প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। ক্ত, ক্তবতু, ক্ত্বা, ল্যপ্ ও ক্তিন্ প্রত্যয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।
প্রত্যয় কাকে বলে
শব্দ বা ধাতুর সঙ্গে যেসকল বর্ণ বা বর্ণ সমষ্ঠি যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে, তাকে প্রত্যয় বলে। প্রত্যয়ের সাহায্যেই শব্দ ভান্ডার গড়ে ওঠে।
প্রত্যয় কয় প্রকার
সংস্কৃত ভাষাতে প্রত্যয় মূলত দুই প্রকার। যথা –
- কৃৎ প্রত্যয় এবং
- তদ্ধিত প্রত্যয়।
তদ্ধিত প্রত্যয়:— শব্দের উত্তর বিভিন্ন অর্থে যে সকল প্রত্যয় প্রযুক্ত হয়, তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। শিষ্টপ্রয়োগ অতিক্রম করে এগুলি প্রযুক্ত হয় না। যেমন- দশরথ + ইঞ্ = দাশরথি, শিব + অণ্ = শৈব । প্রত্যয়ের সকল বর্ণ যুক্ত হয় না। কিছু বর্ণ যুক্ত হয়, আবার কিছু বর্ণ বাদ যায়।
নাম ধাতু প্রত্যয়:— নাম এর অর্থ সুবন্ত পদ। সুবন্ত শব্দের সঙ্গে ক্যচ্, কাম্যচ্, ক্যঙ্ যুক্ত হয়ে শব্দকে ধাতুতে পরিবর্তন করে। সেই সকল ধাতুকে নামধাতু বলে। নামধাতুও সনন্ত ও যঙন্তাদির মতো প্রত্যয়ান্ত ধাতুর অন্তর্গত।
MCQ প্রশ্নোত্তর
প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. প্রত্যয় যুক্ত হয়—
(A) ধাতু বা শব্দের সঙ্গে
(B) অব্যয়ের সঙ্গে
(C) ক্রিয়াপদের সঙ্গে
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ধাতু বা শব্দের সঙ্গে
2. প্রত্যয় কয়প্রকার—
(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার
উত্তর👈
(B) দুই
3. ধাতুর সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়—
(A) তদ্ধিত প্রত্যয়
(B) কৃৎ প্রত্যয়
(C) ‘A’ ও ‘B’
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) কৃৎ প্রত্যয়
4. শব্দের সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়—
(A) তদ্ধিত প্রত্যয়
(B) কৃৎ প্রত্যয়
(C) ‘A’ ও ‘B’
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) তদ্ধিত প্রত্যয়
5. নিষ্ঠা প্রত্যয় বলা হয়—
(A) ক্ত ও ক্তবতু প্রত্যয়কে
(B) শতৃ ও শানচ্ প্রত্যয়কে
(C) ক্ত্বাচ্ ও ল্যপ্ প্রত্যয়কে
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) ক্ত ও ক্তবতু প্রত্যয়কে
6. নিষ্ঠা প্রত্যয় ব্যবহৃত হয়—
(A) বর্তমান কালে
(B) অতীত কালে
(C) ভবিষ্যৎ কালে
(D) পরোক্ষ অতীতকালে
উত্তর👈
(A) বর্তমান কালে
7. ক্তবতু প্রত্যয় কোন্ বাচ্যে ব্যবহৃত হয়—
(A) কর্তৃবাচ্যে
(B) কর্মবাচ্যে
(C) ভাববাচ্যে
(D) কর্ম-কর্তৃবাচ্যে
উত্তর👈
(A) কর্তৃবাচ্যে
অনুরূপ পাঠ
প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 1 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—
