সংস্কৃত ধাতুরূপ সূত্র

সংস্কৃত ধাতুরূপ সূত্র বিষয়ক আলোচনা। সংস্কৃত ধাতুরূপ বিদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। এই সূত্র সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত ধাতুরূপ সূত্র জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ সূত্র বিষয়ে উপস্থাপন।

ধাতুরূপ সূত্র

সংস্কৃতে অনুবাদের জন্য মূলত দশটি লকারের মধে পাঁচটি জানা দরকার। লট্(বর্তমান কাল), লোট্(আদেশ, উপদেশবা অনুজ্ঞা অর্থে ), লঙ্(অতীতকাল), বিধিলিঙ্(উচিত অর্থে) এবং লৃট্(ভবিষ্যত্ কাল) লকার। এছাড়াও পরোক্ষ বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার ব্যবহৃত হয়। ধাতু বিভক্তি দুই প্রকার। যেমন- পরস্মৈপদ ও আত্মনেপদ।

পরস্মৈপদ ধাতুরূপের সূত্র

ধাতুরূপের সূত্রে পরস্মৈপদ সূত্রগুলি বাংলা হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল।

লট্(বর্তমান কাল)

ধাতুরূপের সূত্রে পরস্মৈপদী লট্ বিভক্তি বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতিসিমি
দ্বিবচনতস্থস্বস্
বহুবচনঅন্তিমস্

লোট্(আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লোট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতুহিআনি
দ্বিবচনতাম্তম্আব
বহুবচনঅন্তুআম

লঙ্ (অতীতকাল)

সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লঙ্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনদ্স্অম্
দ্বিবচনতাম্তম্
বহুবচনঅন্

বিধিলিঙ্ (উচিত অর্থে)

সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী বিধিলিঙ্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযাত্যাস্যাম্
দ্বিবচনযাতাম্যাতম্যাব
বহুবচনযুস্যাতযাম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লৃট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্যতিস্যসিস্যামি
দ্বিবচনস্যতস্স্যথস্স্যাবস্
বহুবচনস্যন্তিস্যথস্যামস্

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

সংস্কৃত ধাতুরূপ সূত্র -এর পরস্মৈপদী লিট্ বিভক্তির সূত্রগুলো বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচন
দ্বিবচনঅতুস্অথুস্
বহুবচনউস্

পরস্মৈপদ সূত্রগুলি (দেবনাগরী হরফে)

সংস্কৃত ধাতুরূপ সূত্র, পরস্মৈপদ সূত্রগুলি দেবনাগরী হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল।

लट् (Present Tense)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतिसिमि
वहुवचनतस्थस्वस्
द्विवचनअन्तिमस्

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतुहिआनि
वहुवचनताम्तम्आव
द्विवचनअन्तुआम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनद्स्अम्
वहुवचनताम्तम्
द्विवचनअन्

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयात्यास्याम्
वहुवचनयाताम्यातम्याव
द्विवचनयुस्यातयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्यतिस्यसिस्यामि
वहुवचनस्यतस्स्यथस्स्यावस्
द्विवचनस्यन्तिस्यथस्यामस्

लिट् (Perfect)

संस्कृत धातुरूप सूत्र

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचन
वहुवचनअतुस्अथुस्
द्विवचनउस्
আত্মনেপদ

সংস্কৃত ধাতুরূপ সূত্র, আত্মনেপদ সূত্রগুলি বাংলা হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল।

লট্(বর্তমান কাল)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতেসে
দ্বিবচনআতেআথেবহে
বহুবচনঅন্তেধ্বেমহে
লোট্(আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতাম্স্ব
দ্বিবচনআতাম্আথাম্আবহৈ
বহুবচনঅন্তাম্ধ্বম্আমহৈ
লঙ্(অতীতকাল)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনথাস্
দ্বিবচনআতাম্আথাম্বহি
বহুবচনঅন্তধ্বম্মহি
বিধিলিঙ্(উচিত অর্থে)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঈতঈথাস্ঈয়
দ্বিবচনঈয়াতামঈয়াথাম্ঈবহি
বহুবচনঈরন্ঈধ্বম্ঈমহি
লৃট্(ভবিষ্যত্ কাল)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্যতেস্যসেস্যে
দ্বিবচনস্যেতেস্যেথেস্যাবহে
বহুবচনস্যন্তেস্যধ্বেস্যামহে
লিট্ (পরোক্ষ বা সুদূর অতীত)
বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনসে
দ্বিবচনআতেআথেবহে
বহুবচনইরেধ্বেমহে
আত্মনেপদ সূত্রগুলি (দেবনাগরী হরফে)

সংস্কৃত ধাতুরূপ সূত্র, আত্মনেপদ সূত্রগুলি দেবনাগরী হরফে ছয়টি বিভক্তি দেওয়া হল

लट् (Present Tense)
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतेसे
वहुवचनआतेआथेवहे
द्विवचनअन्तेध्वेमहे
लोट् (Imperative Mood)
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्व
वहुवचनआताम्आथम्आवहै
द्विवचनअन्ताम्घ्वम्आमहै
लङ् (Imperfect Tense)
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनथास्
वहुवचनआताम्आथाम्वहि
द्विवचनअन्तध्वम्महि
विधिलिङ् (Potential Mood)
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनईतईथास्ईय
वहुवचनईयाताम्ईयाथाम्ईवहि
द्विवचनईरन्ईघ्वम्ईमहि
लृट् (Future Tense
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्यतेस्यसेस्ये
वहुवचनस्येतेस्येथेस्यावहे
द्विवचनस्यन्तेस्यध्वेस्यामहे
लिट् (Perfect)
विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनसे
वहुवचनआतेआथेवहे
द्विवचनइरेध्वेमहे
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment