এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের WBSSC (SLST) সিলেবাস অনুসারে আলোচিত হল। সংস্কৃত কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর গুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব।
রামায়ণ ও মহাভারতই প্রথম মহাকাব্য— মানুষের মনে প্রাচীন নৃপতিগণের, লোকোত্তর বীরপুরুষগণের ও দেবতাগণের কাহিনী শুনবার শাশ্বতী প্রবৃত্তিকে অবলম্বন করে যুগে যুগে যে সব কাহিনীর সৃষ্টি হয়েছিল, তারই প্রথম সম্পূর্ণ সংকলন। এই ধরনের কাহিনী কবে প্রথম রচিত হয়েছিল, কে প্রথম রচনা করেছিলেন , কার জন্য করেছিলেন, কোন ঘটনাকে আশ্রয় করে করেছিলেন, তা জানাবার আজ আর কোনও উপায় নেই। এর ধারা অনুসরণ করে মহাকালের যবনিকার ভিতর দিয়ে সাহিত্যের রঙ্গমঞ্চে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে মনুষ্যজাতির প্রথম সাহিত্য ঋগ্বেদেই এর বীজ উপ্ত হয়েছে।
কাব্যসাহিত্য থেকে ছোট প্রশ্নোত্তর
সংস্কৃত কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর
1) কাব্যের শ্রেণীবিভাগ লেখ।
উত্তর:- কাব্য দুই প্রকার। যথা- দৃশ্যকাব্য (নাটক) ও শ্রব্যকাব্য।
শ্রব্যকাব্য তিন প্রকার। যথা –
গদ্যকাব্য, পদ্যকাব্য ও মিশ্রকাব্য (চম্পূকাব্য)
আবার গদ্যকাব্য কথা ও আখ্যায়িকা দুই শ্রেণীতে বিভক্ত। অন্যদিকে পদ্যকাব্য মহাকাব্য ও খন্ডকাব্য দুই ভাগে বিভক্ত।
2) ‘মহাকাব্য’ কাকে বলে?
উত্তর:- ‘আলংকারিকগণ মহাকাব্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন —
- 1. মহাকাব্য কয়েকটি সর্গে বিভক্ত হবে।
- 2. এই কাব্যের বিষয়বস্তু ঐতিহাসিক বা নিতান্ত কাল্পনিক হবে।
- 3. এর নায়ক হবেন ধীরোদাতগুণসম্পন্ন কোনো দেবতা বা সদ্বংশজাত কোনো ক্ষত্রিয় বা কুলীন রাজা।
- 4. শান্ত, অদ্ভুত, বীভৎস, শৃঙ্গার, ভয়ানক, বীর, রৌধ, করুণ এবং হাস্য- আনুষঙ্গিক বৈশিষ্ট্য আছে। এই রসগুলির যে-কোনো একটি প্রধান রস হবে।
3) দ্ব্যাশ্রয় কাব্য কাকে বলে?
উত্তর :- যে কাব্য দুটি ভাষায় লেখা, সেই কাব্যকে দ্ব্যাশ্রয় কাব্য বলে। যেমন – হেমচন্ত্রের “কুমারপালচরিত”। প্রথম ২০টি সর্গ সংস্কৃতে, পরের ৮টি সর্গ প্রাকৃতে লেখা।
4) পাণিনি রচিত দুটি কাব্যের নাম কী কী?
উত্তর :- পাতালবিজয় ও জাম্ববতীবিজয় ।
5) ‘কণ্ঠাভরণ’ কার রচনা ?
উত্তর :- বররুচি ।
6) পতঞ্জলির সময়কাল কত ?
উত্তর :- খ্রী.পূ. দ্বিতীয় শতক ।
7) প্রাক্ কালিদাসীয় যুগের একজন কাব্যকার কে ?
উত্তর :- অশ্বঘোষ ।
8) অশ্বঘোষের সময়কাল কত ?
উত্তর :- খ্রীষ্টীয় প্রথম শতক ।
9) অশ্বঘোষ কোন ধর্মাবলম্বী ছিলেন ?
উত্তর :- বৌদ্ধ ।
10) অশ্বঘোষের মাতার নাম কী ?
উত্তর :- সুবর্ণাক্ষী ।
11) অশ্বঘোষের বাসস্থান কোথায় ?
উত্তর :- সাকেত (অযোধ্যা) ।
12) অশ্বঘোষের উপাধিগুলি কী কী
উত্তর :- আচার্য, মহাবাদিন, ভদন্ত, মহাকবি ।
13) অশ্বঘোষ রচিত কাব্যগুলি কী কী ?
উত্তর :- বুদ্ধচরিত ও সৌন্দরনন্দ ।
14) বুদ্ধের জীবনাশ্রিত একটি কাব্যের নাম কী?
উত্তর :- অশ্বঘোষের বুদ্ধচরিত ।
15) বুদ্ধের স্ত্রীর নাম কী ?
উত্তর :- যশোধরা ।
16) অশ্বঘোষের প্রথম রচনা কী ?
উত্তর :- বুদ্ধচরিত ।
17) বুদ্ধচরিতে কয়টি সর্গ আছে ?
উত্তর :- 28টি।
18) ‘গন্ডীস্তোত্রগাথা’ কার রচনা ?
উত্তর :- অশ্বঘোষ ।
19) ‘গন্ডীস্তোত্রগাথা’র শ্লোক কয়টি ?
উত্তর :- 29 টি ।
20) “গন্ডীস্তোত্রগাথা”কোন ছন্দে রচিত ?
উত্তর:- স্রগ্ধরা।
21) “গন্ডীস্তোত্রগাথা”র বিষয়বস্তু কী?
উত্তর:- ‘গন্ডী’ নামক এক বাদ্যযন্ত্রের স্তুতি।
22) অশ্বঘোষের নামে প্রচলিত কয়েকটি গ্রন্থের নাম কী?
উত্তর:-
- বজ্রসূচি (কাব্য)
- সূত্রালঙ্কার (গল্পসাহিত্য)
- মহাযানশ্রদ্ধোৎপাদসূত্র (কাব্য)
- ত্রিদণ্ডমালা (স্তোত্রকাব্য)
23) বিক্রমাদিত্যের নবরত্নসভার পন্ডিতদের নাম লেখ।
উত্তর:- ধন্বন্তরী, ক্ষপণক, অমরসিংহ, শঙ্কু, বেতালভট্ট, ঘটকর্পর, কালিদাস, বরাহমিহির এবং বররুচি।
24) কালিদাসের মাহাকাব্যগুলি কী কী?
উত্তর:- কুমারসম্ভব ও রঘুবংশ।
25) কুমারসম্ভব কাব্যে কয়টি সর্গ আছে?
উত্তর:- 17 টি।
26) কুমারসম্ভব কাব্যে কুমার কে?
উত্তর:- কার্তিকেয়।
27) মদনভস্ম কোন্ কাব্যে দেখা যায়?
উত্তর:- কুমারসম্ভব কাব্যে।
28) কুমারসম্ভব কাব্যের একজন টীকাকারের নাম লেখ।
উত্তর:- মল্লিনাথ (সঞ্জীবনী)
29) রঘুবংশ কাব্যে কয়টি সর্গ আছে?
উত্তর:- 19টি।
30) রঘুবংশ কাব্যে কয়জন রাজার কাহিনী আছে?
উত্তর:- 28 জন।
31) রঘুবংশ কাব্যে মোট শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 1569টি।
32) রঘুবংশ অনুযায়ী রঘুবংশের প্রথম রাজা কে?
উত্তর:- দিলীপ।
33) রঘুবংশ অনুযায়ী রঘুবংশের শেষ রাজা কে?
উত্তর:- অগ্নিবর্ণ।
34) রঘুবংশের একটি শ্লোক লেখ, যেটি সকলের বিচারে সর্বোত্তম শ্লোক।
উত্তর:-
“বাগর্থবিব সম্পৃক্তৌ বাগর্থপতিপত্তয়ে।
জগতঃ পিতরৌ বন্দে পার্বতীপরমেশ্বরৌ।।” রঘু ১/১
35) ভারবির ‘কিরাতার্জুনীয়ম্ থেকে কয়েকটি প্রসিদ্ধ নীতি উপদেশ লেখ।
উত্তর – I) “হিতং মনোহারি চ দুর্লভং বচঃ”,
II) “অহো দুরান্তা বলবদ্ বিরোধিতা”,
III) “সহসা বিদধীত ন ক্রিয়ামূ” প্রভৃতি।
36) “কিরাতাজুনীয়” কার লেখা?
উত্তর:- ভারবির।
37) ‘কিরাতাজুনীয়’ কয়টি সর্গে বিভক্ত ?
উত্তর :- 18 টি ।
38)আইহোল প্রশস্তিতে কাদের প্রশংসা লক্ষিত হয়?
উত্তর :- কালিদাস, ভারবি ও রবিকীর্তি ।
39) রবিকীর্তি ‘আইহোল প্রশস্তি’তে কালিদাসের সঙ্গে আর কার প্রশংসা করেন ?
উত্তর : ভারবি ।
40) কোন্ গ্রন্থ থেকে ভারবির ব্যক্তি জীবনসম্বন্ধে জানা যায় ?
উত্তর :- দন্ডীর অবন্তীসুন্দরীকথা ও অবন্তীসুন্দরীকথাসার ।
41) ভারবির অপর নাম কী ?
উত্তর :- দামোদর ।
42) ভারবির পিতার নাম কী ?
উত্তর :- নারায়ণস্বামী ।
43) ভারবির কাব্যরচনার প্রবাদ কী ?
উত্তর :- ভারবেরর্থগৌরবম্ । নারিকেলফলসস্মিতং বচো ভারবেঃ ।
44) অর্থগৌরবে প্রসিদ্ধ কবি কে ?
উত্তর :- ভারবি ।
45) ভারবির রচনাকে নারিকেল ফলের সঙ্গে কে তুলনা করেছেন ?
উত্তর :- মল্লিনাথ ।
46) ‘কিরাতাজুনীয়’ কাব্যকে নারিকেল ফল বলা হয় কেন ?
উত্তর :- বাইরে কঠিন হলেও কাব্যপাঠে রসাস্বাদন করা যায় ।
47) ভারবি কোন্ আখ্যায় ভূষিত?
উত্তর :- ছত্রভারবি / আতপত্রভারবি ।
48) ভারবিকে ‘ছত্রভারবি’ বলা হয় কেন ?
উত্তর :- বাতাসে ভাসন্ত পদ্মের পরাগজালকে সোনার ছাতা কল্পনা করেন বলে ।
49) ‘শ্রীকাব্য’ কার অপরনাম ?
উত্তর :- কিরাতাজুনীয় / শিশুপালবধ ।
50) ভট্টিকাব্যের অপর নাম কী ?
উত্তর :- রাবণবধ ।
51) ভট্টিকাব্যের রচয়িতা কে ?
উত্তর :- ভট্টি ।
52) ভট্টির অপর নামগুলি কী ?
উত্তর :- ভর্তৃহরি, ভর্তৃস্বামী, ভট্টস্বামী, স্বামিভট্ট।
53) ভট্টিকাব্যের উৎস কী ?
উত্তর :- রামায়ণ ।
54) ভট্টিকাব্যকে কী জাতীয় কাব্য বলা হয় ?
উত্তর :- উদাহরণকাব্য / বৈয়াকরণকাব্য ।
55) ভট্টিকাব্য রচনার উদ্দেশ্য কী ছিল ?
উত্তর :- ব্যাকরণ শিক্ষা দেওয়া ।
56) ভট্টির আবির্ভাব কাল কত ?
উত্তর :- খ্রীষ্টীয় ষষ্ঠ শতকের শেষভাগ ।
57) ‘রাবণবধ’ কয়টি সর্গে বিভক্ত ?
উত্তর :- 22 টি
58) ‘ভট্টিকাব্য’ কয়টি কাণ্ডে বিভক্ত ও কী কী ?
উত্তর :- ৪টি । প্রকীর্ণ, অধিকার, প্রসন্ন ও তিঙন্ত ।
59) ‘উদাহরণকাব্য’ কোন কাব্যকে বলে ?
উত্তর :- ভট্টিকাব্য ।
60) প্রকীর্ণকাণ্ডের আলোচ্য বিষয় কী ?
উত্তর :- ব্যাকরণের বিভিন্ন সূত্রের উদাহরণ ।
61) অধিকারকাণ্ডের আলোচ্য বিষয় কী ?
উত্তর :- অধিকার সূত্রের উদাহরণ।
62) প্রসন্নকাণ্ডের আলোচ্য বিষয় কী ?
উত্তর:- শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।
63) তিঙন্তকাণ্ডের আলোচ্য বিষয় কী ?
উত্তর :- দশটি ল-কারের উদাহরণ।
64) ‘দীপতুল্যঃ প্রবন্ধোঽয়ং শব্দলক্ষণচক্ষুযাম্’ কোন কাব্য প্রসঙ্গে এই উক্তি ?
উত্তর :- ভট্টিকাব্য।
65) রামায়ণ অবলম্বনে কালিদাসোত্তর যুগের একটি মহাকাব্যের নাম লিখুন ।
উত্তর :- জানকীহরণ ।
66) জানকীহরণ কার রচনা ?
উত্তর :- কুমারদাস ।
67) জানকীহরণের সর্গ সংখ্যা কত?
উত্তর :- 25 টি ।
68) মাঘের মহাকাব্যটির উৎস কী ?
উত্তর :- মহাভারতের সভাপর্ব ।
69) ‘শিশুপালবধ’ মহাকাব্যের নায়ক ও প্রতিনায়ক কে ?
উত্তর :- নায়ক শ্রীকৃষ্ণ ও প্রতিনায়ক শিশুপাল।
70) মাঘের পিতা ও পিতামহের নাম কী ?
উত্তর :- পিতা দত্তক সর্বাশ্রয় ও পিতামহ সুপ্রভদেব ।
71) মাঘ কী আখ্যায় ভূষিত ?
উত্তর :- ঘণ্টামাঘ ।
72) মাঘ কাকে অনুসরণ করে কাব্য রচনা করেছিলেন ?
উত্তর :- ভারবি ।
73) কোন তিনটি কাব্যকে ‘বৃহৎত্রয়ী” বলে ?
উত্তর :-কিরাতাজুনীয়, শিশুপালবধ, নৈষধচরিত।
74) কবি মাঘের কাব্য রচনার কৌশল কী?
উত্তর :- ‘মাঘে সন্তি ত্ৰয়ো গুণাঃ” উপমা, অর্থগৌরব ও পদলালিত্যের প্রয়োগ ।
75) কবি মাঘের পান্ডিত্য সম্বন্ধে কী জান?
উত্তর:- কবি মাঘ বহুশাস্ত্রবিদ্। বেদ, পুরাণ, ষড়দর্শন, বৌদ্ধ ও জৈন আগম, অলংকার, সংগীত ও
সমরশাস্ত্র প্রভৃতিতে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। মাঘের নয়টি সর্গ পড়লে অভিধানের সমস্ত শব্দ জানা যায় – “নসর্গগতে মাঘে/নবশব্দো ন বিদ্যতে”।
76) মাঘ শিশুপালবধ কাব্য কেন রচনা করেছিলেন ?
উত্তর :- ভারবির কাব্যকে ম্লান করার জন্য ।
77) ‘শিবাঙ্ক’ কোন কাব্যের অপর নাম ?
উত্তর :- শিবস্বামীর ‘কফিণাভ্যুদয়”।
78) ‘কফিণাভ্যুদয়’ কাব্যের অপর নাম ‘শিবাঙ্ক’ কেন ?
উত্তর :- প্রতি সর্গের শেষে ‘শিব’ শব্দ প্রযুক্ত থাকায় ।
79) সংস্কৃত সাহিত্যে সর্বাপেক্ষা বৃহৎ মহাকাব্য কী?
উত্তর :- রত্নাকরের ‘হরবিজয়’ ।
80) ‘হরবিজয়’ কাব্যের কয়টি সর্গ ?
উত্তর :- ৫০ টি ।
81) অন্ধকাসুর নিধন কোন কাব্যের বিষয়বস্তু ?
উত্তর :- হরবিজয় ।
82) শ্রীহর্ষ কোন মহাকাব্য রচনা করেন ?
উত্তর :- নৈষধচরিত ।
83) ‘নৈষধচরিত’ কটি সর্গে রচিত ?
উত্তর :- ২২ টি ।
84) শ্রীহর্ষের পিতা-মাতার নাম কী ?
উত্তর :- পিতা শ্রীহীর এবং মাতা মামল্লদেবী ।
85) শ্রীহর্ষের গ্রন্থাবলী কী ?
উত্তর :- নৈষধচরিত, খণ্ডনখণ্ডখাদ্যক । এছাড়া বিজয়প্রশস্তি, ছিন্দপ্রশস্তি প্রভৃতি
86) শ্রীহর্ষের কাব্যরচনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ?
উত্তর :- পদলালিত্য ।
87) রামায়ণ অবলম্বনে রচিত চারটি মহাকাব্যের নাম লিখুন ।
উত্তর :- রঘুবংশ, জানকীহরণ, ভট্টিকাব্য, রামায়ণমঞ্জরী ।
88) মহাভারত অবলম্বনে রচিত চারটি মহাকাব্যের নাম লিখ ।
উত্তর:- কিরাতার্জুনীয়, শিশুপালবধ, ভারতমঞ্জরী, নৈষধচরিত।
89) প্রাকৃতভাষায় রচিত একটি মহাকাব্যের নাম লেখ।
উত্তর:- প্রবরসেনের “সেতুবন্ধ”।
অনুরূপ পাঠ
সংস্কৃত কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- পুরাণের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর👈
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈