সংস্কৃত ধাতুরূপ গ্রহ্

সংস্কৃত ধাতুরূপ গ্রহ্ বিষয়ক আলোচনা। এটি একটি ক্র্যাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ছিদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। গ্রহ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য গ্রহ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ গ্রহ্ বিষয়ে উপস্থাপন।

গ্রহ্ ধাতু

সংস্কৃত ধাতুরূপ গ্রহ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপগ্রহ্
বিভক্তি বিভাগউভয়পদী
ধাতু বিভাগক্র্যাদিগণীয়
অর্থগ্রহণ করা, To take

ধাতুরূপ গ্রহ্ (বাংলা হরফে)

গ্রহ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণাতিগৃহ্ণাসিগৃহ্ণামি
দ্বিবচনগৃহ্ণীতঃগৃহ্ণীথঃগৃহ্ণীবঃ
বহুবচনগৃহ্ণন্তিগৃহ্ণীথগৃহ্ণীমঃ

গ্রহ্ ধাতুরূপ বাংলা হরফে লট্ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণীতেগৃহ্ণীষেগৃহ্ণে
দ্বিবচনগৃহ্ণাতেগৃহ্ণাথেগৃহ্ণীবহে
বহুবচনগৃহ্ণতেগৃহ্ণীধ্বেগৃহ্ণীমহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণাতুগৃহাণগৃহ্ণানি
দ্বিবচনগৃহ্ণীতাম্গৃহ্ণীতম্গৃহ্ণাব
বহুবচনগৃহ্ণন্তুগৃহ্ণীতগৃহ্ণাম

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণীতাম্গৃহ্ণীষ্বগৃহ্ণ
দ্বিবচনগৃহ্ণাতাম্গৃহ্ণীথম্গৃহ্ণাবহৈ
বহুবচনগৃহ্ণতাম্গৃহ্ণীধ্বম্গৃহ্ণামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅগৃহ্ণাৎঅগৃহ্ণাঃঅগৃহ্ণাম্
দ্বিবচনঅগৃহ্ণীতাম্অগৃহ্ণীতম্অগৃহ্ণীব
বহুবচনঅগৃহ্ণন্অগৃহ্ণীতঅগৃহ্ণীম

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅগৃহ্ণীতঅগৃহ্ণীথাঃঅগৃহ্ণি
দ্বিবচনঅগৃহ্ণাতাম্অগৃহ্ণাথাম্অগৃহ্ণীবহি
বহুবচনঅগৃহ্ণীতঅগৃহ্ণীধ্বম্অগৃহ্ণীমহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণীয়াৎগৃহ্ণীয়াঃগৃহ্ণীয়াম্
দ্বিবচনগৃহ্ণীয়াতাম্গৃহ্ণীয়াতম্গৃহ্ণীয়াব
বহুবচনগৃহ্ণীয়ুঃগৃহ্ণীয়াতগৃহ্ণীয়াম

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগৃহ্ণীতগৃহ্ণীয়াঃগৃহ্ণীয়
দ্বিবচনগৃহ্ণীয়াতাম্গৃহ্ণীয়াথাম্গৃহ্ণীবহি
বহুবচনগৃহ্ণীরন্গৃহ্ণীধ্বম্গৃহ্ণীমহি

লৃট্ (ভবিষ্যৎ কাল)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগ্রহীষ্যতিগ্রহীষ্যসিগ্রহীষ্যামি
দ্বিবচনগ্রহীষ্যতঃগ্রহীষ্যথঃগ্রহীষ্যাবঃ
বহুবচনগ্রহীষ্যন্তিগ্রহীষ্যথগ্রহীষ্যামঃ

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনগ্রহীষ্যতেগ্রহীষ্যসেগ্রহীষ্যে
দ্বিবচনগ্রহীষ্যেতেগ্রহীষ্যেথেগ্রহীষ্যাবহে
বহুবচনগ্রহীষ্যন্তেগ্রহীষ্যধ্বেগ্রহীষ্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজগ্রাহজগ্রহিথজগ্রাহ,
জগ্রহ
দ্বিবচনজগৃহতুঃজগৃহথুঃজগৃহিব
বহুবচনজগৃহুঃজগৃহজগৃহিম

বাংলা হরফে গ্রহ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজগৃহেজগৃহিষেজগৃহে
দ্বিবচনজগৃহাতেজগৃহাথেজগৃহিবহে
বহুবচনজগৃহিরেজগৃহিধ্বেজগৃহিমহে

গ্রহ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) গ্রহ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- গৃহাণ, গৃহ্ণীষ্ব।

2) গ্রহ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- গ্রহীষ্যামঃ, গ্রহীষ্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – তিনি অধ্যাপকের কাছ থেকে নির্দেশনা পান।

উত্তর- স আচার্যাদুপদেশং গৃহ্ণাতি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment