সংস্কৃত ধাতুরূপ জাগৃ

সংস্কৃত ধাতুরূপ জাগৃ বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ জাগৃ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। জাগৃ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য জাগৃ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ জাগৃ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

জাগৃ ধাতুরূপ

সংস্কৃত ধাতুরূপ জাগৃ এর কয়েকটি কথা।

ধাতুরূপজাগৃ
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থজেগে থাকা, To be awake

ধাতুরূপ জাগৃ (বাংলা হরফে)

জাগৃ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজাগর্তিজাগর্ষিজাগর্মি
দ্বিবচনজাগৃতঃজাগৃথঃজাগৃবঃ
বহুবচনজাগ্রতিজাগৃথজাগৃমঃ

লোট্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজাগর্তুজাগৃহিজাগরানি
দ্বিবচনজাগৃতাম্জাগৃতম্জাগরাব
বহুবচনজাগ্রতুজাগৃতজাগরাম

লঙ্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅজাগঃঅজাগঃঅজাগরম্
দ্বিবচনঅজাগৃতাম্অজাগৃতম্অজাগৃব
বহুবচনঅজাগরুঃঅজাগৃতঅজাগৃম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজাগৃয়াত্জাগৃয়াঃজাগৃয়াম্
দ্বিবচনজাগৃয়াতাম্জাগৃয়াতম্জাগৃয়াব
বহুবচনজাগৃয়ুঃজাগৃয়াতজাগৃয়াম

লৃট্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজাগরিষ্যতিজাগরিষ্যসিজাগরিষ্যামি
দ্বিবচনজাগরিষ্যতঃজাগরিষ্যথঃজাগরিষ্যাবঃ
বহুবচনজাগরিষ্যন্তিজাগরিষ্যথজাগরিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে জাগৃ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজজাগারজজাগরিথজজাগার
দ্বিবচনজজাগরতুঃজজাগরথুঃজজাগরিব
বহুবচনজজাগরুঃজজাগরজজাগরিম

धातुरूप जागृ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप जागृ

धातुरूप जागृ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप जागृ

लट् (Present Tense)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजागर्तिजागर्षिजागर्मि
वहुवचनजागृतःजागृथःजागृवः
द्विवचनजाग्रतिजागृथजागृमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजागर्तुजागृहिजागरानि
वहुवचनजागृताम्जागृतम्जागराव
द्विवचनजाग्रतुजागृतजागराम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअजागःअजागःअजागरम्
वहुवचनअजागृताम्अजागृतम्अजागृव
द्विवचनअजागरुःअजागृतअजागृम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजागृयात्जागृयाःजागृयाम्
वहुवचनजागृयाताम्जागृयातम्जागृयाव
द्विवचनजागृयुःजागृयातजागृयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजागरिष्यतिजागरिष्यसिजागरिष्यामि
वहुवचनजागरिष्यतःजागरिष्यथःजागरिष्यावः
द्विवचनजागरिष्यन्तिजागरिष्यथजागरिष्यमः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप जागृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजजागारजजागरिथजजागर
वहुवचनजजागरतुःजजागरथुःजजागरिव
द्विवचनजजागरुःजजागरजजागरिम
জাগৃ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) জাগৃ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- জাগৃহি।

2) জাগৃ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- জাগরিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – শোকে মহিলাটি কাঁদছে।

উত্তর- শোকাত্ রোদিতি নারী।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment