একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। দশাবতারস্তোত্রম্ SAQ নিম্নে দেওয়া হল।
কালিদাসের কয়েক শতাব্দী পর খ্রীষ্টীয় দ্বাদশ শতকে সংস্কৃত গীতিকবিতা আর এক শীর্ষবিন্দু স্পর্শ করে, জয়দেবের গীতগোবিন্দ কাব্য। সংস্কৃত গীতিকাব্যের দরবারে এটি উচ্চস্থান অধিকার করে আছে। এই গীতিকাব্যে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মাধুর্যময়ী প্রেমলীলার এক অপার্থিব রূপ ফুটে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণ এর নায়ক এবং দিব্যশক্তি সরূপিণী শ্রীরাধা হলেন নায়িকা।
দশাবতারস্তোত্রম্ নামক পাঠ্যাংশটি কবি জয়দেব রচিত একটি স্তোত্র। স্তোত্র শব্দের অর্থ হল প্রশংসা সূচক উক্তি। এই স্তোত্রে সর্বত্রই ভগবান শ্রীবিষ্ণুর দশ অবতারের স্তব করা হয়েছে। এগারোটি শ্লোক পাঠ্যাংশটিতে নির্বাচিত হয়েছে।
পাঠ্যাংশের নাম | দশাবতারস্তোত্রম্ |
রচনা | কবি জয়দেব |
উৎস গ্রন্থ | গীতগোবিন্দম্ |
SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। দশাবতারস্তোত্রম্ SAQ নিম্নে দেওয়া হল।
1) “दशावतारस्तोत्रम्” (“দশাবতারস্তোত্রম্”)-এর রচয়িতা কে?
উত্তর:-> কবি জয়দেব।
2) “दशावतारस्तोत्रम्” (দশাবতারস্তোত্রম্)-এর উৎসগ্রন্থটির নাম কী?
উত্তর:-> কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্।
3) শ্রীকৃষ্ণের দশ অবতারের নাম ক্রম অনুসারে লেখ।
উত্তর:-> মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি।
4) শ্রীকৃয়ের দশ অবতারের প্রথম অবতার কী?
উত্তর:-> মৎস্য।
5) শ্রীকৃষ্ণের চতুর্থ অবতার কী?
উত্তর:-> নৃসিংহ।
6) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বেদকে প্রলয় সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন?
উত্তর:-> মৎস্য অবতারে ।
7) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ নিজের পিঠে পৃথিবী ধারণ করেছিলেন?
উত্তর:-> কূর্ম অবতারে।
8) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ প্রলয় সমুদ্রের থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন?
উত্তর:-> বরাহ অবতারে।
9) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন?
উত্তর:-> নৃসিংহ অবতারে ।
10) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ বলিকে ছলনা করেছিলেন?
উত্তর:-> বামন অবতারে ।
11) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করেছিলেন?
উত্তর:-> পরশুরাম অবতারে।
12) রাম অবতারে শ্রীকৃষ্ণ রাবণকে হত্যা করে তার দশটি মুণ্ড কাদের উপহার দিয়েছিলেন?
উত্তর:-> রাম অবতারে।
13) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ যমুনার জলের মতো নীলবর্ণ বসন পরিধান করেছিলেন?
উত্তর:-> বলরাম অবতারে।
14) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ তরবারি হাতে ম্লেচ্ছদের নিধন করবেন?
উত্তর:-> কল্কি অবতারে।
15) কোন্ অবতারে শ্রীকৃষ্ণ পৃথিবীকে ক্ষত্রিয়শূন্য করেছিলেন?
উত্তর:-> পরশুরাম অবতারে।
16) শ্রীকৃষ্ণের সংহারমূর্তিধারী একটি অবতারের নাম করো।
উত্তর:-> পরশুরাম।
17) কিণচক্র শব্দের অর্থ কী?
উত্তর:-> গোলাকার ব্রণচিহ্ন।
18) ভৃগুপতি শব্দের অর্থ কী?
উত্তর:-> পরশুরাম।
19) অদ্ভুতবামন শব্দে বামনকে অদ্ভুত বলার কারণ কি?
উত্তর:-> বামন প্রথমে খর্বাকৃতি হলেও পরে অদ্ভুতভাবে বিশাল আকৃতি ধারণ করেছিলেন, তাই তাকে অদ্ভুত বলা হয়েছে।
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
দশাবতারস্তোত্রম্ SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)
1) “দশাবতারস্তোত্রম্” কার লেখা?
2) ‘দশাবতারস্তোত্রম্’ নামক পাঠ্যাংশটির উৎস কী
3) ‘দশাবতারস্তোত্রম্’ নামক পাঠ্যাংশে শ্রীকৃষ্ণের চতুর্থ অবতারের নাম কী?
4) ‘দশাবতারস্তোত্রম্’ নামক পাঠ্যাংশে শ্রীকৃষ্ণের দশম অবতারের নাম কী?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈