সংস্কৃত ধাতুরূপ সূত্র বিষয়ক আলোচনা। সংস্কৃত ধাতুরূপ বিদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। এই সূত্র সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত ধাতুরূপ সূত্র জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ সূত্র বিষয়ে উপস্থাপন।
সংস্কৃতে অনুবাদের জন্য মূলত দশটি লকারের মধে পাঁচটি জানা দরকার। লট্(বর্তমান কাল), লোট্(আদেশ, উপদেশবা অনুজ্ঞা অর্থে ), লঙ্(অতীতকাল), বিধিলিঙ্(উচিত অর্থে) এবং লৃট্(ভবিষ্যত্ কাল) লকার। এছাড়াও পরোক্ষ বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার ব্যবহৃত হয়। ধাতু বিভক্তি দুই প্রকার। যেমন- পরস্মৈপদ ও আত্মনেপদ।
পরস্মৈপদ ধাতুরূপের সূত্র
ধাতুরূপের সূত্রে পরস্মৈপদ সূত্রগুলি বাংলা হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল।
লট্(বর্তমান কাল)
ধাতুরূপের সূত্রে পরস্মৈপদী লট্ বিভক্তি বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
তি
সি
মি
দ্বিবচন
তস্
থস্
বস্
বহুবচন
অন্তি
থ
মস্
লোট্(আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)
সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লোট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
তু
হি
আনি
দ্বিবচন
তাম্
তম্
আব
বহুবচন
অন্তু
ত
আম
লঙ্ (অতীতকাল)
সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লঙ্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
দ্
স্
অম্
দ্বিবচন
তাম্
তম্
ব
বহুবচন
অন্
ত
ম
বিধিলিঙ্ (উচিত অর্থে)
সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী বিধিলিঙ্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
যাত্
যাস্
যাম্
দ্বিবচন
যাতাম্
যাতম্
যাব
বহুবচন
যুস্
যাত
যাম
লৃট্ (ভবিষ্যত্ কাল)
সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লৃট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
স্যতি
স্যসি
স্যামি
দ্বিবচন
স্যতস্
স্যথস্
স্যাবস্
বহুবচন
স্যন্তি
স্যথ
স্যামস্
লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)
সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লিট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
সংস্কৃত ধাতুরূপ সূত্র, আত্মনেপদ সূত্রগুলি বাংলা হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল।
লট্(বর্তমান কাল)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
তে
সে
এ
দ্বিবচন
আতে
আথে
বহে
বহুবচন
অন্তে
ধ্বে
মহে
লোট্(আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
তাম্
স্ব
ঐ
দ্বিবচন
আতাম্
আথাম্
আবহৈ
বহুবচন
অন্তাম্
ধ্বম্
আমহৈ
লঙ্(অতীতকাল)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
ত
থাস্
ই
দ্বিবচন
আতাম্
আথাম্
বহি
বহুবচন
অন্ত
ধ্বম্
মহি
বিধিলিঙ্(উচিত অর্থে)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
ঈত
ঈথাস্
ঈয়
দ্বিবচন
ঈয়াতাম
ঈয়াথাম্
ঈবহি
বহুবচন
ঈরন্
ঈধ্বম্
ঈমহি
লৃট্(ভবিষ্যত্ কাল)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
স্যতে
স্যসে
স্যে
দ্বিবচন
স্যেতে
স্যেথে
স্যাবহে
বহুবচন
স্যন্তে
স্যধ্বে
স্যামহে
লিট্ (পরোক্ষ বা সুদূর অতীত)
বিভক্তি
প্রথম পুরুষ
মধ্যমপুরুষ
উত্তমপুরুষ
একবচন
এ
সে
এ
দ্বিবচন
আতে
আথে
বহে
বহুবচন
ইরে
ধ্বে
মহে
আত্মনেপদ সূত্রগুলি (দেবনাগরী হরফে)
সংস্কৃত ধাতুরূপ সূত্র, আত্মনেপদ সূত্রগুলি দেবনাগরী হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল
लट् (Present Tense)
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
ते
से
ए
वहुवचन
आते
आथे
वहे
द्विवचन
अन्ते
ध्वे
महे
लोट् (Imperative Mood)
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
त
स्व
ऐ
वहुवचन
आताम्
आथम्
आवहै
द्विवचन
अन्ताम्
घ्वम्
आमहै
लङ् (Imperfect Tense)
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
त
थास्
इ
वहुवचन
आताम्
आथाम्
वहि
द्विवचन
अन्त
ध्वम्
महि
विधिलिङ् (Potential Mood)
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
ईत
ईथास्
ईय
वहुवचन
ईयाताम्
ईयाथाम्
ईवहि
द्विवचन
ईरन्
ईघ्वम्
ईमहि
लृट् (Future Tense
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
स्यते
स्यसे
स्ये
वहुवचन
स्येते
स्येथे
स्यावहे
द्विवचन
स्यन्ते
स्यध्वे
स्यामहे
लिट् (Perfect)
विभक्ति
प्रथम पुरुष
मध्यम पुरुष
उत्तम पुरुष
एकवचन
ए
से
ए
वहुवचन
आते
आथे
वहे
द्विवचन
इरे
ध्वे
महे
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈