মহাভারতের SAQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। মহাভারতের রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে গৃহীত। মহাভারতের প্রতিটি SAQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লোকোত্তর তপঃপ্রভাবে ভারতের চিরন্তন আত্মার মহাজাগরণ ঘটেছে মহাভারতে। এখানে ভরত বংশীয়দের মহাযুদ্ধের কাহিনি আঠারোটি পর্বে এবং এক লক্ষ শ্লোকে বর্ণিত হয়েছে। মহাভারত মহত্ত্বে ও গুরুত্বে একখানি শ্রেষ্ঠ মহাকাব্য – “মহত্ত্বাদ ভারবত্ত্বাচ্চ মহাভারতমুচ্যতে।” এই বিশাল গ্রন্থে স্থান পেয়েছে অসংখ্য কাহিনি, অগণিত উপাখ্যান, অজস্র উপদেশ ও অনুশাসন। ভারতে প্রচলিত সমস্ত জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, পুরাণ, তত্ত্বকথা, নীতি, উপদেশ ও অনুশাসন, লোকবিদ্যা, প্রবচন, জীবনের নানা সমস্যা ও তার সমাধান, ধর্ম, কাম, মোক্ষ, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি কী নেই মহাভারতে। সেইজন্য লোকে বলে “যা নাই মহাভারতে, তা নাই ভারতে”।
মহাভারতের ছোট প্রশ্নোত্তর । এই মহাভারতের অন্তর্ভুক্ত ‘শ্রীমদভগবদ্গীতা’ জ্ঞান, কর্ম, ভক্তির এক অপূর্ব সংগমতীর্থ। বৈশম্পায়ন তাই যথার্থই বলেছেন—
“ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ।
যদিহাস্তি তদন্যত্র যন্নেহাস্তি ন কুত্রচিৎ।।”
মহাভারত | কিছু তথ্য |
মহাভারতের রচয়িতা | মহর্ষি কৃয়দ্বৈপায়ন বেদব্যাস |
মহাভারতের অপর নাম | পঞ্চমবেদ , শতসাহস্রী সংহিতা |
পর্ব সংখ্যা | 18 টি |
শ্লোক সংখ্যা | 100000 টি |
মহাভারতের SAQ প্রশ্নোত্তর
মহাভারতের SAQ প্রশ্নোত্তর সমূহ নিম্নে দেওয়া হল।
(1) বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম কী ?
উত্তর :- বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম মহাভারত ।
2) মহাভারতের রচয়িতা কে?
উত্তর :— মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।
3) বেদব্যাসের কৃষ্ণদ্বৈপায়ন নামের কারণ কী?
উত্তর :— বেদব্যাসের গায়ের রং কালো ছিল তাই কৃষ্ণ এবং মাতা সত্যবতী যমুনার কোনো এক দ্বীপে তাঁকে জন্মাদন করেন তাই দ্বৈপায়ন। দুইয়ে মিলে কৃষ্ণদ্বৈপায়ন।
4) মহাভারতের রচয়িতাকে ‘বেদব্যাস’ বলা হয় কেন?
উত্তর :— ‘ব্যাস’ শব্দের অর্থ বিভক্ত করা। তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। এই কারণে ইনি ‘বেদব্যাস’ বা ‘ব্যাস’ নামে পরিচিত হন।
5) ব্যাসদেবের পিতা-মাতা কে ?
উত্তর :— ব্যাসদেবের পিতার নাম পরাশর ও মাতার নাম সত্যবতী।
6) ব্যাসদেবের পুত্রের নাম কী?
উত্তর :— ব্যাসদেবের পুত্রের নাম শুকদেব।
7) মহাভারত কোন্ ছন্দে রচিত ?
উত্তর :- মহাভারত অনুষ্টুপ ছন্দে রচিত।
8) ব্যাসদেব কতদিনে মহাভারত রচনা শেষ করেন ?
উত্তর :— ব্যাসদেব তিন বছরে মহাভারত রচনা শেষ করেন।
9) ব্যাসদেবের চারজন শিষ্যের নাম লেখ।
উত্তর :— ব্যাসদেবের চারজন শিষ্যের নাম হল বৈশম্পায়ন, জৈমিনি, পৈল এবং শুক।
10) ব্যাসদেব তাঁর মহাভারত গ্রন্থটি সর্বপ্রথম কাকে পাঠ করে শোনান?
উত্তর :— ব্যাসদেব তাঁর মহাভারত গ্রন্থটি সর্বপ্রথম বৈশম্পায়নকে পাঠ করে শোনান।
11) মহাভারত কয়টি স্তরে রচিত ?
উত্তর :— মহাভারত তিনটি স্তরে রচিত।
12) মহাভারতের তিনটি স্তর কী কী ?
উত্তর :— মহাভারতের তিনটি স্তর হল – জয়, ভারত এবং মহাভারত।
13) মূল মহাভারতের নাম কী ?
উত্তর :— মূল মহাভারতের নাম ‘জয়’ ।
14) মহাভারতের অপর নামগুলি লেখ ।
উত্তর :— ভারতসংহিতা, শতসাহসীসংহিতা, কার্ষ্ণবেদ, পঞ্চমবেদ ।
15) কাকে কেন শতসাহস্রীসংহিতা বলা হয় ?
উত্তর :— শতসহস্র শ্লোক থাকায় মহাভারতকে শতসাহস্রীসংহিতা বলে।
16) মহাভারতের ভাগগুলিকে কী বলা হয় ?
উত্তর :— মহাভারতের ভাগগুলিকে বলা হয় পর্ব।
17) মহাভারতের পর্ব কয়টি ?
উত্তর :— মহাভারতের পর্ব সংখ্যা 18 টি ।
18) মহাভারতের পর্বগুলির নাম ক্রমান্বয়ে লেখ।
উত্তর:— মহাভারতের পর্বগুলি হল যথাক্রমে— আদিপর্ব, সভাপর্ব, বনপর্ব, বিরাটপর্ব, উদ্যোগপর্ব, ভীষ্মপর্ব, দ্রোণপর্ব, কর্ণপর্ব, শল্যপর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মুষল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব।
19) মহাভারতের অধ্যায় ও শ্লোক সংখ্যা কত?
উত্তর :- মহাভারতে 2111 টি অধ্যায় ও 100000 (এক লক্ষ) টি শ্লোক আছে।
20) মহাভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম পর্ব দুটির নাম লেখ।
উত্তর :- মহাভারতের বৃহত্তম পর্বটির নাম শান্তিপর্ব এবং ক্ষুদ্রতম পর্বটির নাম মহাপ্রস্থানিক পর্ব।
21) মহাভারতের কোন্ পর্বকে প্রক্ষিপ্ত বলে ধরা হয় ?
উত্তর :- মহাভারতের শান্তি পর্ব ও অনুশাসন পর্বকে প্রক্ষিপ্ত বলে ধরা হয়।
22) মহাভারতের কয়েকজন টীকাকারের নাম লেখ।
উত্তর:— মহাভারতের কয়েকজন টীকাকার হলেন— দেববোধ, অর্জুন মিশ্র, হরিদাস সিদ্ধান্ত বাগীশ প্রমুখ। এদের টীকাগ্রস্থগুলির নাম যথাক্রমে—উত্তানদীপিকা, অর্থ দীপিকা, ভারতভাব প্রদীপ এবং ভারতকৌমুদী প্রভৃতি।
23) মহাভারতের সর্বপ্রাচীন টীকা কোনটি ?
উত্তর:- মহাভারতের সর্বপ্রাচীন টীকা দেববোধের উত্তানদীপিকা টীকাই সর্বাপেক্ষা প্রাচীনতম।
24) মহাভারতের একজন বাঙালী টীকাকারের নাম লেখ।
উত্তর:- মহাভারতের একজন বাঙালী টীকাকারের নাম হল— হরিদাস সিদ্ধান্ত বাগীশ।
25) মহাভারতের দুজন বাঙালী টীকাকারের নাম লেখ।
উত্তর :- মহাভারতের দুজন বাঙালী টীকাকারের নাম হল অর্জুনমিশ্র ও হরিদাস সিদ্ধান্তবাগীশ ।
26) মহাভারতের যুদ্ধের নাম কী ?
উত্তর :- মহাভারতের যুদ্ধের নাম কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ ।
27) কাদের মধ্যে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ হয়েছিল।
28) কয়দিন ধরে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ সংঘটিত হয়েছিল ?
উত্তর :- 18 দিন ধরে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ সংঘটিত হয়েছিল।
29) ভীষ্ম কতদিন যুদ্ধ করেছিলেন?
উত্তর :- ভীষ্ম 10 দিন যুদ্ধ করেছিলেন।
30) ভীষ্ম কোন্ পর্বে মৃত্যুবরণ করেছিলেন?
উত্তর :- ভীষ্ম অনুশাসন পর্বে মৃত্যুবরণ করেছিলেন।
31) কোন্ কোন্ পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা মেলে?
উত্তর :- ভীষ্মপর্ব ও সৌপ্তিক পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা মেলে ।
32) কোন্ প্রতিজ্ঞার জন্য দেবব্রতর নাম ভীষ্ম হয়েছিল ?
উত্তর :- চিরকুমার থাকা এবং সিংহাসনে অধিকার ত্যাগ— এই দুটি ভীষণ প্রতিজ্ঞার জন্য ।
33) কাকে পাঞ্চালী বলা হয়? ঐরূপ নামের করণ কী?
উত্তর :- দ্রৌপদীকে পাঞ্চালী বলা হয়। দ্রৌপদী পাঞ্চাল রাজ্যের রাজকন্যা ছিলেন। তাই দ্রৌপদীকে পাঞ্চালী বলা হয়।
34) কে স্বশরীরে স্বর্গে যাওয়ার অনুমতি পেয়েছিলেন? তাঁর সঙ্গী কে ছিল?
উত্তর :- একমাত্র যুধিষ্ঠিরই স্বশরীরে স্বর্গে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন বকরূপী ধর্মরাজ।
অনুরূপ পাঠ
মহাভারতের SAQ প্রশ্নোত্তর এর মত একই ধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করো ।