সংস্কৃত ধাতুরূপ স্থা

সংস্কৃত ধাতুরূপ স্থা বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ স্থা বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। স্থা ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য স্থা ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ স্থা বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপস্থা
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থথাকা, To stay

ধাতুরূপ স্থা

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু স্থা। যার অর্থ থাকা।

ধাতুরূপ স্থা (বাংলা হরফে)

ধাতুরূপ স্থা ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

স্থা ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্ এ রূপ হয় তিষ্ঠ। বাংলা হরফে স্থা ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতিষ্ঠতিতিষ্ঠসিতিষ্ঠামি
দ্বিবচনতিষ্ঠতঃতিষ্ঠথঃতিষ্ঠাবঃ
বহুবচনতিষ্ঠন্তিতিষ্ঠথতিষ্ঠামঃ

লোট্ লকার

বাংলা হরফে স্থা ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতিষ্ঠতুতিষ্ঠতিষ্ঠানি
দ্বিবচনতিষ্ঠতাম্তিষ্ঠতম্তিষ্ঠাব
বহুবচনতিষ্ঠন্তুতিষ্ঠততিষ্ঠাম

লঙ্ লকার

বাংলা হরফে স্থা ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅতিষ্ঠৎঅতিষ্ঠঃঅতিষ্ঠম্
দ্বিবচনঅতিষ্ঠতাম্অতিষ্ঠতম্অতিষ্ঠাব
বহুবচনঅতিষ্ঠন্অতিষ্ঠতঅতিষ্ঠাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে স্থা ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতিষ্ঠেৎতিষ্ঠেঃতিষ্ঠেয়ম্
দ্বিবচনতিষ্ঠেতাম্তিষ্ঠেতম্তিষ্ঠেব
বহুবচনতিষ্ঠেয়ুঃতিষ্ঠেততিষ্ঠেম

লৃট্ লকার

বাংলা হরফে স্থা ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্থাস্যতিস্থাস্যসিস্থাস্যামি
দ্বিবচনস্থাস্যতঃস্থাস্যথঃস্থাস্যাবঃ
বহুবচনস্থাস্যন্তিস্থাস্যথস্থাস্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে স্থা ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনতস্থৌতস্থিথ, তস্থাথতস্থৌ
দ্বিবচনতস্থতুঃতস্থথুঃতস্থিব
বহুবচনতস্থুঃতস্থতস্থিম

धातुरूप स्था (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप स्था

लट् (Present Tense)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतिष्ठतितिष्ठसितिष्ठामि
वहुवचनतिष्ठतःतिष्ठथःतिष्ठावः
द्विवचनतिष्ठन्तितिष्ठथतिष्ठामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतिष्ठतुतिष्ठतिष्ठानि
वहुवचनतिष्ठताम्तिष्ठतम्तिष्ठाव
द्विवचनतिष्ठन्तुतिष्ठततिष्ठाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअतिष्ठत्अतिष्ठःअतिष्ठम्
वहुवचनअतिष्ठताम्अतिष्ठतम्अतिष्ठाव
द्विवचनअतिष्ठन्अतिष्ठतअतिष्ठाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतिष्ठेत्तिष्ठेःतिष्ठेयम्
वहुवचनतिष्ठेताम्तिष्ठेतम्तिष्ठेव
द्विवचनतिष्ठेयुःतिष्ठेततिष्ठेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्थास्यतिस्थास्यसिस्थास्यामि
वहुवचनस्थास्यतःस्थास्यथःस्थास्यावः
द्विवचनस्थास्यन्तिस्थास्यथस्थास्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप स्था

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनतस्थौतस्थिथ, तस्थाथतस्थौ
वहुवचनतस्थतुःतस्थथुःतस्थिव
द्विवचनतस्थुःतस्थतस्थिम
স্থা ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)আমি কলকাতায় থাকি।

উত্তর- অহং কলকাতায়াং তিষ্ঠামি।

2) অযোধ্যায় রাজা দশরথ থাকতেন।

উত্তর- অযোধ্যায়াং দশরথঃ ইতি রাজা অতিষ্ঠৎ।

3) আগামী কাল আমি বর্ধমানে থাকবো।

উত্তর- শ্বঃ অহং বর্ধমানে স্থাস্যামি।

স্থা ধাতু থেকে জিজ্ঞাস্য
1) স্থা ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- তিষ্ঠ।

2) স্থা ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- স্থাস্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – প্রাচীনকালে শিষ্যেরা তপোবনে বাস করত।

উত্তর- পুরাকালে শিষ্যাঃ তপোবনে অবসন্।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment