এই অধয়ের আলোচ্য বিষয় সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ । সাংখ্যবাচক শব্দগুলির রূপ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ভেদে রূপ দেওয়া হয়েছে। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সংখ্যাবাচক শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।
যে সকল শব্দ দ্বারা ‘সংখ্যা’ বোঝা যায়, তাদের সংখ্যাবাচক শব্দ বলে। সংস্কৃত ভাষায় সংখ্যাবাচক শব্দ দুভাগে বিভক্ত—সংখ্যা ও সংখ্যেয়। এদের মধ্যে সংখ্যা হল বিশেষ্য আর সংখ্যেয় হল বিশেষণ। বিশেষ্যের ক্ষেত্রে স্বাধীন একটি লিঙ্গ থাকে। আর বিশেষণ হলে বিশেষ্য ব্যক্তি বা বস্তুর লিঙ্গ, বিভক্তি ও বচন অনুযায়ী তার লিঙ্গ, বিভক্তি ও বচন হয়। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ভেদে সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ দেওয়া হয়েছে। সংখ্যাবাচক শব্দ – এক, দ্বি ( তিন লিঙ্গে) একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।
সংখ্যাবাচক শব্দ
সংস্কৃতে ‘এক’ শব্দ থেকে ‘অষ্টাদশন্’ পর্যন্ত আঠারোটি সংখ্যাবাচক শব্দ সংখ্যেয় অর্থাৎ বিশেষণ। এরা কখনও বিশেষ্যরূপে ব্যবহৃত হতে পারে না। ‘এক’ থেকে ‘চতুর্’ পর্যন্ত চারটি সংখ্যাবাচক শব্দ বিশেষ্যের লিঙ্গ, বিভক্তি ও বচন অনুযায়ী রূপ পরিবর্তন হয়।
যেমন—একঃ বালকঃ, দ্বে ফলে, তিসৃভিঃ বালিকাভিঃ ইত্যাদি। সংস্কৃত সংখ্যাবাচক শব্দরূপ ।
এক (এক) সংখ্যাবাচক শব্দরূপ
এক সংখ্যাবাচক শব্দ, নিত্য একবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।
| বিভক্তি | পুংলিঙ্গ একবচন | স্ত্রীলিঙ্গ একবচন | ক্লীবলিঙ্গ একবচন |
| প্রথমা | একঃ | একা | একম্ |
| দ্বিতীয়া | একম্ | একাম্ | একম্ |
| তৃতীয়া | একেন | একয়া | একেন |
| চতুর্থী | একস্মৈ | একস্যৈ | একস্মৈ |
| পঞ্চমী | একস্মাত্ | একস্যাঃ | একস্মাত্ |
| ষষ্ঠী | একস্য | একস্যাঃ | একস্য |
| সপ্তমী | একস্মিন্ | একস্যাম্ | একস্মিন্ |
দ্বি (দুই) সংখ্যাবাচক শব্দরূপ
দ্বি (দুই) সংখ্যাবাচক শব্দ, নিত্য দ্বিবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।
| বিভক্তি | পুংলিঙ্গ দ্বিবচন | স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ দ্বিবচন |
| প্রথমা | দ্বৌ | দ্বে |
| দ্বিতীয়া | দ্বৌ | দ্বে |
| তৃতীয়া | দ্বাভ্যাম্ | দ্বাভ্যাম্ |
| চতুর্থী | দ্বাভ্যাম্ | দ্বাভ্যাম্ |
| পঞ্চমী | দ্বাভ্যাম্ | দ্বাভ্যাম্ |
| ষষ্ঠী | দ্বয়োঃ | দ্বয়োঃ |
| সপ্তমী | দ্বয়োঃ | দ্বয়োঃ |
ত্রি (তিন) সংখ্যাবাচক শব্দরূপ
ত্রি (তিন) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।
| বিভক্তি | পুংলিঙ্গ বহুবচন | স্ত্রীলিঙ্গ বহুবচন | ক্লীবলিঙ্গ বহুবচন |
| প্রথমা | ত্রয়ঃ | তিস্রঃ | ত্রীনি |
| দ্বিতীয়া | ত্রীন্ | তিস্রঃ | ত্রীনি |
| তৃতীয়া | ত্রিভিঃ | তিসৃভিঃ | ত্রিভিঃ |
| চতুর্থী | ত্রিভ্যঃ | তিসৃভ্যঃ | ত্রিভ্যঃ |
| পঞ্চমী | ত্রিভ্যঃ | তিসৃভ্যঃ | ত্রিভ্যঃ |
| ষষ্ঠী | ত্রয়াণাম্ | তিসৃণাম্ | ত্রয়াণাম্ |
| সপ্তমী | ত্রিষু | তিসৃষু | ত্রিষু |
চতুর্ (চার) সংখ্যাবাচক শব্দরূপ
চতুর্ (চার) সংখ্যাবাচক, নিত্য বহুবচনে তিন লিঙ্গে ব্যবহৃত হয়।
| বিভক্তি | পুংলিঙ্গ বহুবচন | স্ত্রীলিঙ্গ বহুবচন | ক্লীবলিঙ্গ বহুবচন |
| প্রথমা | চত্বারঃ | চতস্রঃ | চত্বারি |
| দ্বিতীয়া | চতুরঃ | চতস্রঃ | চত্বারি |
| তৃতীয়া | চতুর্ভিঃ | চতসৃভিঃ | চতুর্ভিঃ |
| চতুর্থী | চতুর্ভ্যঃ | চতসৃভ্যঃ | চতুর্ভ্যঃ |
| পঞ্চমী | চতুর্ভ্যঃ | চতসৃভ্যঃ | চতুর্ভ্যঃ |
| ষষ্ঠী | চতুর্ণাম্ | চতসৃণাম্ | চতুর্ণাম্ |
| সপ্তমী | চতুর্ষু | চতসৃষু | চতুর্ষু |
পঞ্চন্ (পাঁচ) সংখ্যাবাচক শব্দরূপ
পঞ্চন্ (পাঁচ) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | পঞ্চ | पञ्च |
| দ্বিতীয়া | পঞ্চ | पञ्च |
| তৃতীয়া | পঞ্চভিঃ | पञ्चभिः |
| চতুর্থী | পঞ্চভ্যঃ | पञ्चभ्यः |
| পঞ্চমী | পঞ্চভ্যঃ | पञ्चभ्यः |
| ষষ্ঠী | পঞ্চানাম্ | पञ्चानाम् |
| সপ্তমী | পঞ্চসু | पञ्चसु |
ষষ্ (ছয়) সংখ্যাবাচক শব্দরূপ
ষষ্ (ছয়) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | ষট্ | षट् |
| দ্বিতীয়া | ষট্ | षट् |
| তৃতীয়া | ষড়্ভিঃ | षड्भिः |
| চতুর্থী | ষড়্ভ্যঃ | षड्भ्यः |
| পঞ্চমী | ষড়্ভ্যঃ | षड्भ्यः |
| ষষ্ঠী | ষণ্ণাম্ | षण्णाम् |
| সপ্তমী | ষট্সু | षट्सु |
সপ্তন্ (সাত) সংখ্যাবাচক শব্দরূপ
সপ্তন্ (সাত) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | সপ্ত | सप्त |
| দ্বিতীয়া | সপ্ত | सप्त |
| তৃতীয়া | সপ্তভিঃ | सप्तभिः |
| চতুর্থী | সপ্তভ্যঃ | सप्तभ्यः |
| পঞ্চমী | সপ্তভ্যঃ | सप्तभ्यः |
| ষষ্ঠী | সপ্তানাম্ | सप्तआनाम् |
| সপ্তমী | সপ্তসু | सप्तसु |
অষ্টন্ (আট) সংখ্যাবাচক শব্দরূপ
অষ্টন্ (আট) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়। অষ্টন্ শব্দের দুরকম রূপই হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | অষ্ট, অষ্টৌ | अष्ट, अष्टौ |
| দ্বিতীয়া | অষ্ট, অষ্টৌ | अष्ट, अष्टौ |
| তৃতীয়া | অষ্টভিঃ, অষ্টাভিঃ | अष्टभिः, अष्टाभिः |
| চতুর্থী | অষ্টভ্যঃ, অষ্টাভ্যঃ | अष्टभ्यः, अष्टाभ्यः |
| পঞ্চমী | অষ্টভ্যঃ অষ্টাভ্যঃ | अष्टभ्यः, अष्टाभ्यः |
| ষষ্ঠী | অষ্টানাম্, অষ্টানাম্ | अष्टानाम्, अष्टानाम् |
| সপ্তমী | অষ্টসু, অষ্টাসু | अष्टसु, अष्टासु |
নবন্ (নয়) সংখ্যাবাচক শব্দরূপ
নবন্ (নয়) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | নব | नव |
| দ্বিতীয়া | নব | नव |
| তৃতীয়া | নবভিঃ | नवभिः |
| চতুর্থী | নবভ্যঃ | नवभ्यः |
| পঞ্চমী | নবভ্যঃ | नवभ्यः |
| ষষ্ঠী | নবানাম্ | नवानाम् |
| সপ্তমী | নবসু | नवसु |
দশন্ (দশ) সংখ্যাবাচক শব্দরূপ
দশন্ (দশ) সংখ্যাবাচক শব্দ, নিত্য বহুবচনে তিন লিঙ্গে একই রূপে ব্যবহৃত হয়।
| বিভক্তি | তিন লিঙ্গে একই বহুবচন | देवनागरी हरफ |
| প্রথমা | দশ | दश |
| দ্বিতীয়া | দশ | दश |
| তৃতীয়া | দশভিঃ | दशभिः |
| চতুর্থী | দশভ্যঃ | दशभ्यः |
| পঞ্চমী | দশভ্যঃ | दशभ्यः |
| ষষ্ঠী | দশানাম্ | दशानाम् |
| সপ্তমী | দশসু | दशसु |
সংখ্যাবাচক শব্দ থেকে জিজ্ঞাস্য (FAQ)
উত্তর- সপ্তসু।
উত্তর- ষণ্ণাম্।
উত্তর- একেন।
উত্তর- ষট্ ঋতবঃ।
উত্তর- ত্রীনি পুস্তকানি।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈
