একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। দশকুমারচরিতম্ SAQ নিম্নে দেওয়া হল।
‘ব্রহ্মাণ্ডচ্ছত্রদণ্ড’ ইত্যাদি শ্লোক দিয়ে শুরু আলোচ্য গদ্যাংশটি দশকুমারচরিতের পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের অন্তর্ভুক্ত। দশজন কুমারের জীবনকাহিনি বর্ণনায় প্রথমে বংশ পরিচয় এবং তারপর তাদের এক এক করে অভিযানের কাহিনি বর্ণনা করা হয়েছে। যেমন—মগধের রাজা রাজহংস, তাঁর স্ত্রী বসুমতী। রাজহংসের তিন মন্ত্রী ধর্মপাল, পদ্মোদ্ভব এবং সিতবর্মা। ধর্মপালের তিন ছেলে সুমন্ত্র, সুমিত্র এবং কামপাল। পদ্মোদ্ভবের দুই ছেলে সুশ্ৰুত ও রত্নোদ্ভব। আর সিতবর্মারও দুই ছেলে সুমতি এবং সত্যবর্মা। এই মন্ত্রীর ছেলেদের সাত ছেলে, রাজহংসের ছেলে এবং মিথিলারাজ প্রহারবর্মার ছেলে এরাই হল দশকুমারচরিতের দশ কুমার।
পাঠ্যাংশের নাম | দশকুমারচরিতম্ |
রচনা | কবি দন্ডী |
উৎস | পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাস |
দশকুমারচরিতম্ SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। দশকুমারচরিতম্ SAQ নিম্নে দেওয়া হল। দশকুমারচরিতম্ SAQ প্রশ্নোত্তরগুলি অভ্যাস করা জরুরী। দশকুমারচরিতম্ SAQ পুরাতন পাঠ্যসুচীর অন্তর্গত। দশকুমারচরিতম্ SAQ।
1) “दशकुमाचरितम्”-এর রচয়িতা কে?
উত্তর:-> কবি দণ্ডী।
2) দণ্ডীর রচনাবৈশিষ্ট্য কী?
দন্ডীর রচনাবৈশিষ্ট্য হল পদলালিত্য।
3) ”दशकुमाचरितम्” কী ধরনের কাব্য?
উত্তর:-> গদ্যকাব্য।
4) ”दशकुमाचरितम्” কোন্ শ্রেণির গদ্যকাব্য?
উত্তর:-> আখ্যায়িকা।
5) “दशकुमाचरितम्”-এর পূর্বপীঠিকার অন্তর্গত প্রথম উচ্ছ্বাসটির নাম কী?
উত্তর:-> ‘কুমারোৎপত্তিঃ’।
6) “ब्रह्माण्डच्छत्रदण्डः” (‘ব্রহ্মাণ্ডচ্ছত্রদণ্ডঃ’) পদ দিয়ে শুরু শ্লোকটিতে কার বন্দনা করা হয়েছে?
উত্তর:-> বিষ্ণুর চরণ বন্দনা করা হয়েছে।
7) মগধের রাজধানীর নাম কী?
উত্তর:-> পুষ্পপুরী।
8) মগধের রাজার নাম কী?
উত্তর:-> রাজহংস।
9) মগধরাজের রানির নাম কী?
উত্তর:-> বসুমতী।
10) বসুমতী কে ছিলেন?
উত্তর:-> মগধরাজ রাজহংসের রানি।
11) রাজহংসের নির্মল কীর্তির সঙ্গে তুলনীয় একটি বস্তুর নাম করো।
উত্তর:-> কর্পূর।
মগধরাজ রাজহংসের কতজন মন্ত্রী ছিল?
উত্তর:-> তিনজন মন্ত্রী ছিল।
12) পুষ্পপুরীর মাহাত্ম্যকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হত কেন?
উত্তর:-> পুষ্পপুরী নগরীর সর্বত্র মণিমাণিক্য পাওয়া যেত বলে।
13) তেজস্বিতায় রাজহংসের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
উত্তর:-> তেজস্বিতায় রাজহংসের সঙ্গে মধ্যগগনের সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে।
14) মগধরাজ রাজহংসের সৌন্দর্য কার সঙ্গে তুলনীয়?
উত্তর:-> কামদেবের সঙ্গে।
15) মগধরাজ রাজহংসের বাহুদ্বয় কেমন ছিল?
উত্তর:-> মন্দর পর্বতের মতো সুদৃঢ়।
16) মালবেশ্বর কে?
উত্তর:-> রাজা মানসার।
17) রাজহংস কাকে পরাজিত করেছিলেন?
উত্তর:-> মানসারকে।
18) মালবরাজের বিরুদ্ধে মগধরাজের কী ধরনের সৈন্যবল ছিল?
উত্তর:-> চতুরঙ্গ সৈন্যবল ছিল।
19) ‘চতুরঙ্গ বল’ কী?
উত্তর:-> হস্তী, অশ্ব, রথ ও পদাতিক বাহিনীকে একত্রে চতুরঙ্গ বল বলা হয়।
20) ‘পুরন্দর পুরাঙ্গনবনের’ অপর নাম কী?
উত্তর:-> নন্দনকানন।
21) ‘পুরন্দরপুরের’ অপর নাম কী?
উত্তর:-> অমরাবতী।
22) ‘পুরন্দরের অপর নাম কী?
উত্তর:-> ইন্দ্র।
23) কোন্ মন্ত্রীপুত্র জগতের অসারতা বুঝে তীর্থযাত্রায় বেরিয়ে গিয়েছিলেন?
উত্তর:-> সিতবর্মার পুত্র সত্যবর্মা জগতের অসারতা বুঝে তীর্থযাত্রার বেরিয়ে গিয়েছিলেন।
24) কোন্ মন্ত্রীপুত্র বখাটে-স্বভাবের ছিলেন?
উত্তর:-> কামপাল বখাটে-স্বভাবের ছিলেন।
25) কোন্ মন্ত্রীপুত্র সমুদ্রযাত্রা করেছিলেন?
উত্তর:-> পদ্মোদ্ভবের পুত্র রত্নোঙব সমুদ্রযাত্রা করেছিলেন।
26) মন্ত্রীপুত্রদের মধ্যে কে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন?
উত্তর:-> সত্যবর্মা।
27) কীসের শব্দে সমুদ্রের গর্জনের অহংকারও খর্ব হয়ে গিয়েছিল?
উত্তর:-> ভেরীর ঝংকারে।
28) ‘জীবগ্রাহম্’ শব্দের অর্থ কী?
উত্তর:-> ‘জীবন্ত ধরে এনে’।
29) একটি দিক্হস্তীর নাম বলো।
উত্তর:-> ঐরাবত।
30) ‘বিয়ন্মধ্যহংসঃ’ শব্দের অর্থ কী?
উত্তর:-> ‘মধ্যাত্ম সূর্য’।
31) ‘অনেকপ’ শব্দের অর্থ কী?
উত্তর:-> হাতি।
32) ‘ঘস্মর’ শব্দের অর্থ কী?
উত্তর:-> শত্রুনাশক।
33) ‘ভুসুর’ শব্দের অর্থ কী?
উত্তর:-> ব্রাহ্মণ।
34) ‘দন্ডাবল’ শব্দের অর্থ কী?
উত্তর:-> হাতি।
35) ‘শস্ত্রাশস্ত্রি’ শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:-> ব্যতিহার বহুব্রীহি সমাস।
36) ‘হস্তাহস্তি’ শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:-> ব্যতিহার বহুব্রীহি সমাস।
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
দশকুমারচরিতম্ SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)
1) “दशकुमाचरितम्” কার লেখা?
2) ‘दशकुमाचरितम्’ নামক পাঠ্যাংশটির উৎস কী
3) ‘दशकुमाचरितम्’ নামক পাঠ্যাংশে রাজার নাম কী?
4) ‘दशकुमाचरितम्’ নামক পাঠ্যাংশে রানির নাম কী?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈