একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। ব্রাহ্মণচৌরপিশাচকথা SAQ নিম্নে দেওয়া হল।
‘ব্রাহ্মণচৌরপিশাচকথা ‘ নামে পাঠ্যাংশটি বিষ্ণুশর্মার পঞ্চতন্ত্র নামক গ্রন্থের তৃতীয় তন্ত্র ‘কাকোলুকীয়ম্’ থেকে নেওয়া হয়েছে। ‘পঞ্চতন্ত্রের’ মহেশ্বর রামচন্দ্র কালে সম্পাদিত সংস্করণ অনুসারে এটি ‘কাকোলুকীয়ম্’ তন্ত্রের অষ্টম গল্প। অন্য কোনো সংস্করণে সম্পাদকের সাজানো অনুসারে গল্পের ক্রমিক সংখ্যাটির হেরফের হতে পারে। যাই হোক, কাকোলুকীয় তন্ত্রের শুরুতে একটি বড়ো ভূমিকাতেও গল্প বলা হচ্ছে। সেখানে মেঘবর্ণ নামে এক কাক ও অরিমর্দন নামে এক পেঁচার কথা দিয়ে শুরু হচ্ছে এবং স্থান হল দাক্ষিণাত্য জনপদের মহিলারোপ্য নামের একটি নগর।
পাঠ্যাংশের নাম | ব্রাহ্মণচৌরপিশাচকথা |
রচনা | পণ্ডিত বিষ্ণুশর্মা |
উৎস গ্রন্থ | পঞ্চতন্ত্র |
তন্ত্র | তৃতীয় |
SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। ব্রাহ্মণচৌরপিশাচকথা SAQ নিম্নে দেওয়া হল।
1)’व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পটির উৎস কী?
উত্তর:-> বিষ্ণুশর্মা রচিত ‘পঞ্চতন্ত্রম্’ নামক গল্পগ্রন্থের কাকোলুকীয় নামক তৃতীয় তন্ত্র।
2) পঞ্চতন্ত্রম্ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:-> বিষ্ণুশর্মা।
3) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পে ব্রাহ্মণের নাম কী?
উত্তর:-> দ্রোণ।
4) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পে চোরের নাম কী?
উত্তর:-> ক্রূরকর্মা।
5) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পে পিশাচের নাম কী?
উত্তর:-> সত্যবচন।
6)যজমান ব্রাহ্মণকে কী দান করেছিল?
উত্তর:-> দুটি বাছুর দান করেছিল।
7) চোর ব্রাহ্মণের কী চুরি করতে গিয়েছিল?
উত্তর:-> গোরু দুটি চুরি করতে গিয়েছিল।
8) চুরি করতে যাওয়ার পথে চোরের সঙ্গে কার দেখা হয়েছিল?
উত্তর:-> সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের দেখা হয়েছিল।
9) তামাটে রং-এর চুল-দাড়ি কার ছিল?
উত্তর:-> সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের।
10) উপচিতস্নায়ুসন্ততিঃ কাকে বলা হয়েছে?
উত্তর:-> সত্যবচন নামে ব্রহ্মরাক্ষসটিকে।
11) ‘षष्ठाह्नकालिकः'(‘ষষ্ঠাহ্ণকালিকঃ’) শব্দের অর্থ কী?
উত্তর:-> ‘ষষ্টান্নকালিকঃ’ শব্দের অর্থ হল যে ষষ্ঠ ভোজনকালেই কেবল খায়।
12) ‘एककार्यवेवावाम्’ (এককার্যাবেবাবাম্) – উক্তিটি কার?
উত্তর:-> সত্যবচন নামে এক ব্রহ্মরাক্ষসের।
13) চোর কখন ব্রাহ্মণের বাড়িতে চুরি করতে গিয়েছিল?
উত্তর:-> রাত্রিতে ব্রাহ্মণের বাড়িতে চুরি করতে গিয়েছিল।
14) চোর ব্রাহ্মণের গোরু দুটি চুরি করতে যাওয়ার সময় কী নিয়ে গিয়েছিল?
উত্তর:-> গোরু বাঁধার দড়ি নিয়ে গিয়েছিল।
15) রাক্ষসের চোখ দুটো কেমন ছিল?
উত্তর:-> চোখের প্রান্তগুলি ছিল রক্তবর্ণ।
16) ‘कपोल’ (‘কপোল’) শব্দের অর্থ কী?
উত্তর:-> গাল।
17) श्मश्रु ‘শ্মশ্রু’ শব্দের অর্থ কী?
উত্তর:-> দাড়ি।
18) বিষ্ণুশর্মার ভাষায় ‘व्राह्मणचोरपिशाचकथा’ গল্পের উপদেশটি কী?
উত্তর:-> शत्रवोऽपि हितायैव विवदन्तः परस्परम् । ”শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্”।
19) ‘नैष न्यायः’ (‘নৈষ ন্যায়ঃ’) – কে এই কথাটি বলেছিল?
উত্তর– ক্রূরকর্মা নামে এক চোর।
20) রাক্ষস ব্রাহ্মণকে আগে খেতে চেয়েছিল কেন?
উত্তর:-> চোর চুরি করার সময় গোরুর শব্দে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেলে সে আর ব্রাহ্মণকে খেতে পারবে না বলে।
21) চোর ও রাক্ষসের মধ্যে কী ধরনের ঝগড়া হয়েছিল?
উত্তর:-> ‘আমি আগে আমি আগে’ এইভাবে নিজের কাজ আগে করার দাবি রেখে ঝগড়া হয়েছিল। এটাকে অহমহমিকা বলা হয়।
22) ব্রাহ্মণ রাক্ষসের হাত থেকে কীভাবে রক্ষা পেল?
উত্তর:-> ইষ্টদেবতার মন্ত্র ধ্যান করে রাক্ষসের হাত থেকে রক্ষা পেল।
23) ব্রাহ্মণকে জীবন দান করেছিল কে?
উত্তর:-> চোর।
24) ব্রাহ্মণ চোরের হাত থেকে কীভাবে রক্ষা পেল?
উত্তর:-> ব্রাহ্মণ উদ্যত লাঠি দিয়ে চোরকে তাড়িয়ে তার হাত থেকে রক্ষা পেল।
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
ব্রাহ্মণচৌরপিশাচকথা SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)
1) “व्राह्मणचोरपिशाचकथा” কার লেখা?
2) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পটির উৎস কী
3) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পে ব্রাহ্মণের নাম কী?
4) ‘व्राह्मणचोरपिशाचकथा’ নামক গল্পে চোরের নাম কী?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈