অবিমারক (টীকা)

এই অধ্যায়ের আলোচ্য বিষয় অবিমারক (টীকা) । অবিমারক নাটক কার লেখা, রচনাকাল কোন্ সময়ের ও বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। WBCHSE এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যও অবিমারক সম্পর্কে নিখুতভাবে জানা দরকার। WBSSC এর SLST ক্ষেত্রে এই আলোচ্য বিষয় অতীব জরুরী।

আমরা যাকে সাহিত্য বলি, সংস্কৃত অলংকার শাস্ত্রে তাই কাব্য নামে চিহ্নিত। রসাত্মক বাক্যে গুণ, অলংকারের মন্ডন ছাড়িয়ে কাব্যের অন্তর্গঢ় রসরূপ সহৃদয় পাঠকের মন আপ্লুত করে।সংস্কৃত সাহিত্যে ‘কাব্যং দ্বিবিধং দৃশ্যং শ্রব্যং চ’ অর্থাৎ কাব্য দুই প্রকার দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের আধুনিক প্রতিশব্দ নাটক। মঞ্চে অভিনয় দর্শনের মাধ্যমে দৃশ্যকাব্য উপস্থাপিত হয়। এই দৃশ্যকাব্যের অপর নাম রূপক; কারণ এতে পাত্র-পাত্রীর উপর, নাটকীয় চরিত্রের রূপ আরোপ করা হয়। কালিদাস পূর্ব নাট্যকারদের মধ্যে অন্যতম মহাকবি ভাসের রচিত নাটক অবিমারক। এই নাটক সম্পর্কে টীকা লেখা হল।

অবিমারক সম্পর্কে আলোচনা কর

ভূমিকা :- কালিদাস পূর্বযুগের শ্রেষ্ঠ নাট্যকার মহাকবি ভাস। তিনি সম্ভবতঃ খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকে আবির্ভূত হয়েছিলেন বলে ধরা হয়। প্রচলিত কাহিনী অবলম্বনে ছয় অঙ্কের রচিত “অবিমারক” নাটকগুলির মধ্যে অন্যতম।

বিষয়বস্তু :- ঋষি দীর্ঘতপার অভিশাপে সৌবীররাজ বিষ্ণুসেন এক বৎসরের জন্য চণ্ডালত্ব প্রাপ্ত হন। এই সময়ে কুন্তীভোজ নগরে বাসকালে ‘অবি’ নামক এক অসুরকে তিনি হত্যা করেন এবং অবিমারক নামে পরিচিত হন। একদিন তিনি মাতুল দুহিতা কুরঙ্গীকে হস্তির আক্রমণ হতে রক্ষা করেন। কুরঙ্গীর পিতা কুন্তীভোজ অবিমারকের পরিচয় জানতেন না। তাঁর হস্তে কুরঙ্গীকে সমর্পণ করবার ঠিক করে যখন শুনলেন অবিমারক নীচ জাতি, তখন কুন্তীভোজ পিছিয়ে আসলেন। ইতিমধ্যে কুরঙ্গী ও অবিমারকের প্রণয় বেড়ে গেল। ধাত্রীর সহায়তায় কুরঙ্গীর কক্ষে অবিমারকের গোপন মিলনও হল। কক্ষ থেকে বেরিয়ে অবিমারক কোনো উপায় না দেখে পর্বত হতে লাফ দিয়ে আত্মহত্যা করবার জন্য প্রস্তুত হলেন। হঠাৎ এক বিদ্যাধরের সঙ্গে অবিমারকের সাক্ষাৎ হল এবং বিদ্যাধর তাকে একটি অঙ্গুরি দিলেন। যার সাহায্যে অবিমারক প্রতি-রাত্রে তাঁর সঙ্গ পেতে পারবেন। ইতিমধ্যে কুন্তীভোজ তাঁর অন্য এক ভাগিনেয়র সঙ্গে কুরাঙ্গীর বিয়ের ব্যবস্থা করেন। শেষকালে রাজা কুন্তীভোজ নারদের মুখে অবিমারকের প্রকৃত পরিচয় জেনে সানন্দে কুরঙ্গীর সাথে তার বিবাহ দেন।

মূল্যায়ণ :- এমন সহজ সরল নাটকীয় সংলাপ অন্যত্র পাওয়া যায় না। অবান্তর ঘটনা বাহুল্যে নাটকটি কোথাও ভারাক্রান্ত হয়নি। বর্ণনায় তিনি অসম্ভব রকমের সংযমের পরিচয় দিয়েছেন। এমন মঞ্চোপযোগী নাটক সংস্কৃত সাহিত্যে আর দেখা যায় না। এক কথায় নাটকীয় ঘটনা বিন্যাসে, চরিত্র চিত্রনে নাট্য পরিবেশনে এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নাটকটি সত্যিই শ্রেষ্ঠত্বের দাবি রাখে।

অনুরূপ পাঠ

ভাসের অবিমারক নাটক এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।

অবিমারক সম্পর্কে জিজ্ঞাস্য

অবিমারক (টীকা)

1) অবিমারক কার লেখা।

মহাকবি ভাসের।

2) অবিমারক নাটকে কয়টি অংক আছে?

ছয়টি।

3) অবিমারক নামকরণের কারণ কি?

সৌবীররাজ বিষ্ণুসেন ‘অবি’ নামক এক অসুরকে তিনি হত্যা করেন। এটি নাটকের বীজ। তাই এরকম নামকরণ করা হয়েছে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment