গীতিকাব্যের SAQ প্রশ্নোত্তর

গীতিকাব্যের SAQ প্রশ্নোত্তর একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। গীতিকাব্য হিসেবে গীতগোবিন্দ ও মেঘদূত (রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়) একাদশ শ্রেণীর SEMESTER – 2 পাঠ্য হিসেবে গৃহীত। গীতিকাব্যের প্রতিটি SAQ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।

ইংরাজীতে ‘লিরিক্ ‘ বলতে যে জাতীয় রচনাকে বোঝায়, সংস্কৃত সাহিত্যে সেই জাতীয় রচনা নেই বললেই চলে। সংস্কৃত লিরিক্ সাহিত্যের ব্যাপকতা আরও বেশী। দেহনিষ্ঠ প্রেমই সংস্কৃত লিরিক্ সাহিত্যের একমাত্র উপজীব্য নয়। হিন্দুগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ—এই চতুর্বর্গ’ পুরুষার্থকে স্বীকার করেছেন। হিন্দু-সাহিত্যও এই চতুর্বর্গের কীর্তন করেছে। ফলে সংস্কৃতে ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের কোনও দিন অভাব হয় নেই। সকলে মুমুক্ষু নয়, তাই সাধারণের জন্য পুরুষার্থ ‘ত্রিবর্গ’– ধর্ম, অর্থ, কাম। মানুষের জীবন এই ত্রিবর্গের সুসমঞ্জস অনুশীলনেই পরিপূর্ণতা লাভ করে। হিন্দু ঋষিগণ ধিবর্গের অনুশীলনে অর্থ ও কামকে সকল সময়ে ধর্মবিরুদ্ধ করে অনুশীলন করেছেন। অর্থ ও কাম ধর্মবিরুদ্ধে হলেই কল্যাণজনক হয়, এটিই তাঁরা বিশ্বাস করতেন।

গীতিকাব্যের SAQ প্রশ্ন ও উত্তর

গীতিকাব্যের SAQ প্রশ্নোত্তর নিচে দেওয়া হল।

1) গীতিকাব্য কাকে বলে ?
উত্তর :- কবির স্বতঃস্ফূর্ত যে হৃদয়াবেগ তার প্রেমের, বিরহের বা ভক্তির যাই হোক না কেন, গীতিময় কাব্যরূপ লাভ করে, তখন তাকে গীতিকাব্য বলে।

2) ইংরেজী ‘Lyric’ শব্দের অর্থ কী ?
উত্তর :- ইংরেজী ‘Lyric’ শব্দের অর্থ গীতিকাব্য বা খন্ডকাব্য।

3) গীতিকাব্যের প্রাচীন উৎসগুলি কী ?
উত্তর :- ঋগ্বেদের যমযমী সংবাদে, পুরুরবা-উর্বশী সংবাদে, ঊষাসূক্তে, রামায়ণে, অশ্বঘোষের সৌন্দরনন্দ ও গণ্ডীস্তোত্রগাথায়, হালের গাথাসপ্তশতীতে গীতিকাব্যের উপাদান পাই।

4) গীতিকাব্যগুলিকে কয় শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী?
উত্তর :- সংস্কৃত গীতিকাব্যগুলিকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যেমন-

গীতিকাব্যের শ্রেণিউদাহরণ
নীতিমূলকভর্তৃহরির নীতিশতক
প্রেমমূলককালিদাসের মেঘদূত
ভক্তিমূলকভর্তৃহরির বৈরাগ্যশতক

5) কালিদাসের দুটি গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- কালিদাসের দুটি গীতিকাব্যের নাম হল ঋতুসংহার ও মেঘদূত

6) কালিদাসের তিনটি নাটকের নাম লেখো।
উত্তর :- কালিদাসের তিনটি নাটকের নাম হল মালবিকাগ্নিমিত্রম্, বিক্রমোর্বশীয়ম্ এবং অভিজ্ঞানশকুন্তলম্

7) কালিদাস কোন্ রাজার সভাকবি ছিলেন? তিনি কোন্ দেবতার উপাসক ছিলেন?
উত্তর :- মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। তিনি ভগবান শিবের উপাসক ছিলেন।

8) কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যের নাম মেঘদূত ।

9) ‘মেঘদূত’ কোন্ ছন্দে রচিত ? ছন্দটির অক্ষরসংখ্যা কত?
উত্তর :- ‘মেঘদূত’ মন্দাক্রান্তা ছন্দে রচিত। মন্দাক্রান্তা ছন্দের অক্ষরসংখ্যা 17 টি।

10) ‘মেঘদূত’ কাব্যের কয়টি ভাগ ও কী কী ?
উত্তর :- ‘মেঘদূত’ কাব্যের কয়টি দুটি ভাগ। যথা- পূর্ব মেঘ ও উত্তর মেঘ।

11) ‘মেঘদূত’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- ‘মেঘদূত’ কাব্যের শ্লোকসংখ্যা 118 টি। অন্য মতে 121 টি।

12) ‘মেঘদূত’ কাব্যটি কোন্ শব্দ দিয়ে শুরু হয়েছে?
উত্তর :- ‘মেঘদূত’ কাব্যটি ‘কশ্চিৎ’ শব্দ দিয়ে শুরু হয়েছে।

13) যক্ষ কেন নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> যক্ষ তার কর্তব্যে অবহেলার জন্য নির্বাসিত হয়েছিল।

14) যক্ষের প্রভুর নাম কী?
উত্তর:-> যক্ষের প্রভুর নাম অলকাধিপতি কুবের।

15) কার অভিশাপে যক্ষ নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> কুবেরের অভিশাপে যক্ষ নির্বাসিত হয়েছিল।

16) যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> যক্ষ রামগিরি পর্বতে যক্ষ নির্বাসিত হয়েছিল।

17) রামগিরি শব্দটির অর্থ কী?
উত্তর:-> রামগিরি শব্দটির অর্থ হল রামচন্দ্রের স্মৃতি সমন্বিত গিরি বা পাহাড়।

18) রামগিরি পর্বতটির বর্তমান নাম কী?
উত্তর:-> রামগিরি পর্বতটির বর্তমান নাম হল রামটেক।

19) যক্ষ কতো বছরের জন্য নির্বাসিত হয়েছিল?
উত্তর:-> যক্ষ এক বছরের জন্য নির্বাসিত হয়েছিল।

20) কুবেরের রাজ্যের নাম কী?
উত্তর:-> কুবেরের রাজ্যের নাম অলকাপুরী।

21) যক্ষের স্ত্রী কোথায় থাকে?
উত্তর:-> যক্ষের স্ত্রী কোথায় অলকাপুরীতে থাকে।

22) যক্ষ কখন আকাশে মেঘ দেখতে পেয়েছিল?
উত্তর:-> যক্ষ আষাঢ়ের প্রথম দিনে আকাশে মেঘ দেখতে পেয়েছিল।

23) যক্ষ কোন্ ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল?
উত্তর:-> যক্ষ কুড়চি ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল।

24) মেঘ যক্ষের বার্তা নিয়ে কোথায় যাবে?
উত্তর:-> মেঘ যক্ষের বার্তা নিয়ে অলকাপুরীতে যাবে।

25) মেঘ কোন্ দেবতার প্রধান অনুচর?
উত্তর:-> মেঘ ইন্দ্রের দেবতার প্রধান অনুচর।

26) ‘মেঘদূত’ এর অনুকরণে রচিত দুটি দূতকাব্যের নাম রচয়িতাসহ লেখ।
উত্তর:-> ‘মেঘদূত’ এর অনুকরণে রচিত ধোয়ীর ‘পবনদূত’ এবং বেদান্তদেশিকের ‘হংসসন্দেশ’।

27) ‘মেঘদূত’ এর বিখ্যাত টীকা কোনটি? টীকাটির রচয়িতা কে?
উত্তর:-> ‘মেঘদূত’ এর বিখ্যাত টীকাটির নাম হল ‘সঞ্জীবনী’। এর রচয়িতা হলেন মল্লিনাথ।

28) ‘গীতগোবিন্দম্’ এর রচয়িতা কে ?
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ এর রচয়িতা কবি জয়দেব ।

29) জয়দেব কোন্ কবি নামে পরিচিত? তাঁর পদবি কী?
উত্তর :- জয়দেব বৈষ্ণব কবি নামে পরিচিত। তাঁর পদবি হল গোস্বামী।

30) জয়দেব কোন্ সময়ে আবির্ভূত হয়েছিলেন?
উত্তর :- কবি জয়দেব রাজা লক্ষ্মণসেনের সময়কালে অর্থাৎ আনুমানিক দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন।

31) জয়দেব কার সভাকবি ছিলেন?
উত্তর:- জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন।

32) জয়দেবের জন্মস্থান কোথায় ?
উত্তর :- জয়দেবের জন্মস্থান বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদের তীরে অবস্থিত কেন্দুবিল্ব গ্রামে।

33) জয়দেবের পিতা ও মাতার নাম কী ?
উত্তর :- জয়দেবের পিতা ভোজদেব ও মাতা বামাদেবী ।

34) জয়দেবের স্ত্রীর নাম কী ?
উত্তর :- জয়দেবের স্ত্রীর নাম পদ্মাবতী ।

35) কবি জয়দেব কার ঋণ স্বীকার করেছেন?
উত্তর :- কবি জয়দেব পত্নী পদ্মাবতীর ঋণ অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন- “পদ্মাবতী চরণচারণ চক্রবর্তী”।

36) ‘গীতগোবিন্দম্’ এর সর্গসংখ্যা কত ?
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ এর সর্গসংখ্যা 12 টি ।

37) গীতগোবিন্দে কয়টি গীত বর্তমান ?
উত্তর :- গীতগোবিন্দে 24 টি গীত বর্তমান।

38) ‘গীতগোবিন্দম্’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ কাব্যের শ্লোকসংখ্যা 80 টি।

39) ‘গীতগোবিন্দম্’ এর সর্গের নামগুলি লেখ।
উত্তর :- গীতগোবিন্দের 12 টি সর্গের নাম হল যথাক্রমে— (I) সামোদ দামোদর, (II) অক্লেশ কেশব, (III) মুগ্ধ মধুসূদন, (IV) স্নিগ্ধ মধুসূদন, (V) সাকাঙ্ক্ষ পুণ্ডরীক, (VI) ধৃষ্ট বৈকুণ্ঠ, (VII) নাগর নারায়ণ. (VIII) বিলক্ষ লক্ষ্মীপতি,(IX) মুগ্ধ মুকুন্দ, (X) মুগ্ধ মাধব, (XI) সানন্দ গোবিন্দ ও (XII) সুপ্রীত পীতাম্বর।

40) গীতগোবিন্দ কী ধরণের কাব্য? এই কাব্যে কোন্ রসের সঞ্চার ঘটেছে?
উত্তর :- গীতগোবিন্দ হল কোমলকান্ত পদাবলীর ভক্তিমূলক গীতিকাব্য। এই কাব্যে ভক্তিরসের সঞ্চার ঘটেছে।

41) ‘গীতগোবিন্দম্’ কাব্যের নায়ক-নায়িকার নাম কী?
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীরাধা।

42) ‘গীতগোবিন্দম্’ কাব্যের তিনটি প্রধান বৈশিষ্ঠ্য লেখ।
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ কাব্যের তিনটি প্রধান বৈশিষ্ঠ্য হল— (I) লৌকিক প্রেমকাব্য, (II) অলৌকিক ভাগবত প্রেমতত্ত্ব ও (III) নাট্যগান ।

43) ‘গীতগোবিন্দম্’ কাব্যের সর্বাধিক প্রসিদ্ধ টীকা কোনটি? এর রচয়িতা কে?
উত্তর :- ‘গীতগোবিন্দম্’ কাব্যের সর্বাধিক প্রসিদ্ধ টীকা হল ‘রসিকপ্রিয়া’। ‘রসিকপ্রিয়া’ নামক টীকার রচয়িতা হলেন রাণাকুম্ভ।

অনুরূপ পাঠ

গীতিকাব্যের SAQ প্রশ্নোত্তর এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করো ।

Leave a Comment