সংস্কৃত শব্দরূপ মুনি

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ মুনি । মুনি শব্দ একটি ই-কারান্ত শব্দ। সংস্কৃত শব্দরূপ মুনি বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। মুনি শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য মুনি শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ মুনি বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। মুনি শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপমুনি
শব্দভেদই-কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থমুনি, ঋষি

সংস্কৃত শব্দরূপ মুনি

মুনি শব্দরূপ অনুশীলন করলে ই-কারান্ত সমস্ত পুংলিঙ্গ শব্দগুলি কন্ঠস্থ থাকবে।

মুনি শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ মুনি বাংলা হরফে দেওয়া হল ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামুনিঃমুনীমুনয়ঃ
দ্বিতীয়ামুনিম্মুনীমুনীন্
তৃতীয়া মুনিনামুনিভ্যাম্মুনিভিঃ
চতুর্থীমুনয়েমুনিভ্যাম্মুনিভ্যঃ
পঞ্চমীমুনেঃমুনিভ্যাম্মুনিভ্যঃ
ষষ্ঠীমুনেঃমুন্যোঃমুনীনাম্
সপ্তমীমুনৌমুন্যোঃমুনিষু
সম্বোধন মুনেমুনীমুনয়ঃ

মুনি শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ মুনি শব্দের রূপ দেবনাগরী হরফে

बिभक्तिएकबचनद्बिबचनबहुबचन
प्रथमामुनिःमुनीमुनयः
द्बितीय़ामुनिम्मुनीमुनीन्
तृतीय़ामुनिनामुनिभ्याम्मुनिभिः
चतुर्थीमुनयेमुनिभ्याम्मुनिभ्यः
पञ्चमीमुनेःमुनिभ्याम्मुनिभ्यः
षष्ठीमुनेःमुन्योःमुनीनाम्
सप्तमीमुनौमुन्योःमुनिषु
सम्बोघनमुनेमुनीमुनयः

মুনি শব্দরূপ

মুনি শব্দের বিভক্তি ও বচন ভেদে বিভিন্ন রূপের অর্থ দেওয়া হল।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামুনিঃ
একজন ঋষি
মুনী
দুইজন ঋষি
মুনয়ঃ
ঋষিগণ
দ্বিতীয়ামুনিম্
একজন ঋষিকে
মুনী
দুইজন ঋষিকে
মুনীন্
ঋষিগণকে
তৃতীয়া মুনিনা
একজন ঋষি দ্বারা
মুনিভ্যাম্
দুইজন ঋষি দ্বারা
মুনিভিঃ
ঋষিগণের দ্বারা
চতুর্থীমুনয়ে
একজন ঋষির জন্য
মুনিভ্যাম্
দুইজন ঋষির জন্য
মুনিভ্যঃ
ঋষিগণের জন্য
পঞ্চমীমুনেঃ
একজন ঋষি হতে
মুনিভ্যাম্
দুইজন ঋষি হতে
মুনিভ্যঃ
ঋষিগণ হতে
ষষ্ঠীমুনেঃ
একজন ঋষির
মুন্যোঃ
দুইজন ঋষির
মুনীনাম্
ঋষিগণের
সপ্তমীমুনৌ
একজন ঋষিতে
মুন্যোঃ
দুইজন ঋষিতে
মুনিষু
ঋষি সমূহে
সম্বোধন মুনে
হে ঋষি
মুনী
হে ঋষি দুইজন
মুনয়ঃ
হে ঋষিগণ

মুনি শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

মুনি শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে। নিম্নে কয়েকটি মুনি শব্দের অনুরূপ অর্থসহ দেওয়া হল।

শব্দঅর্থ
কপিবানর
কবি কবি
নরপতিরাজা
ভুপতিরাজা
মহীপতিরাজা
সেনাপতিসেনা অধিনায়ক
রবিসূর্য
পাণিহাত
অসিতরবারি
অগ্নিআগুন
গিরিপর্বত
অদ্রিপর্বত
সারথিরথ চালক
অলিভ্রমর
রশ্মিকিরণ
অতিথিঅভ্যাগত
ঋষি মুনি
অহিসাপ
অরিশত্রু

মুনি শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) কালিদাস শ্রেষ্ঠ কবি।

উত্তর- কালিদাসঃ শ্রেষ্ঠঃ কবিঃ।

2) মুনিদের আশ্রম ।

উত্তর- মুনীনাং আশ্রমঃ ।

3) রবির কিরণ দ্বারা।

উত্তর- রবেঃ কিরণেন ।

4) একজন বিখ্যাত কবি।

উত্তর- একঃ শ্রেষ্ঠঃ কবিঃ ।

5) একজন মুনির।

উত্তর- মুনেঃ।

মুনি শব্দ হতে জিজ্ঞাস্য

1) মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন?

উত্তর- মুনীনাম্ ।

2) মুনি শব্দের দ্বিতীয়ার বহুবচন?

উত্তর- মুনীন্ ।

3) মুনি শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও?

উত্তর- কবি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment