সংস্কৃত ধাতুরূপ রুধ্ বিষয়ক আলোচনা। এটি একটি রুধাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ রুধ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। রুধ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য রুধ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ রুধ্ বিষয়ে উপস্থাপন।
রুধ্ ধাতু
সংস্কৃত ধাতুরূপ রুধ্ এর কয়েকটি কথা।
ধাতুরূপ | রুধ্ |
বিভক্তি বিভাগ | উভয়পদী |
ধাতু বিভাগ | রুধাদিগণীয় |
অর্থ | ধরে রাখা, To hold up |
ধাতুরূপ রুধ্ (বাংলা হরফে)
রুধ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ (বর্তমান কাল)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুণদ্ধি | রুণৎসি | রুণধ্মি |
দ্বিবচন | রুন্ধঃ | রুন্ধঃ | রুন্ধ্বঃ |
বহুবচন | রুন্ধন্তি | রুন্ধ | রুন্ধ্মঃ |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুন্ধে | রুণ্ৎসে | রুন্ধে |
দ্বিবচন | রুন্ধাতে | রুন্ধাথে | রুন্ধ্বহে |
বহুবচন | রুন্ধতে | রুন্ধ্বে | রুন্ধ্মহে |
লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুণদ্ধু | রুন্ধি | রুণধানি |
দ্বিবচন | রুন্ধাম্ | রুন্ধম্ | রুণধাব |
বহুবচন | রুন্ধন্তু | রুন্ধ | রুণধাম |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুন্ধাম্ | রুন্ৎস্ব | রুণধৈ |
দ্বিবচন | রুন্ধাতাম্ | রুন্ধাথাম্ | রুণধাবহৈ |
বহুবচন | রুন্ধতাম্ | রুন্ধ্বম | রুণধামহৈ |
লঙ্ (অতীতকাল)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অরুণৎ | অরুণৎ, অরুণাঃ | অরুণাধম্ |
দ্বিবচন | অরুন্ধাম্ | অরুন্ধম্ | অরুন্ধ্ব |
বহুবচন | অরুন্ধন্ | অরুন্ধ | অরুন্ধ্ম |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অরুন্ধ | অরুন্ধাঃ | অরুন্ধি |
দ্বিবচন | অরুন্ধাতাম্ | অরুন্ধাথাম্ | অরুন্ধ্বহি |
বহুবচন | অরুন্ধত | অরুন্ধ্বম্ | অরুন্ধ্মহি |
বিধিলিঙ্ (উচিত অর্থে)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুন্ধ্যাৎ | রুন্ধ্যাঃ | রুন্ধ্যাম্ |
দ্বিবচন | রুন্ধ্যাতাম্ | রুন্ধ্যাতম্ | রুন্ধ্যাব |
বহুবচন | রুন্ধ্যুঃ | রুন্ধ্যাত | রুন্ধ্যাম |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুন্ধীত | রুন্ধীথাঃ | রুন্ধীয় |
দ্বিবচন | রুন্ধীয়াতাম্ | রুন্ধীয়াথাম্ | রুন্ধীবহি |
বহুবচন | রুন্ধীরন্ | রুন্ধীধ্বম্ | রুন্ধীমহি |
লৃট্ (ভবিষ্যৎ কাল)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোৎস্যতি | রোৎস্যসি | রোৎস্যামি |
দ্বিবচন | রোৎস্যতঃ | রোৎস্যথঃ | রোৎস্যাবঃ |
বহুবচন | রোৎস্যন্তি | রোৎস্যথ | রোৎস্যামঃ |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোৎস্যতে | রোৎস্যসে | রোৎস্যে |
দ্বিবচন | রোৎস্যেতে | রোৎস্যেথে | রোৎস্যাবহে |
বহুবচন | রোৎস্যন্তে | রোৎস্যধ্বে | রোৎস্যামহে |
লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুরোধ | রুরোধিথ | রুরোধ |
দ্বিবচন | রুরুধতুঃ | রুরুধথুঃ | রুরুধিব |
বহুবচন | রুরুধঃ | রুরুধ | রুরুধিম |
বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুরুধে | রুরুধিষে | রুরুধে |
দ্বিবচন | রুরুধাতে | রুরুধাথে | রুরুধিবহে |
বহুবচন | রুরুধিরে | রুরুধিধ্বে | রুরুধিমহে |
রুধ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
উত্তর- রুন্ধি, রুন্ৎস্ব।
উত্তর- রোৎস্যামঃ, রোৎস্যামহে।
উত্তর- বহ্নিঃ সর্বং ভস্মসাৎ করোতি।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈