সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুসারে আলোচিত হল। সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তরগুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব।

সংস্কৃত কবি ও লেখকগণ ইতিহাসকে রচনার বিষয়বস্তুরূপে কোনও দিন গ্রহণ করেননি। ভাবতেও অবাক লাগে, যে দেশ বাস-বাল্মীকির মত মহাকবি কালিদাস, শূদ্রক, ভবভূতির মত নাট্যকার, বাণ, সুবন্ধু, দন্ডীর মত গল্পকথক, কপিল-কণাদের মত দার্শনিক এবং পাণিনি, বররুচি পতঞ্জলির মত বৈয়াকরণের সৃষ্টি করতে পারে সেই দেশে এমন একজনও এই সুদীর্ঘকালের মধ্যে আবির্ভূত হলেন না, যাঁর রচনায় ভারতের ইতিহাসকে ধরে রাখবার ক্ষীণতম প্রচেষ্টাও করা হয়েছে। কোনও বিশেষ ব্যক্তি, কোনও বিশেষ বস্তু বা কোনও বিশেষ ঘটনাকে বড় করে দেখবার বা দেখাবার যে প্রকৃতি ইতিহাস রচনার মূলে কাজ করে তা সংস্কৃত কবিগণের মধ্যে কখনই ছিল না। একমাত্র বাণ ছাড়া সংস্কৃত কবিগণ তাঁহাদের কালজয়ী রচনাতে নিজেদের সম্বন্ধেও কিছু বলে যাননি, যার ফলে ভারতবর্ষের ইতিহাস তো দূরের কথা, আমরা আমাদের কবিগণের জীবনী সম্বন্ধেও কিছু জানি না।

গ্রন্থগ্রন্থকার
হর্ষচরিতবাণভট্ট
রাজতরঙ্গিণীকল্হণ
গৌড়বহবাক্‌পতিরাজ
নবসাহসাঙ্কচরিতপদ্মগুপ্ত
বিক্রমাঙ্কদেবচরিতবিলহণ
রামচরিতসন্ধ্যাকর নন্দী
কুমারপালচরিতহেমচন্দ্র
পৃথ্বীরাজবিজয়জয়ানক
সোমপালবিলাসজল্হণ

ঐতিহাসিক কাব্য থেকে ছোট প্রশ্নোত্তর

সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর।

(1) ঐতিহাসিক কাব্য কী ?
উত্তর :- প্রাচীন ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে সংস্কৃত ভাষায় রচিত কাব্যকে ঐতিহাসিক কাব্য বলে। পৌরাণিক ঐতিহ্যে ইতিহাস শুধু ঘটনাপঞ্জি নয়, তার মধ্যে ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির ইঙ্গিত থাকবে।

2) ঐতিহাসিক তথ্যগুলি কী থেকে সংগৃহীত?
উত্তর :- পুরাণের বংশাবলি, প্রশস্তি, লিপি, শিলালিপি, মুদ্রা, কিংবদন্তী প্রভৃতি।

3) ইতিহাস অবলম্বনে লৌকিক কাব্য রচনার সূত্রপাত কে করেন ?

উত্তর :- বাণভট্ট ।

4) বাণভট্টের সময়কাল কত ?

উত্তর :- খ্রিস্টিয় সপ্তম শতকে।

5) বাণভট্ট রচিত ঐতিহাসিক কাব্যটির নাম কী?
উত্তর :- হর্ষচরিত।

6) হর্ষচরিতের কয়টি উচ্ছ্বাস ?

উত্তর :- আটটি।

7) ‘হর্ষচরিত‘ কাব্যের নায়ক কে ?
উত্তর :- হর্ষবর্ধন ।

8) সর্বাধিক জনপ্রিয় ঐতিহাসিক কাব্যের নাম কী ?
উত্তর :- রাজতরঙ্গিণী ।

9) ‘রাজতরঙ্গিণী’ কে রচনা করেন ?
উত্তর :- কল্হণ।

10) কলহণের পিতার নাম কী ?
উত্তর :- চন্পক।

11) কলহণের পিতা কোন্ রাজার মন্ত্রী ছিলেন?
উত্তর :- কাশীররাজ শ্রীহর্ষের।

12) ‘রাজতরঙ্গিণী’ কাব্যের উপজীব্য বিষয় কী?
উত্তর:- কাশ্মীরের ইতিহাস।

13) ‘রাজতরঙ্গিণী’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় দ্বাদশ শতকে।

14) ‘রাজতরঙ্গিণী’ কাব্যের শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 7823 টি।

15) কল্হণের পৃষ্টপোষক রাজার নাম কী ?
উত্তর :- জয়সিংহ ও অলকদত্ত ।

16) কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে এমন একটি কাব্যের নাম লেখ ?
উত্তর :- রাজতরঙ্গিণী ।

17) কার অনুপ্রেরণায় কল্হণ ‘রাজতরঙ্গিণী’ রচনা করেন ?
উত্তর :- অলকদত্তের ।

18) প্রাকৃতে রচিত একটি ঐতিহাসিক কাব্যের নাম কী ?
উত্তর :- গৌড়বহ।

19) ‘গৌড়বহ‘ কার লেখা ?
উত্তর :- বাক্‌পতিরাজ।

20) বাক্‌পতিরাজ কার পৃষ্টপোষকতা লাভ করেছিলেন ?
উত্তর :- কৌনজেশ্বর যশোবর্মার।

21) ‘গৌড়বহ” কাব্যের বিষয়বস্তু কী ?
উত্তর :- যশোবর্মা কর্তৃক গৌড়েশ্বরের পরাজয় বৃত্তান্ত।

22) ‘গৌড়বহ’ কাব্যের শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 1209 টি।

23) বাক্‌পতিরাজের সময়কাল কত ?
উত্তর :- অষ্টম শতকের প্রথমভাগ।

24) বাক্‌পতিরাজ কোন ভাষায় কাব্য রচনা করেছিলেন ?
উত্তর :- প্রাকৃত ভাষায়।

25) ‘নবসাহসাঙ্কচরিত’ কার রচনা ?
উত্তর :- পদ্মগুপ্ত।

26) পদ্মগুপ্ত কার সভাকবি ছিলেন?
উত্তর:- নরপতি মুঞ্জর।

27) পদ্মগুপ্তের অপর নাম কী ?
উত্তর :- পরিমল।

28) পদ্মগুপ্তের পিতার নাম কী ?
উত্তর :- মৃগাঙ্ক গুপ্ত ।

29) ‘নবসাহসাঙ্কচরিত’ কাব্যে নবসাহসাঙ্ক বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর :- ধারাধিপতি মুঞ্জকে।

30) ‘নবসাহসাঙ্কচরিত’ কাব্যের উপজীব্য বিষয় কী?
উত্তর:- নাগরাজকুমারী শশিপ্রভার সঙ্গে সিন্ধুরাজের বিবাহের বর্ণনা।

31) ‘নবসাহসাঙ্কচরিত’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় একাদশ শতকের প্রথম দিকে।

32) ‘নবসাহসাঙ্কচরিত’ এর রচনাকাল কত ?
উত্তর :- 1500 খৃষ্টাব্দ ।

33) নবসাহসাঙ্কচরিতের সর্গসংখ্যা কত ?
উত্তর :- 18 টি ।

34) “বিক্রমাঙ্কদেবচরিত” কার রচনা?
উত্তর:- বিলহণ

35) “বিক্রমাঙ্কদেবচরিত” কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- একাদশ খৃষ্টাব্দের প্রথম দিকে।

36) “বিক্রমাঙ্কদেবচরিত” এর সর্গসংখ্যা কত ?
উত্তর :- 18 টি ।

37) “বিক্রমাঙ্কদেবচরিত” কাব্যে কোন্ রাজবংশের ইতিহাস বর্ণিত?
উত্তর :- চালুক্য রাজবংশের।

38) ‘বিক্রমাঙ্কদেবচরিত’ কাব্যের কেন্দ্রীয় চরিত্রটি কোন্ রাজার অনুকরণে রচিত ?
উত্তর :- চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য।

39) একটি ‘দ্ব্যর্থক’কাব্যের নাম লেখ?
উত্তর :- রামচরিত ।

40) ‘রামচরিত’ কার রচনা ?
উত্তর :- সন্ধ্যাকর নন্দীর।

41) ‘কলিকাল বাল্মীকি’ কাকে বলা হয় ?
উত্তর :- সন্ধ্যাকর নন্দীকে।

42) রামচরিতে কোন্ রাজবংশের কাহিনি বর্ণিত?
উত্তর :- পাল বংশের ।

43) ‘রামচরিত’ কাব্যে কোন্ রাজার কাহিনি বর্ণিত ?
উত্তর :- রামপালের।

44) ‘রামচরিত’ কাব্যের সর্গসংখ্যা কত ?
উত্তর :- 18 টি ।

45) ‘রামচরিত’ কাব্যের শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 220 টি।

46) ‘রামচরিত’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- একাদশ খৃষ্টাব্দের।

47) ‘রামচরিত’ কাব্যের উপজীব্য বিষয় কী?
উত্তর:- কবি শ্লেষের সাহায্যে রাজা রামপাল ও রামচন্দ্রের কীর্তিকাহিনী বর্ণনা করেছেন।

48) একটি ‘দ্ব্যাশ্রয়’কাব্যের নাম লেখ।
উত্তর :- কুমারপালচরিত।

49) ‘কুমারপালচরিত’ কার রচনা ?

উত্তর :- জৈনাচার্য হেমচন্দ্র।

50) হেমচন্দ্রের জন্ম কোন্ সালে?
উত্তর:- 1088 খৃষ্টাব্দে।

51) হেমচন্দ্র কোন্ পরিবারে জন্মগ্রহণ করেন?
উত্তর:- ব্রাহ্মণ পরিবারে।

52) হেমচন্দ্রের পৃষ্টপোষক রাজা কে ছিলেন ?
উত্তর :- কুমারপাল ।

53 ‘কুমারপালচরিত’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খৃষ্টাব্দ দ্বাদশ শতকে।

54) ‘দ্ব্যাশ্রয়কাব্য’ কী ?
উত্তর :- দুটি ভাষাকে আশ্রয় করে রচিত কাব্য।

55) ‘কুমারপালচরিত’ কাব্যকে কেন দ্ব্যাশ্রয়কাব্য বলা হয় ?
উত্তর :- কুমারপালচরিতের 28 টি সর্গের মধ্যে 20 টি সর্গ সংস্কৃতে এবং 8 টি সর্গ প্রাকৃতে রচিত বলে একে দ্ব্যাশ্রয় কাব্য বলে।

56) ‘পৃথ্বীরাজবিজয়’ কার রচনা ?
উত্তর :- কাশ্মীরীয় কবি জয়ানকের।

57) ‘পৃথ্বীরাজবিজয়’ কাব্যের সর্গসংখ্যা কয়টি?
উত্তর:- 12 টি।

58) ‘পৃথ্বীরাজবিজয়’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় দ্বাদশ শতকে।

59) ‘পৃথ্বীরাজবিজয়’ কাব্যের উপজীব্য বিষয় কী?
উত্তর:- পৃথ্বীরাজের বীরত্ব কাহিনী।

60) ‘রাজেন্দ্রকর্ণপুর’ কাব্যটি কে রচনা করেন?
উত্তর :- কাশ্মীরীয় কবি শম্ভু।

61) ‘রাজেন্দ্রকর্ণপুর’ কাব্যের শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 75 টি।

62) ‘রাজেন্দ্রকর্ণপুর’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় দ্বাদশ শতকের।

63) ‘রাজেন্দ্রকর্ণপুর’ কাব্যের উপজীব্য বিষয় কী?
উত্তর:- কাশ্মীররাজ হর্ষ।

64) ‘সোমপালবিলাস’ কে রচনা করেন?
উত্তর:- জল্হণ।

65) ‘সোমপালবিলাস’ এর রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় দ্বাদশ শতকের।

66) ‘সোমপালবিলাস’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় দ্বাদশ শতকে।

67) ‘কীর্তিকৌমুদী’ কার লেখা?
উত্তর:- সোমেশ্বর দত্ত।

68) সোমেশ্বর দত্ত কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় একাদশ শতকের।

69) ‘সুকৃতসঙ্কীর্তন’ কার লেখা?
উত্তর:- অরিসিংহের।

70) ‘সুকৃতসঙ্কীর্তন’ কাব্যের সর্গসংখ্যা কয়টি?
উত্তর:- 11 টি।

71) ‘সুকৃতসঙ্কীর্তন’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টিয় ত্রয়োদশ শতকে।

অনুরূপ পাঠ

সংস্কৃত ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment