প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর

প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। ক্ত, ক্তবতু, ক্ত্বা, ল্যপ্ ও ক্তিন্ প্রত্যয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।

প্রত্যয় কাকে বলে

শব্দ বা ধাতুর সঙ্গে যেসকল বর্ণ বা বর্ণ সমষ্ঠি যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে, তাকে প্রত্যয় বলে। প্রত্যয়ের সাহায্যেই শব্দ ভান্ডার গড়ে ওঠে।

প্রত্যয় কয় প্রকার

সংস্কৃত ভাষাতে প্রত্যয় মূলত দুই প্রকার। যথা –

  1. কৃৎ প্রত্যয় এবং
  2. তদ্ধিত প্রত্যয়।

তদ্ধিত প্রত্যয়:— শব্দের উত্তর বিভিন্ন অর্থে যে সকল প্রত্যয় প্রযুক্ত হয়, তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। শিষ্টপ্রয়োগ অতিক্রম করে এগুলি প্রযুক্ত হয় না। যেমন- দশরথ + ইঞ্ = দাশরথি, শিব + অণ্ = শৈব । প্রত্যয়ের সকল বর্ণ যুক্ত হয় না। কিছু বর্ণ যুক্ত হয়, আবার কিছু বর্ণ বাদ যায়।

নাম ধাতু প্রত্যয়:— নাম এর অর্থ সুবন্ত পদ। সুবন্ত শব্দের সঙ্গে ক্যচ্, কাম্যচ্, ক্যঙ্ যুক্ত হয়ে শব্দকে ধাতুতে পরিবর্তন করে। সেই সকল ধাতুকে নামধাতু বলে। নামধাতুও সনন্ত ও যঙন্তাদির মতো প্রত্যয়ান্ত ধাতুর অন্তর্গত।

MCQ প্রশ্নোত্তর

প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. প্রত্যয় যুক্ত হয়— 

(A) ধাতু বা শব্দের সঙ্গে

(B) অব্যয়ের সঙ্গে

(C) ক্রিয়াপদের সঙ্গে

(D) কোনটিই নয়

2. প্রত্যয় কয়প্রকার— 

(A) এক

(B) দুই

(C) তিন

(D) চার

3. ধাতুর সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়— 

(A) তদ্ধিত প্রত্যয়

(B) কৃৎ প্রত্যয়

(C) ‘A’ ও ‘B’

(D) কোনটিই নয়

4. শব্দের সঙ্গে কোন্ প্রত্যয় যুক্ত হয়— 

(A) তদ্ধিত প্রত্যয়

(B) কৃৎ প্রত্যয়

(C) ‘A’ ও ‘B’

(D) কোনটিই নয়

5. নিষ্ঠা প্রত্যয় বলা হয়— 

(A) ক্ত ও ক্তবতু প্রত্যয়কে

(B) শতৃ ও শানচ্ প্রত্যয়কে

(C) ক্ত্বাচ্ ও ল্যপ্ প্রত্যয়কে

(D) কোনটিই নয়

6. নিষ্ঠা প্রত্যয় ব্যবহৃত হয়— 

(A) বর্তমান কালে

(B) অতীত কালে

(C) ভবিষ্যৎ কালে

(D) পরোক্ষ অতীতকালে

7. ক্ত প্রত্যয় কখন বর্তমান কালে ব্যবহৃত হয়— 

(A) ক্ষৈ ধাতুর পর ক্ত প্রত্যয় যোগে

(B) মতি, বুদ্ধি ও পূজার্থক ধাতুর পর ক্ত প্রত্যয় যোগে

(C) পচ্ ধাতুর পর ক্ত প্রত্যয় যোগে

(D) শুষ্ ধাতুর পর ক্ত প্রত্যয় যোগে

8. মতি, বুদ্ধি ও পূজার্থক ধাতুর পর ক্ত প্রত্যয় কোন্ কালে প্রয়োগ হয়— 

(A) বর্তমান কালে

(B) অতীত কালে

(C) ভবিষ্যৎ কালে

(D) পরোক্ষ অতীতকালে

9. মতি, বুদ্ধি ও পূজার্থক ধাতুর পর ক্ত প্রত্যয় বর্তমান কালে প্রয়োগ হয় কোন্ সূত্রানুসারে— 

(A) পচো বঃ

(B) নিষ্ঠা

(C) ক্ষায়ো মঃ

(D) মতিবুদ্ধিপূজার্থেভশ্চ

10. বচ্ + ক্ত যুক্ত করলে হবে— 

(A) বক্ত

(B) উক্ত

(C) বক্তব্য

(D) কোনটিই নয়

11. পচ্ + ক্ত পরিনিষ্ঠিত রূপটি হবে— 

(A) পক্ব্য

(B) পক্ক

(C) পক্ব

(D) কোনটিই নয়

12. অদ্  + ক্ত যুক্ত করলে হবে— 

(A) অন্ন

(B) জগ্ধ

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

13. অস্ + ক্ত পরিনিষ্ঠিত রূপটি হবে— 

(A) ভুত

(B) ভূত

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

14. শুষ্  + ক্ত যুক্ত করলে হবে— 

(A) শুষ্ক

(B) শুস্ক

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

15. ক্তবতু প্রত্যয় কোন্ বাচ্যে ব্যবহৃত হয়— 

(A) কর্তৃবাচ্যে

(B) কর্মবাচ্যে

(C) ভাববাচ্যে

(D) কর্ম-কর্তৃবাচ্যে

16. প্রচ্ছ্ + ক্তবতু যুক্ত করলে হবে— 

(A) পৃ চ্ছবৎ

(B) পৃষ্টবৎ

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

17. ব্রূ + ক্তবতু পরিনিষ্ঠিত রূপটি হবে— 

(A) উক্তবৎ

(B) ব্রূক্তবৎ

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

18. ল্যপ্ প্রত্যয় হলো— 

(A) সমাপিকা ক্রিয়া

(B) অসমাপিকা ক্রিয়া

(C) ভাববাচ্যে

(D) কোনটিই নয়

19. ল্যপ্ প্রত্যয়ের ‘ইৎ’ বর্ণগুলো হলো— 

(A) ল্ ও প্

(B) য্ ও অ

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

20. আ -গম্ + ল্যপ্ যুক্ত করলে হবে— 

(A) আগম্য

(B) আগত্য

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

21. পরা -জি + ল্যপ্ যুক্ত করলে হবে— 

(A) পরাজিত্য

(B) পরাজৃত্য

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

22. বি – হা + ল্যপ্ পরিনিষ্ঠিত রূপটি হবে— 

(A) বিহয়

(B) বিহায়

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

23. আ – দা + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) আদায়

(B) আদয়

(C) উভয়েই সঠিক

(D) কোনটিই নয়

24. প্র – আপ্ + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) প্রচ্য

(B) প্রোচ্য

(C) প্রাচ্য

(D) প্রাপ্য

25. প্র – বচ্ + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) অপ্রাপ্য

(B) প্রাপ

(C) অপ্রাপ

(D) প্রাপ্য

26. প্র – বস্ + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) প্রষ্য

(B) প্রোস্য

(C) প্রোষ্য

(D) প্রস্য

27. প্র – নম্ + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) প্রনত্য

(B) প্রণত্য

(C) প্রনম্য

(D) প্রণম্য

28. আ – হন্ + ল্যপ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) আহত্য

(B) অহত্য

(C) আহন্য

(D) আহণ্য

29. বস্ + ক্ত্বাচ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) বসীত্বা

(B) উষিত্বা

(C) বসৃত্বা

(D) কোনটিই নয়

30. বচ্ + ক্ত্বাচ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) উক্ত্বা

(B) বক্ত্বা

(C) বাক্ত্বা

(D) কোনটিই নয়

31. ভূ + ক্ত্বাচ্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) ভূক্ত্বা

(B) ভুক্ত্বা

(C) ভূত্বা

(D) কোনটিই নয়

32. ক্তিন্ প্রত্যয় কোন্ বাচ্যে ব্যবহৃত হয়— 

(A) কর্তৃবাচ্যে

(B) কর্মবাচ্যে

(C) ভাববাচ্যে

(D) কর্ম-কর্তৃবাচ্যে

33. ক্তিন্ প্রত্যয়ান্ত শব্দ কোন্ লিঙ্গে ব্যবহৃত হয়— 

(A) পুংলিঙ্গে

(B) স্ত্রীলিঙ্গে

(C) ক্লীবলিঙ্গে

(D) উভয়লিঙ্গে

34. ক্তিন্ প্রত্যয়ান্ত শব্দ কোন্ শব্দের মতো হয়— 

(A) বালিকা

(B) শশী

(C) মতি

(D) বালক

35. দৃশ্ + ক্তিন্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) দৃষ্টি

(B) দষ্টি

(C) দৃস্টি

(D) ষষ্ঠী

36. স্বপ্ + ক্তিন্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) সূক্তি

(B) সুক্তি

(C) সূপ্তি

(D) সুপ্তি

37. বচ্ + ক্তিন্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) ব্যক্তি

(B) সুক্তি

(C) উক্তি

(D) বুক্তি

38. মুচ্ + ক্তিন্ পরিষ্ঠিত রূপটি হবে— 

(A) যুক্তি

(B) মুক্তি

(C) উক্তি

(D) বুক্তি

39. শ্রু + ক্তিন্ সমষ্ঠি রূপটি হবে— 

(A) শ্রুতি

(B) শ্রুতী

(C) সৃতি

(D) শ্রূতি

অনুরূপ পাঠ

প্রত্যয় থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা SEMESTER – 1 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

Leave a Comment