্যাসন্নে নভসি’)-এখানে नभसि শব্দের অর্থ কী?
উত্তর:-> শ্রাবণ মাস।
28) ‘जीमूत’ ( জীমূত ) শব্দের অর্থ কী?
উত্তর:-> মেঘ।
29) “अन्तर्वाष्पः” (অন্তর্বাষ্প) শব্দের অর্থ কী?
উত্তর:-> যে চোখের জলকে ভিতরে আটকে রেখেছে।
30) ‘गुह्यक’ (গৃহ্যক) শব্দের অর্থ কী?
উত্তর:-> যক্ষ।
31) ‘मघोनः’ (মঘোনঃ) পদের মূল শব্দটি কী?
উত্তর:-> মঘবত।
32) ‘मघोनः’ (মঘোনঃ) পদের অর্থ কী?
উত্তর:-> ইন্দ্রের।
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
মেঘদূতম্ SAQ থেকে জিজ্ঞাস্য
1) मेघदूतम् কার লেখা?
2) मेघदूतम् কোন্ ছন্দে রচিত?
3) मेघदूतम् -এ কয়টি ভাগ আছে ও কী কী?
4) मेघदूतम् -এ কয়টি শ্লোক আছে?
ধন্যবাদ
মহাভারতের ছোট প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈