সংস্কৃত ধাতুরূপ রুধ্

সংস্কৃত ধাতুরূপ রুধ্ বিষয়ক আলোচনা। এটি একটি রুধাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ রুধ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। রুধ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য রুধ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ রুধ্ বিষয়ে উপস্থাপন।

রুধ্ ধাতু

সংস্কৃত ধাতুরূপ রুধ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপরুধ্
বিভক্তি বিভাগউভয়পদী
ধাতু বিভাগরুধাদিগণীয়
অর্থধরে রাখা, To hold up

ধাতুরূপ রুধ্ (বাংলা হরফে)

রুধ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুণদ্ধিরুণৎসিরুণধ্মি
দ্বিবচনরুন্ধঃরুন্ধঃরুন্ধ্বঃ
বহুবচনরুন্ধন্তিরুন্ধরুন্ধ্মঃ

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুন্ধেরুণ্ৎসেরুন্ধে
দ্বিবচনরুন্ধাতেরুন্ধাথেরুন্ধ্বহে
বহুবচনরুন্ধতেরুন্ধ্বেরুন্ধ্মহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুণদ্ধুরুন্ধিরুণধানি
দ্বিবচনরুন্ধাম্রুন্ধম্রুণধাব
বহুবচনরুন্ধন্তুরুন্ধরুণধাম

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুন্ধাম্রুন্ৎস্বরুণধৈ
দ্বিবচনরুন্ধাতাম্রুন্ধাথাম্রুণধাবহৈ
বহুবচনরুন্ধতাম্রুন্ধ্বমরুণধামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅরুণৎঅরুণৎ,
অরুণাঃ
অরুণাধম্
দ্বিবচনঅরুন্ধাম্অরুন্ধম্অরুন্ধ্ব
বহুবচনঅরুন্ধন্অরুন্ধঅরুন্ধ্ম

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅরুন্ধঅরুন্ধাঃঅরুন্ধি
দ্বিবচনঅরুন্ধাতাম্অরুন্ধাথাম্অরুন্ধ্বহি
বহুবচনঅরুন্ধতঅরুন্ধ্বম্অরুন্ধ্মহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুন্ধ্যাৎরুন্ধ্যাঃরুন্ধ্যাম্
দ্বিবচনরুন্ধ্যাতাম্রুন্ধ্যাতম্রুন্ধ্যাব
বহুবচনরুন্ধ্যুঃরুন্ধ্যাতরুন্ধ্যাম

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুন্ধীতরুন্ধীথাঃরুন্ধীয়
দ্বিবচনরুন্ধীয়াতাম্রুন্ধীয়াথাম্রুন্ধীবহি
বহুবচনরুন্ধীরন্রুন্ধীধ্বম্রুন্ধীমহি

লৃট্ (ভবিষ্যৎ কাল)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোৎস্যতিরোৎস্যসিরোৎস্যামি
দ্বিবচনরোৎস্যতঃরোৎস্যথঃরোৎস্যাবঃ
বহুবচনরোৎস্যন্তিরোৎস্যথরোৎস্যামঃ

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোৎস্যতেরোৎস্যসেরোৎস্যে
দ্বিবচনরোৎস্যেতেরোৎস্যেথেরোৎস্যাবহে
বহুবচনরোৎস্যন্তেরোৎস্যধ্বেরোৎস্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুরোধরুরোধিথরুরোধ
দ্বিবচনরুরুধতুঃরুরুধথুঃরুরুধিব
বহুবচনরুরুধঃরুরুধরুরুধিম

বাংলা হরফে রুধ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুরুধেরুরুধিষেরুরুধে
দ্বিবচনরুরুধাতেরুরুধাথেরুরুধিবহে
বহুবচনরুরুধিরেরুরুধিধ্বেরুরুধিমহে

রুধ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) রুধ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- রুন্ধি, রুন্ৎস্ব।

2) রুধ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- রোৎস্যামঃ, রোৎস্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – আগুন সবকিছু পুড়িয়ে দেয়।

উত্তর- বহ্নিঃ সর্বং ভস্মসাৎ করোতি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment