সংস্কৃত ধাতুরূপ হু

সংস্কৃত ধাতুরূপ হু বিষয়ক আলোচনা। এটি একটি হ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ হু বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। হু ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য হু ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ হু বিষয়ে উপস্থাপন।

হু ধাতু

সংস্কৃত ধাতুরূপ হু

ধাতুরূপহু
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগহ্বাদিগণীয়
অর্থহোম করা – To sacrifice

ধাতুরূপ হু (বাংলা হরফে)

হু ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর লট্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজুহোতিজুহোষিজুহোমি
দ্বিবচনজুহুতঃজুহুথঃজুহুবঃ
বহুবচনজুহ্বতিজুহুথজুহুমঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

সংস্কৃত ধাতুরূপ হু বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর লোট্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজুহোতুজুহুধিজুহবানি
দ্বিবচনজুহুতাম্জুহুতম্জুহবাব
বহুবচনজুহ্বতুজুহুতজুহবাম

লঙ্ (অতীতকাল)

সংস্কৃত ধাতুরূপ হু বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর লঙ্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅজুহোৎঅজুহোঃঅজুহবম্
দ্বিবচনঅজুহুতাম্অজুহুতম্অজুহুব
বহুবচনঅজুহুবুঃঅজুহুতঅজুহুম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

সংস্কৃত ধাতুরূপ হু বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর বিধিলিঙ্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজুহুয়াৎজুহুয়াঃজুহুয়াম্
দ্বিবচনজুহুয়াতাম্জুহুয়াতম্জুহুয়াব
বহুবচনজুহুয়ুঃজুহুয়াতজুহুয়াম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

সংস্কৃত ধাতুরূপ হু বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর লৃট্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনহোষ্যতিহোষ্যসিহোষ্যামি
দ্বিবচনহোষ্যতঃহোষ্যথঃহোষ্যাবঃ
বহুবচনহোষ্যন্তিহোষ্যথহোষ্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে হু ধাতুরূপ আত্মনেপদীর লিট্ রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজুহাবজুহবিথজুহাব
দ্বিবচনজুহুবতুঃজুহুবথুঃজুহুবিব
বহুবচনজুহুবুঃজুহুবজুহুবিম

धातुरूप हु (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप हु

लट् (Present Tense)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजुहोतिजुहोषिजुहोमि
वहुवचनजुहुतःजुहुथःजुहुवः
द्विवचनजुह्वतिजुहुथजुहुमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजुहोतुजुहुधिजुहवानि
वहुवचनजुहुताम्जुहुतम्जुहवाव
द्विवचनजुह्वतुजुहुतजुहवाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअजुहोत्अजुहोःअजुहवम्
वहुवचनअजुहुताम्अजुहुतम्अजुहुव
द्विवचनअजुहवुःअजुहुतअजुहुम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजुहुयात्जुहुयाःजुहुयाम्
वहुवचनजुहुयाताम्जुहुयातम्जुहुयाव
द्विवचनजुहुयुःजुहुयातजुहुयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनहोष्यतिहोसिहोष्यामि
वहुवचनहोष्यतःहोष्यथःहोष्यावः
द्विवचनहोष्यन्तिहोष्यथहोष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप हु

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजुहावजुहविथजुहाव
वहुवचनजुहुवतुःजहवथुःजुहुविव
द्विवचनजहुवुःजुहुवजुहुविम
হু ধাতু থেকে জিজ্ঞাস্য
1) হু ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- জুহুধি।

2) হু ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- হোষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – শুভঙ্কর ব্যাকরণ জানে।

উত্তর- শুভঙ্করঃ ব্যাকরণং বেত্তি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment