সংস্কৃত ধাতুরূপ মৃ

সংস্কৃত ধাতুরূপ মৃ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ মৃ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। মৃ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য মৃ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ মৃ বিষয়ে উপস্থাপন। Mri dhatu in sanskrit। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ মৃ

সংস্কৃত ধাতুরূপ মৃ এর কয়েকটি তথ্য।

ধাতুরূপমৃ
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগতুদাদিগণীয়
অর্থমরে যাওয়া, To die

ধাতুরূপ মৃ (বাংলা হরফে)

মৃ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

মৃ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় ম্রিয়। বাংলা হরফে মৃ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনম্রিয়তেম্রিয়সেম্রিয়ে
দ্বিবচনম্রিয়েতেম্রিয়েথেম্রিয়াবহে
বহুবচনম্রিয়ন্তেম্রিয়ধ্বেম্রিয়ামহে

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ মৃ। বাংলা হরফে মৃ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনম্রিয়তাম্ম্রিয়স্বম্রিয়ৈ
দ্বিবচনম্রিয়েতাম্ম্রিয়েথাম্ম্রিয়াবহৈ
বহুবচনম্রিয়ন্তাম্ম্রিয়ধ্বম্ম্রিয়ামহৈ

লঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ মৃ। বাংলা হরফে মৃ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅম্রিয়তঅম্রিয়থাঃঅম্রিয়ে
দ্বিবচনঅম্রিয়েতাম্অম্রিয়েথাম্অম্রিয়াবহি
বহুবচনঅম্রিয়ন্তঅম্রিয়ধ্বম্অম্রিয়ামহি

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ মৃ। বাংলা হরফে মৃ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনম্রিয়েতম্রিয়েথাঃম্রিয়েয়
দ্বিবচনম্রিয়েয়াতাম্ম্রিয়েয়াথাম্ম্রিয়েবহি
বহুবচনম্রিয়েরন্ম্রিয়েধ্বম্ম্রিয়েমহি

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ মৃ (মৃ ধাতুর লৃট্ বিভক্তিতে পরস্মৈপদীর রূপহয়)। বাংলা হরফে মৃ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমরিষ্যতিমরিষ্যসিমরিষ্যামি
দ্বিবচনমরিষ্যতঃমরিষ্যথঃমরিষ্যাবঃ
বহুবচনমরিষ্যন্তিমরিষ্যথমরিষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ মৃ (মৃ ধাতুর লিট্ বিভক্তিতে পরস্মৈপদীর রূপহয়)। বাংলা হরফে মৃ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনমমারমমর্থমমার, মমর
দ্বিবচনমম্রতুঃমম্রথুঃমম্রিব
বহুবচনমম্রুঃমম্রমম্রিম

धातुरूप मृ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप मृ

लट् (Present Tense)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनम्रियतेम्रियसेम्रिये
वहुवचनम्रियेतेम्रियेथेम्रियावहे
द्विवचनम्रियन्तेम्रियध्वेम्रियामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनम्रियताम्म्रियस्वम्रियै
वहुवचनम्रियेताम्म्रियेथाम्म्रियावहै
द्विवचनम्रियन्ताम्म्रियध्वम्म्रियामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअम्रियतअम्रियथाःअम्रिये
वहुवचनअम्रियेताम्अम्रियेथाम्अम्रियावहि
द्विवचनअम्रियन्तअम्रियध्वम्अम्रियामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनम्रियेतम्रियेथाःम्रिये
वहुवचनम्रियेयाताम्म्रियेयाथाम्म्रियेवहि
द्विवचनम्रियेरन्म्रियेध्वम्म्रियेमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनमरिष्यतिमरिष्यसिमरिष्यामि
वहुवचनमरिष्यतःमरिष्यथःमरिष्यावः
द्विवचनमरिष्यन्तिमरिष्यथमरिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप मृ

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनममारममर्थममार, ममर
वहुवचनमम्रतुःमम्रथुःमम्रिव
द्विवचनमम्रुःमम्रमम्रिम
মৃ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1) তিনি মারা গেছেন।

উত্তর- সঃ অম্রিয়ত।

2) তুমিও মারা যাবে।

উত্তর- ত্বমপি মরিষ্যসি।

3) আমি মরতে চাই না।

উত্তর- অহং মর্তুম্ না ইচ্ছামি।

মৃ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) মৃ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ম্রিয়স্ব।

2) মৃ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- মরিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – একদিন সকলে মারা যাবো।

উত্তর- একদা সর্বে মরিষ্যামঃ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment