ধ্বনির লিখিতরূপ বর্ণ। সংস্কৃত বর্ণমালায় বর্ণগুলিকে বিভিন্ন শ্রেণীবিন্যাস দ্বারা বাংলা ও দেবনাগরী উভয়েই প্রকাশিত হলো। সংষ্কৃত বর্ণমালা সংষ্কৃত শিক্ষার্থীদের নিকট এক অত্যন্ত গুরুত্তপূর্ণ অধ্যায়।
পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে কেউ কেউ বলেন প্রাচীনকালে আমদের ভারতবর্ষে লেখার প্রচলন ছিল না, এই জন্য বেদ শ্রুতি। আমরা বিদেশীদের থেকে লিপি গ্রহণ করেছি। এটি ঠিক নয়। সংস্কৃত বর্ণমালা (বর্ণমালায়) বর্ণ বলতে স্বর ও ব্যঞ্জন উভয়কেই বোঝায়। বর্ণ শব্দের এক অর্থ রং। গিরিমাটি লাল রং এর আবার কালি কাল, লাল প্রভৃতি রং এর । ঐ রং যুক্ত বস্তুর সাহায্যে হত বলেই স্বর ও ব্যঞ্জনের সাধারণ নাম বর্ণ।
সংস্কৃত বর্ণমালা কাকে বলে?
ধ্বনি কয়েকটি সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশিত হয়ে থাকে। ব্যাকরণ শাস্ত্রে এই সাংকেতিক চিহ্নকে বর্ণ বলা হয়। স্বর বর্ণ এবং ব্যঞ্জনবর্ণের সমষ্টিকে বর্ণমালা বলা হয়। সংস্কৃত বর্ণমালা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এক বা একাধিক বর্ণের সংযোগে, যার অর্থ আছে তাকে শব্দ বলে। শব্দ বাক্যে ব্যবহৃত হলে , তাকে পদ বলে।
বর্ণমালার প্রকারভেদ
উচ্চারণের পার্থক্য অনুসারে বর্ণ দুই প্রকার। যথা- স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণ কাকে বলে
“স্বয়ং রাজন্তে” অর্থাৎ যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্বয়ং বা স্বাধীনভাবে উচ্চারিত হয়, তাদের স্বরবর্ণ বলা হয়। সংস্কৃত বর্ণমালায় মোট ১৩ স্বরবর্ণ। যেমন- আ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, ঋ্ঋ, ৯, এ, ঐ, ও, ঔ।
স্বরবর্ণ আবার দুই প্রকার। যথা- হ্রস্বস্বর ও দীর্ঘস্বর।
হ্রস্বস্বর:– সংস্কৃত বর্ণমালায় যে সকল স্বরবর্ণ উচ্চারণে অল্প সময় লাগে, তাদের হ্রস্বস্বর বলে। যেমন-
অ, ই, উ, ঋ, ৯ | अ , इ , उ , ऊ ,ऋ , ऌ |
দীর্ঘস্বর:- আবার সংস্কৃত বর্ণমালায় যে সকল স্বরবর্ণ উচ্চারণে একটু বেশি সময় লাগে এবং উচ্চারণেও দীর্ঘ হয় বলে, তাদের দীর্ঘস্বর বলে। যেমন –
আ, ঈ, ঊ, ঋ্ঋ, এ, ঐ, ও, ঔ | आ , ई , ऊ , ऋ , ए , ऐ , ओ, औ |
ব্যঞ্জনবর্ণ কাকে বলে
“ব্যঞ্জয়ন্তি প্রযটান্ কুর্বন্তি অর্থান্ ইতি ব্যঞ্জনানি” অর্থাৎ যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্বয়ং বা স্বাধীনভাবে উচ্চারিত হয় না, তাদের ব্যঞ্জনবর্ণ বলা হয়। হস্ (্) চিহ্ন দ্বারা শুদ্ধ ব্যঞ্জনবর্ণ চিহ্নিত করা হয়। এই হস্ চিহ্ন না থাকলে বুঝতে হবে, ব্যঞ্জনের ঠিক পরেই স্বরবর্ণ আছে।
সংস্কৃত বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ মোট ৩৫ টি। যথা- ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, ট্, ঠ্, ড্, ঢ্, ণ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, য্, র্, ল্, ব্, শ্, ষ্, স্, হ্, ং, ঃ ।
ব্যঞ্জনবর্ণের শ্রেণীবিভাগ
সংস্কৃত বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ চার ভাগে বিভক্ত । যথা –
- 1 ) স্পর্শ বর্ণ ,
- 2) অন্তঃস্থ বর্ণ ,
- 3) উষ্ম বর্ণ এবং
- 4) অযোগবাহ বর্ণ ।
1)স্পর্শ বর্ণ কাকে বলে
সংস্কৃত বর্ণমালায় ক্ থেকে ম্ পর্যন্ত পাঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বলে । উচ্চারণের বিশেষ বিশেষ স্থান অনুসারে এই প্রতি পাঁচটিকে নিয়ে এক একটি বর্গ গঠিত হয়ছে । পাঁচটি বর্গে গঠিত এই পঁচিশটি বর্ণকে স্পর্শ বর্ণ বলে । জিহ্বার অগ্র, মধ্য এবং মূলস্থান মুখগহ্বরে অংশবিশেষ স্পর্শ করে উচ্চারিত হয় বলে, এই বর্ণগুলিকে স্পর্শ বর্ণ বলা হয়। যেমন –
ক-বর্গ | ক্, খ্, গ্, ঘ্, ঙ্ | क् , ख् , ग् , घ् , ङ् |
চ-বর্গ | চ্, ছ্, জ্, ঝ্, ঞ্ | च् , छ् , ज् , झ् , ञ् |
ট-বর্গ | ট্, ঠ্, ড্, ঢ্, ণ্ | ट् , ठ् ,ड् , ढ् , ण |
ত-বর্গ | ত্, থ্, দ্, ধ্, ন্ | त् ,थ् , द् , ध् , न् |
প-বর্গ | প্, ফ্, ব্, ভ্, ম্ | प् , फ् , ब् , भ् , म् |
2) অন্তঃস্থ বর্ণ কাকে বলে
য্, র্, ল্, ব্ – এই চারটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলে।
য্, র্, ল্, ব্ | य् , र् , ल् , व् |
3) উষ্মবর্ণ কাকে বলে
শ্, ষ্, স্, হ্– এই চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে। এদের উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে।
শ্, ষ্, স্, হ্ | श् ,ष् , स् , ह् |
4) অযোগবাহ বর্ণ কাকে বলে
ং (অনুস্বার) এবং ঃ (বিসর্গ) – এই দুটি বর্ণকে অযোগবাহ বর্ণ বলে। কারণ স্বর ও ব্যঞ্জন বর্ণের মধ্যে এদের কোনো স্থান নেই বলে এরা ‘অযোগ’, আবার প্রয়োগ নির্বাহ করে বলে এরা ‘বাহ’। তাই এদের অযোগবাহ বর্ণ বলে।
সংস্কৃত বর্ণমালার উচ্চারণস্থান অনুযায়ী শ্রেনিভিভাগ
সংস্কৃত বর্ণমালা | উচ্চারণস্থান | উচ্চারণস্থান অনুযায়ী নাম |
अ, आ, क् , ख् , ग् , घ् , ङ्, ह | কন্ঠ | কন্ঠ্য বর্ণ |
इ, ई, च्, छ्, ज्, झ, ञ, य, श | তালু | তালব্য বর্ণ |
ऋ, ळट् , ठ् ,ड् , ढ् , ण्, र्, ष् | মূর্ধা | মূর্ধন্য বর্ণ |
ऌ, त् ,थ् , द् , ध् , न्, ल्, स् | দন্ত | দন্ত্য বর্ণ |
उ, ऊ, प् , फ् , ब् , भ् , म् | ওষ্ঠ | ওষ্ঠ্য বর্ণ |
ए, ऐ | কন্ঠ ও তালু | কন্ঠ্য-তালব্য বর্ণ |
ओ, औ | কন্ঠ ও ওষ্ঠ | কন্ঠ্যৌষ্ঠ্য বর্ণ |
व् | দন্ত ও ওষ্ঠ | দন্ত্যৌষ্ঠ্য বর্ণ |
ं | নাশিকা | অনুনাশিক বর্ণ |
ङ्, ञ, ण्, न्, म् | নাশিকা | নাশিক্য বর্ণ |
বর্ণমালা সম্পর্কে কিছু জিজ্ঞাস্য
১)স্বরবর্ণ কয়টি ?
২)তিনটি দীর্ঘ স্বরবর্ণের উদাহরণ দাও ?
৩)স্পর্শ বর্ণ কয়টি ?
৪)উষ্ম বর্ণগুলির নাম লেখ ?
৫)অযোগবাহ বর্ণ কয়টি ও কি কি?
ধন্যবাদ
মহাভারতের ছোট প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏🙏🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈