সংস্কৃত ধাতুরূপ জ্ঞা বিষয়ক আলোচনা। এটি একটি ক্র্যাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ জ্ঞা বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। জ্ঞা ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য জ্ঞা ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ জ্ঞা বিষয়ে উপস্থাপন। জ্ঞা ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য জ্ঞা ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে জ্ঞা ধাতুরূপ অনুশীলন করতে হবে।
জ্ঞা ধাতু
সংস্কৃত ধাতুরূপ জ্ঞা এর কয়েকটি কথা।
ধাতুরূপ | জ্ঞা |
বিভক্তি বিভাগ | উভয়পদী |
ধাতু বিভাগ | ক্র্যাদিগণীয় |
অর্থ | জানা, To know |
ধাতুরূপ কৃ (বাংলা হরফে)
জ্ঞা ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ (বর্তমান কাল)
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানাতি | জানাসি | জানামি |
দ্বিবচন | জানীতঃ | জানীথঃ | জানীবঃ |
বহুবচন | জানন্তি | জানীথ | জানীমঃ |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানীতে | জানীষে | জানে |
দ্বিবচন | জানাতে | জানাথে | জানীবহে |
বহুবচন | জানতে | জানীধ্বে | জানীমহে |
লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানাতু | জানীহি | জানানি |
দ্বিবচন | জানীতাম্ | জানীতম্ | জানাব |
বহুবচন | জানন্তু | জানীত | জানাম |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লোট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানীতাম্ | জানীষ্ব | জানৈ |
দ্বিবচন | জানাতাম্ | জানাথাম্ | জানাবহৈ |
বহুবচন | জানতাম্ | জানীধ্বম্ | জানামহৈ |
লঙ্ (অতীতকাল)
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অজানাৎ | অজানাঃ | অজানাম্ |
দ্বিবচন | অজানীতাম্ | অজানীতম্ | অজানীব |
বহুবচন | অজানন্ | অজানীত | অজানীম |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অজানীত | অজানীথাঃ | অজানি |
দ্বিবচন | অজানাতাম্ | অজানাথাম্ | অজানীবহি |
বহুবচন | অজানত | অজানিধ্বম্ | অজানীমহি |
বিধিলিঙ্ (উচিত অর্থে)
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানীয়াৎ | জানীয়াঃ | জানীয়াম্ |
দ্বিবচন | জানীয়াতাম্ | জানীয়াতম্ | জানীয়াব |
বহুবচন | জানীয়ুুঃ | জানীয়াত | জানীয়াম |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জানীত | জানীথাঃ | জানীয় |
দ্বিবচন | জানীয়াতাম্ | জানীয়াথাম্ | জানীবহি |
বহুবচন | জানীরন্ | জানীধ্বম্ | জানীমহি |
লৃট্ (ভবিষ্যৎ কাল)
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়াপদ গঠনের জন্য লৃট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জ্ঞাস্যতি | জ্ঞাস্যসি | জ্ঞাস্যামি |
দ্বিবচন | জ্ঞাস্যতঃ | জ্ঞাস্যথঃ | জ্ঞাস্যাবঃ |
বহুবচন | জ্ঞাস্যন্তি | জ্ঞাস্যথ | জ্ঞাস্যামঃ |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লৃট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জ্ঞাস্যতে | জ্ঞাস্যসে | জ্ঞাস্যে |
দ্বিবচন | জ্ঞাস্যেতে | জ্ঞাস্যেথে | জ্ঞাস্যাবহে |
বহুবচন | জ্ঞাস্যন্তে | জ্ঞাস্যধ্বে | জ্ঞাস্যামহে |
লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জজ্ঞৌ | জজ্ঞিথ, জজ্ঞাথ | জজ্ঞৌ |
দ্বিবচন | জজ্ঞতুঃ | জজ্ঞথুঃ | জজ্ঞিব |
বহুবচন | জজ্ঞুঃ | জজ্ঞ | জজ্ঞিম |
বাংলা হরফে জ্ঞা ধাতুরূপ লিট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | জজ্ঞে | জজ্ঞিষে | জজ্ঞে |
দ্বিবচন | জজ্ঞাতে | জজ্ঞাথে | জজ্ঞিবহে |
বহুবচন | জজ্ঞিরে | জজ্ঞিধ্বে | জজ্ঞিমহে |
জ্ঞা ধাতু থেকে জিজ্ঞাস্য
1) জ্ঞা ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।
2) জ্ঞা ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।
3) সংস্কৃতে অনুবাদ করো – সুবোধ ব্যাকরণ জানে।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈