শ্রীমতী থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। শ্রীমতী গদ্যাংশটি দেবনাগরী ও বাংলা হরফে নিচে দেওয়া হল। বাংলায় সহজ ও সাবলীল কথায় অনুবাদ করা হল। শ্রীমতী MCQ ধরণের প্রশ্ন SEMESTER – 3 আসবে। পাঁচটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 5 = 5 )।
শ্রীমতী গল্পটি ধর্ম সম্বন্ধে মনোরম ও হৃদয়স্পর্শী, নানান উপদেশ ও নৈতিক কার্যকলাপের কাহিনী নিয়ে রচিত। এটি অবদানশতকের ৫৪ তম অবদান। ‘অবদান’ শব্দটির অর্থ মহৎ বা শ্রেষ্ঠ কাজ এবং শতক এর অর্থ একশত। অর্থাৎ অবদানশতকে একশতটি গল্পের সংকলন রয়েছে। এই গল্পগুলিতে আছে ভগবান বুদ্ধের ধর্ম সম্বন্ধে নানান উপদেশ ও নৈতিক কার্যকলাপের কাহিনী।
প্রত্যেক মানুষ তাঁর নিজস্ব একটি আদর্শ, ধর্ম, নীতি নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়। কিন্তু অনেক সময় দুর্বিপাকে পড়ে তার ঐ আদর্শ বা নীতিকে বিসর্জন দিতে হয় শুধুমাত্র বাঁচার তাগিদে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরণই শ্রেয়। সেরূপ শ্রীমতী নামে এক সামান্য অন্তঃপুরচারিকার বুদ্ধানুরাগ, প্রেম, ভালবাসার সঙ্গে চারিত্রিক দৃঢ়তার পরাকাষ্ঠার নিদর্শনস্বরূপ মহান আত্মত্যাগ আমাদেরকে মনে করিয়ে দেয় – স্বার্থপরতার কারণে মানুষ অন্যায়কে মাথা পেতে নিয়ে বাঁচলেও আসলে সে মৃত।
বিষয়বস্তু :- আত্মত্যাগের সুমহান আদর্শে মহীয়সী শ্রীমতী উজ্জ্বল হয়ে রয়েছে। ভগবান বুদ্ধের পূজায় নিবেদিতপ্রাণা শ্রীমতী। মগধ রাজ্যের রাজধানীর নাম রাজগৃহ। যার রাজা বিম্বিসার। ভগবান বুদ্ধ এক সময় এই রাজগৃহের কাছে বেনুবনে বাস করছিলেন। রাজা বিম্বিসার রাজান্তঃপুরিকাদের সাথে রাত্রিতে ভগবান বুদ্ধের কাছে যেতেন। তারপর বসন্তকাল উপস্থিত হলে অন্তঃপুর নারীরা বলল যে-দিন দিন তারা বুদ্ধের কাছে যেতে পারছে না। অনুগ্রহ করে যদি রাজা ভগবান বুদ্ধের কেশ নখ এনে রাজ-অন্তঃপুরে একটি স্তূপ নির্মাণ করেন যাতে তারা সেখানে বারবার পুজো দিতে পারে। রাজা বিম্বিসারের অনুরোধে ভগবান বুদ্ধ কেশ নখ দিলে অন্তঃপুরিকাদের সাহায্যে রাজা বিম্বিসার রাজ-অন্তঃপুরে একটি বুদ্ধস্তূপ নির্মাণ করালেন। সেখানে অন্তঃ পুরনারীগণ বুদ্ধের পূজা করতে লাগলেন।
তারপর ধার্মিক মহারাজ বিম্বিসারকে পুত্র অজাতশত্রু হত্যা করে রাজ্য দখল করে সকল প্রকারের ধর্মানুষ্ঠান রাজ্যে নিষেধ করে দিলেন। ভগবান বুদ্ধের কথা স্মরণ করে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা নিজের জীবন বিপন্ন করে বুদ্ধের কেশনখস্তূপটি পরিষ্কার করে তার উপর সুন্দরভাবে দীপমালা রচনা করেন। রাজা অজাতশত্রু প্রাসাদের উপর হতে সেই উজ্জ্বল আলোকছটা দেখে কারণ জিজ্ঞাসা করে জানতে পারেন যে-এটা শ্রীমতী নামে এক দাসীর কাজ। রাজা শ্রীমতীকে এর কারণ জিজ্ঞাসা করলে শ্রীমতী উত্তরে জানাল যে,, যদিও সে অজাতশত্রুর আদেশ অতিক্রম করেছে তথাপি ধর্মরাজ বিম্বিসারের আদেশ লঙ্ঘন করে নি। একথা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে চক্র নিক্ষেপ করে শ্রীমতীকে হত্যা করেন।
শ্রীমতী
শ্রীমতী পাঠ্যাংশটি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।
পাঠ্যাংশের নাম | শ্রীমতী |
উৎস গ্রন্থ | অবদানশতক |
রচয়িতা | ক্ষেমেন্দ্র |
অধ্যায় | ৫৪তম |
MCQ প্রশ্নোত্তর
শ্রীমতী থেকে MCQ প্রশ্ন ও উত্তরগুলি নিম্নে দেওয়া হল। প্রতিটি MCQ প্রশ্ন নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. শ্রীমতী পাঠ্যাংশটি কোন্ গ্রন্থের অংশ—
(A) অবদানশতক
(B) বিক্রমোর্বশীয়ম্
(C) মালবিকাগ্নিমিত্রম্
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) অবদানশতক
2. অবদানশতকের রচয়িতা কে—
(A) অশ্বঘোষ
(B) ক্ষেমেন্দ্র
(C) ভাস
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) ক্ষেমেন্দ্র
3. শ্রীমতী পাঠ্যাংশটি অবদানশতকের কততম অবদান—
(A) ২৪তম
(B) ৩৪তম
(C) ৪৪তম
(D) ৫৪তম
উত্তর👈
(D) ৫৪তম
4. অবদানশতকের ‘অবদান’ শব্দের অর্থ কী —
(A) নিকৃষ্ট
(B) অতিষ্ট
(C) শ্রেষ্ঠ
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) শ্রেষ্ঠ
5. অবদানশতকের গল্পগুলিতে কার কাহিনী আছে —
(A) ভগবান শিবের
(B) ভগবান বুদ্ধের
(C) ভগবান যীশুর
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) ভগবান বুদ্ধের
6. মগধ রাজ্যের রাজধানীর নাম —
(A) উজ্জয়িনী
(B) কলিঙ্গ
(C) রাজগৃহ
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) রাজগৃহ
7. রাজগৃহে নগরের রাজার নাম কি—
(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) হর্ষবর্ধন
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) বিম্বিসার
8. বিম্বিসারের রাজধানীর নাম —
(A) উজ্জয়িনী
(B) কলিঙ্গ
(C) রাজগৃহ
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) রাজগৃহ
9. বিম্বিসার কিভাবে রাজ্য পালন করতেন —
(A) প্রজা পীড়ক রাজার মতো
(B) নিজের ইচ্ছে মতো
(C) একমাত্র সন্তানের মতো
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) একমাত্র সন্তানের মতো
10. বিম্বিসারের পুত্রের নাম কি —
(A) বিন্দুসার
(B) অজাতশত্রু
(C) হর্ষবর্ধন
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) অজাতশত্রু
11. অজাতশত্রুর পিতার নাম কি —
(A) বিম্বিসার
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) বিম্বিসার
12. অন্তঃপুরচারিণীরা কখন রাজা বিম্বিসারকে অন্তঃপুরে স্তূপ নির্মাণ করতে বলেছিলেন —
(A) শরৎকাল উপস্থিত হলে
(B) শীতকাল উপস্থিত হলে
(C) হেমন্তকাল উপস্থিত হলে
(D) বসন্তকাল উপস্থিত হলে
উত্তর👈
(D) বসন্তকাল উপস্থিত হলে
13. অজাতশত্রুর কিভাবে রাজা হয়েছিলেন —
(A) পিতার মৃত্যুর পর
(B) পিতার আদেশে
(C) ধর্মরাজ বিম্বিসারকে হত্যা করে
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) ধর্মরাজ বিম্বিসারকে হত্যা করে
14. “न केनचित् तथागतस्तूपे काराः कर्तव्या इति” আদেশটি কার —
(A) রাজা বিম্বিসারের
(B) রাজা বিন্দুসারের
(C) রাজা হর্ষবর্ধনের
(D) রাজা অজাতশত্রুর
উত্তর👈
(D) রাজা অজাতশত্রুর
15. শ্রীমতী কার আদেশ অমান্য করেছিলেন —
(A) রাজা বিম্বিসারের
(B) রাজা বিন্দুসারের
(C) রাজা অজাতশত্রুর
(D) রাজা হর্ষবর্ধনের
উত্তর👈
(C) রাজা অজাতশত্রুর
16. শ্রীমতী কোন্ আদেশ অমান্য করেছিলেন —
(A) সকলে ভগবান বুদ্ধের স্তূপে পূজা করতে পারবে
(B) কেউ ভগবান বুদ্ধের স্তূপে পূজা করতে পারবে না
(C) শ্রীমতী ভগবান বুদ্ধের স্তূপে পূজা করতে পারবে
(D) শ্রীমতী ভগবান বুদ্ধের স্তূপে পূজা করতে পারবে না
উত্তর👈
(B) কেউ ভগবান বুদ্ধের স্তূপে পূজা করতে পারবে না
17. শ্রীমতীকে হত্যা করছিলেন —
(A) রাজা বিম্বিসার
(B) রাজা বিন্দুসার
(C) রাজা হর্ষবর্ধন
(D) রাজা অজাতশত্রু
উত্তর👈
(D) রাজা অজাতশত্রু
18. অজাতশত্রু কোন্ অস্ত্রের আঘাতে শ্রীমতীকে হত্যা করছিলেন —
(A) তরবারির আঘাতে
(B) গদার আঘাতে
(C) চক্রের আঘাতে
(D) ছুরির আঘাতে
উত্তর👈
(C) চক্রের আঘাতে
অনুরূপ পাঠ
SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—
ধন্যবাদ
শ্রীমতী থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈