এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুসারে আলোচিত হল। সংস্কৃত গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর গুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব।
কাব্য দুই শ্রেণীতে বিভক্ত- শ্রব্য ও দৃশ্য। শ্রব্য কাব্যগুলির কতক গদ্যে, কতক আবার পদ্যে রচিত। সংস্কৃতে গদ্যকাব্য দুই শ্রেণীতে বিভক্ত— কথা এবং আখ্যায়িকা। ভামহ কথা ও আখ্যায়িকার পার্থক্য নির্দেশ করেছেন। তাঁর মতে আখ্যায়িকার নায়ক স্বীয় অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করবেন। এটা সরল গদ্যে রচিত হবে এবং ‘উচ্ছ্বাসে’ বিভক্ত হবে। কন্যাহরণ, যুদ্ধ, বিরহ প্রভৃতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত নায়ককে বিজয়ী করা হবে। আখ্যায়িকা সংস্কৃতেই রচিত হবে। ‘কথা’ সংস্কৃত বা অপভ্রংশে রচিত হতে পারে। কল্পিত কাহিনী অবলম্বনে এ রচিত হয় এবং নায়ক ব্যতীত, অপর কেউ এর বক্তা হবেন।
গ্রন্থ | গ্রন্থকার |
দশকুমারচরিত | দন্ডী |
কাব্যাদর্শ | দন্ডী |
বাসবদত্তা | সুবন্ধু |
হর্ষচরিত | বাণভট্ট |
কাদম্বরী | বাণভট্ট |
তিলকমঞ্জরী | ধনপাল |
উদয়সুন্দরীকথা | সোড্ঢল |
সেকশুভোদয় | হলায়ুধ |
গদ্যসাহিত্য থেকে ছোট প্রশ্নোত্তর
সংস্কৃত গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর
(1) গদ্যকাব্য কাকে বলে ?
উত্তর :- গদ্যের স্বরূপ সম্বন্ধে দন্ডী বলেছেন, ”অপাদঃ পদসন্তানো গদ্যম্” অর্থাৎ পাদবিহীন ও অর্থসমন্বিত পদসন্নিবেশই গদ্য। গদ্য রচনাই হল কবিপ্রতিভার শ্রষ্ঠত্ব প্রমাণের মাপকাঠি। কারণ ”গদ্যং কবীনাং নিকষং বদন্তি”।
2) গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত ও কী কী ?
উত্তর :- দুই ভাগে বিভক্ত। যথা—
- কথা ও
- আখ্যায়িকা ।
3) অগ্নিপুরাণ মতে গদ্যকাব্য কয়ভাগে বিভক্ত ?
উত্তর :- পাঁচভাগে বিভক্ত। যথা— কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা, কথালিকা ।
4) পতঞ্জলির মহাভাষ্যে কয়টি গদ্যকাব্যের উল্লেখ আছে ?
উত্তর :- পতঞ্জলির মহাভাষ্যে তিনটি গদ্যকাব্যের উল্লেখ আছে। বাসবদত্তা, সুমনোত্তরা ও ভৈমরথী।
5) ভোজ তার শৃঙ্গারপ্রকাশে কয়টি গদ্যকাব্যের উল্লেখ করেছেন ও কী কী ?
উত্তর :- তিনটি । চারুমতী, মনোবতী এবং সাতকর্ণীহরণ ।
6) ‘কথা’ কী ?
উত্তর :- কল্পিত কাহিনি আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক ব্যতীত অন্য কেউ ।
7) সংস্কৃত সাহিত্যের দুটি ‘কথা’ জাতীয় গদ্যকাব্যের নাম লিখ ।
উত্তর :- বাসবদত্তা ও কাদম্বরী ।
8) ‘আখ্যায়িকা’ কী ?
উত্তর :- সত্যকাহিনি আশ্রিত কাব্য, যার বক্তা নায়ক নিজেই ।
9) সংস্কৃত সাহিত্যের দুটি ‘আখ্যায়িকা’ শ্রেণির গদ্যকাব্যের নাম লিখ ।
উত্তর :- দশকুমারচরিত ও হর্ষচরিত ।
10) গদ্যসাহিত্যের ‘ত্রয়ী” কারা ?
উত্তর :- দন্ডী, সুবন্ধু ও বাণভট্ট ।
11) দন্ডী কোথাকার অধিবাসী ছিলেন ?
উত্তর :- দন্ডী কাঞ্চীর অধিবাসী ছিলেন।
12) দন্ডী পালিত হন কাদের দ্বারা ?
উত্তর :- দন্ডী পালিত হন সরস্বতী ও শ্রুত দ্বারা।
13) দন্ডীর পৃষ্টপোষক রাজা কে ছিলেন ?
উত্তর :- দন্ডীর পৃষ্টপোষক রাজা ছিলেন পল্লবরাজ নরসিংহবর্মণ।
14) দন্ডী কোন্ সময়ের কবি?
উত্তর :- খ্রীস্টীয় সপ্তম শতকের।
15) দন্ডীর ‘ত্রয়ীরচনা’ কী ?
উত্তর :- দশকুমারচরিত, কাব্যাদর্শ ও অবস্তীসুন্দরীকথা (মতান্তরে ছন্দোবিচিতি) ।
16) দন্ডীর গ্রন্থ সম্বন্ধে রাজশেখর কী উক্তি করেছেন ?
উত্তর :-‘ত্রয়োদন্ডিপ্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতা’
17) দশকুমারচরিত কী শ্রেণির গদ্যকাব্য ?
উত্তর :- দশকুমারচরিত আখ্যায়িকা শ্রেণির গদ্যকাব্য।
18) ‘দশকুমারচরিত’ নামকরণের কারণ কী ?
উত্তর :- দশজন কুমারের জীবনচরিত বর্ণিত ।
19) ‘দশকুমারচরিত’ এর নায়ক-নায়িকার নাম লেখ।
উত্তর :- নায়ক- রাজবাহন, নায়িকা- অবন্তীসুন্দরী।
20) ‘রাজবাহনচরিত’ কার রচনা ?
উত্তর :- ‘রাজবাহনচরিত’ দন্ডীর রচনা।
21) দন্ডীর কাব্যনৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি কী?
উত্তর :- ‘দণ্ডিনঃ পদলালিত্যম’।
22) বাসবদত্তা কে রচনা করেন ?
উত্তর :- বাসবদত্তা রচনা করেনসুবন্ধু ।
23) ‘বাসবদত্তা’ গদ্যকাব্যের নায়ক ও নায়িকা কারা ?
উত্তর :- নায়ক কন্দর্পকেতু এবং নায়িকা বাসবদত্তা ।
24) বাণভট্ট কয়টি গদ্যকাব্য রচনা করেন ? কি কি?
উত্তর :- বাণভট্ট দুটি গদ্যকাব্য রচনা করেন। হর্ষচরিত ও কাদম্বরী।
25) বাণভট্ট কোন্ সময়ের কবি?
উত্তর:- বাণভট্ট খ্রীস্টিয় সপ্তম শতকের কবি।
26) বাণভট্টের পিতা ও পিতামহের নাম কী ?
উত্তর :- পিতা চিত্রভানু এবং পিতামহ অর্থপতি।
27) বাণভট্টের পৃষ্টপোষক রাজার নাম কী ?
উত্তর :- বাণভট্টের পৃষ্টপোষক রাজার নাম হর্ষবর্ধন ।
28) বাণভট্টের পিতামাতার নাম লিখ ।
উত্তর :- বাণভট্টের পিতা চিত্রভানু এবং মাতা রাজ্যদেবী ।
29) বাণভট্ট কী কী গ্রন্থ রচনা করেন ?
উত্তর :- বাণভট্ট তিনটি গ্রন্থ রচনা করেন “হর্ষচরিত”, “কাদম্বরী” ও “চন্ডীশতক”।
30) বৃহৎ কথা অবলম্বনে রচিত একটি গদ্যকাব্যের নাম লিখ ।
উত্তর :- বৃহৎ কথা অবলম্বনে রচিত একটি গদ্যকাব্যের নাম হল কাদম্বরী ।
31) “কাদম্বরী” কোন্ শ্রেণীর কাব্য?
উত্তর:- “কাদম্বরী” কথা শ্রেণীর গদ্যকাব্য।
32) কাদম্বরী শব্দের অর্থ কী ?
উত্তর :- কাদম্বরী শব্দের অর্থ ‘সুরা’ ।
33) “কাদম্বরী” কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- চন্দ্রাপীড় ও কাদম্বরীর প্রেমকাহিনী।
34) কাদম্বরীর কয়টি ভাগ ? কি কি?
উত্তর :- কাদম্বরীর দুটি ভাগ। পূর্বভাগ ও উত্তরভাগ ।
35) কাদম্বরী গদ্যকাব্যটি সমাপ্ত করেন কে ?
উত্তর :- কাদম্বরী গদ্যকাব্যটি সমাপ্ত করেন বাণপুত্র ভূষণভট্ট ।
36) পুলিন্দ কে ?
উত্তর :- বাণভট্টের পুত্র (ভূষণভট্টের অপরনাম)।
37) “হর্ষচরিত” কোন্ শ্রেণীর গদ্যকাব্য?
উত্তর:- “হর্ষচরিত” আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য।
38) “হর্ষচরিত” কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে?
উত্তর:- “হর্ষচরিত” কাব্যে আটটি উচ্ছ্বাস আছে।
39) “হর্ষচরিত” কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- পুষ্যভূতি বংশের কাহিনী।
40) বাণভট্টের প্রশস্তিসূচক দুটি বাক্য লিখ ।
উত্তর :- ‘বাণোচ্ছিষ্টং জগৎসবম্’ এবং ‘হৃদয়বসতি পঞ্চবাণস্তু বাণঃ’।
41) ‘তিলকমঞ্জরী’ কার লেখা ?
উত্তর :- ‘তিলকমঞ্জরী’ ধনপালের লেখা।
42) “উদয়সুন্দরীকথা” কে রচনা করেন?
উত্তর:- “উদয়সুন্দরীকথা” রচনা করেন সোডঢল।
43) “উদয়সুন্দরীকথা” গদ্যকাব্যে কয়টি উচ্ছ্বাস আছে?
উত্তর:- “উদয়সুন্দরীকথা” গদ্যকাব্যে আটটি উচ্ছ্বাস আছে।
44) “উদয়সুন্দরীকথা” কী ধরনের গদ্যকাব্য?
উত্তর:- “উদয়সুন্দরীকথা” কথা শ্রেণীর গদ্যকাব্য।
45) “উদয়সুন্দরীকথা” গদ্যকাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- মলয়বানের সঙ্গে উদয়সুন্দরীর প্রেমকথা।
46) “তিলকমঞ্জরী” কার লেখা?
উত্তর:- “তিলকমঞ্জরী” ধনপালের লেখা।
47) “তিলকমঞ্জরী” কোন্ শ্রেণীর গদ্যকাব্য?
উত্তর:- “তিলকমঞ্জরী” কথা শ্রেণীর গদ্যকাব্য।
48) “তিলকমঞ্জরী” গদ্যকাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- তিলকমঞ্জরী ও সমরকেতুর প্রেমকাহিনী।
49) বামনভট্টবাণ রচিত গদ্যকাব্যের নাম কী ?
উত্তর :- বেমভূপালচরিত ।
50) “বেমভূপালচরিত” গদ্যকাব্যটি কোন্ শ্রেণীর?
উত্তর:- “বেমভূপালচরিত” গদ্যকাব্যটি আখ্যায়িকা শ্রেণীর।
51) “বেমভূপালচরিত” গদ্যকাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- বেমভূপালের জীবনচরিত।
52) “সেকশুভোদয়” কার লেখা?
উত্তর:- “সেকশুভোদয়” হলায়ুধের লেখা।
53) “গদ্যচিন্তামণি” কার লেখা?
উত্তর:- “গদ্যচিন্তামণি” ওডয়দেবের লেখা।
54) “গদ্যচিন্তামণি” কোন্ শ্রেণীর কাব্য?
উত্তর:- “গদ্যচিন্তামণি” কথা শ্রেণীর গদ্যকাব্য।
55) “গদ্যচিন্তামণি” গদ্যকাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:– জীবন্ধরের কাহিনী।
অনুরূপ পাঠ
সংস্কৃত গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- পুরাণের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর👈
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈