উপজাতি ছন্দ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় উপজাতি ছন্দ । এখানে উপজাতি ছন্দের লক্ষণ ও উদাহরণ সহ আলোচনা করা হয়েছে। সংস্কৃত এই ছন্দ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। Bankura University এর Major Course এবং Minor Stream এর Syllabus অনুসারে বাংলা ভাষায় ও দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় আলোচিত হয়েছে।

ছন্দ শব্দের অন্যতম অর্থ বেদ। লৌকিক ছন্দগুলির মূল বৈদিক ছন্দ। আচার্য গঙ্গাদাস প্রণীত “ছন্দোমঞ্জরী” গ্রন্থে প্রত্যেক ছন্দের লক্ষণই সেই বিশেষ ছন্দে রচিত। তাই ঐ লক্ষণকেই ছন্দের উদাহরণও ধরা হয়। নিচের টেবিলে উপজাতি ছন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

ছন্দউপজাতি
বৃত্ত সমবৃত্ত ছন্দ
অক্ষর সংখ্যাএগারোটি
গণজ, ত, জ, গ এবং গ-গণ
ত, ত, জ, গ এবং গ-গণ
গণের চিহ্নv-v / –v / v-v / – / –
–v / –v / v-v / – / –
ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণঅনন্তরোদীরিতলক্ষ্মভাজৌ
পাদৌ যদীয়াবুপজাতয়ন্তাঃ

উপজাতি ছন্দের লক্ষণ

উপজাতি একটি সমবৃত্ত ছন্দ। এই ছন্দে প্রতি চরণে এগারোটি করে অক্ষর (স্বরবর্ণ) থাকে। এতে প্রতি চরণের অন্তে যতি থাকে। উপজাতি ছন্দের লক্ষণ নির্দেশ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তাঁর ছন্দোমঞ্জরীতে বলেছেন—

অনন্তরোদীরিতলক্ষ্মভাজৌ
পাদৌ যদীয়াবুপজাতয়ন্তাঃ

অর্থাৎ, যে ছন্দে রচিত পদ্যের কোনো কোনো চরণে ইন্দ্রবজ্রা ছন্দ আবার কোনো কোনো চরণে উপেন্দ্রবজ্রা ছন্দ থাকে, সেই ছন্দকে উপজাতি ছন্দ বলে। উপজাতি দুটি ছন্দের একটি মিশ্র ছন্দ।

উপজাতি ছন্দের উদাহরণ

মহাকবি কালিদাসের “রঘুবংশম্” এর অনেক শ্লোক উপেন্দ্রবজ্রা ছন্দে রচিত। তার মধ্যে একটি হল দ্বিতীয় সর্গের শ্লোক—

ত / ত / জ / গ / গ

– – v / – – v / v – v / – / –

আজন্ম / নঃ শাঠ্য / মশিক্ষি / তো / যস্

ত / ত / জ / গ / গ

– – v / – – v / v – v / – / –

তস্যাপ্র / মাণং ব / চনং জ / ন / স্য

জ / ত / জ / গ / গ

v – v / – – v / v – v / – / –

পরাতি / সন্ধান / মধীয় / তে / যৈঃ

ত / ত / জ / গ / গ

– – v / – – v / v – v / – / –

বিদ্যেতি /তেসন্তু / কিলাপ্ত / বা / চঃ।।

এখানে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ পাদ ইন্দ্রবজ্রা ছন্দ ও তৃতীয় পাদ উপেন্দ্রবজ্রা ছন্দ — এই দুটি ছন্দ মিলে উপজাতি ছন্দ হয়েছে।

ব্যাখ্যা :— উল্লিখিত পদ্যের চরণগুলি বিশ্লেষণ করলে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ পাদে “অন্তলঘুস্তঃ” নিয়মে ত-গণ, পুনরায় “অন্তলঘুস্তঃ” নিয়মে ত-গণ, “জো গুরুমধ্যগতঃ” নিয়মে জ-গণ, “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ, এবং পুনরায় “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ হয়েছে। আবার তৃতীয় পাদে “জো গুরুমধ্যগতঃ” নিয়মে জ-গণ, “অন্তলঘুস্তঃ” নিয়মে ত-গণ, “জো গুরুমধ্যগতঃ” নিয়মে জ-গণ, “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ, এবং পুনরায় “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ হয়েছে। তাই লক্ষণ অনুযায়ী এখানে উপজাতি ছন্দ হয়েছে।

ধন্যবাদ

সংস্কৃত ছন্দ অধ্যয়ন করতে আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment