গদ্যকাব্য থেকে SAQ প্রশ্ন ও উত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় গদ্যকাব্য থেকে SAQ প্রশ্ন ও উত্তর। গদ্যকাব্যের মধ্য থেকে SEMESTER – 4 এ দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর ও 4 নম্বরের ব্যাখ্যামূলক উত্তর সংস্কৃত, বাংলা, ইংরেজী অথবা হিন্দি ভাষায় করতে হবে।

কাব্য দুই শ্রেণীতে বিভক্ত। যথা- শ্রব্যকাব্য ও দৃশ্যকাব্য। শ্রব্য কাব্যগুলির কতক গদ্যে, কতক আবার পদ্যে রচিত। সংস্কৃতে গদ্যকাব্য দুই শ্রেণীতে বিভক্ত— কথা এবং আখ্যায়িকা। ভামহ কথা ও আখ্যায়িকার পার্থক্য নির্দেশ করেছেন। তাঁর মতে আখ্যায়িকার নায়ক স্বীয় অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করবেন। এটা সরল গদ্যে রচিত হবে এবং ‘উচ্ছ্বাসে’ বিভক্ত হবে। কন্যাহরণ, যুদ্ধ, বিরহ প্রভৃতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত নায়ককে বিজয়ী করা হবে। আখ্যায়িকা সংস্কৃতেই রচিত হবে। ‘কথা’ সংস্কৃত বা অপভ্রংশে রচিত হতে পারে। কল্পিত কাহিনী অবলম্বনে এ রচিত হয় এবং নায়ক ব্যতীত, অপর কেউ এর বক্তা হবেন।

গ্রন্থগ্রন্থকার
দশকুমারচরিতদন্ডী
কাব্যাদর্শদন্ডী
বাসবদত্তাসুবন্ধু
হর্ষচরিতবাণভট্ট
কাদম্বরীবাণভট্ট
তিলকমঞ্জরীধনপাল
উদয়সুন্দরীকথাসোড্ঢল
সেকশুভোদয়হলায়ুধ

SAQ প্রশ্নোত্তর

গদ্যকাব্য থেকে SAQ প্রশ্ন ও উত্তর সমূহ দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 প্রতিটি প্রশ্নের মান 2 অনুসারে বিস্তারিতভাবে সিলেবাস অনুসারে আলোচিত হল।

(1) গদ্যকাব্য কাকে বলে ?
উত্তর :- গদ্যের স্বরূপ সম্বন্ধে দন্ডী বলেছেন, ”অপাদঃ পদসন্তানো গদ্যম্” অর্থাৎ পাদবিহীন ও অর্থসমন্বিত পদসন্নিবেশই গদ্য। গদ্য রচনাই হল কবিপ্রতিভার শ্রষ্ঠত্ব প্রমাণের মাপকাঠি। কারণ ”গদ্যং কবীনাং নিকষং বদন্তি”।

2) গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত ও কী কী ?
উত্তর :- দুই ভাগে বিভক্ত। যথা—

  • কথা ও
  • আখ্যায়িকা ।

3) গদ্যসাহিত্যের বিখ্যাত দুজন লেখকের নাম লেখ।
উত্তর :- গদ্যসাহিত্যের বিখ্যাত দুজন লেখকের নাম হল দন্ডী ও বাণভট্ট।

4) দন্ডীর পিতা-মাতার নাম লেখ।
উত্তর :- দন্ডীর পিতার নাম বীরদত্ত ও মাতার নাম গৌরী।

5) দন্ডী কোথাকার অধিবাসী ছিলেন? তিনি পালিত হন কাদের দ্বারা?
উত্তর :- দন্ডী কাঞ্চীর অধিবাসী ছিলেন। তিনি সরস্বতী ও শ্রুত দ্বারা পালিত হন।

6) দন্ডীর পৃষ্টপোষক রাজা কে ছিলেন? তিনি কোন্ সময়ের কবি?
উত্তর :- দন্ডী পল্লবরাজ নরসিংহবর্মণের পৃষ্টপোষক ছিলেন। তিনি খ্রীস্টীয় সপ্তম শতকের কবি।

7) দন্ডীর ‘ত্রয়ীরচনা’ কী ?
উত্তর :- দন্ডীর ‘ত্রয়ীরচনা’ হল “দশকুমারচরিত”, “কাব্যাদর্শ” ও “অবস্তীসুন্দরীকথা”।

8) ‘দশকুমারচরিত’ কোন্ শ্রেণির গদ্যকাব্য? এই কাব্যের নামকরণের কারণ কী?
উত্তর :- ‘দশকুমারচরিত’ আখ্যায়িকা শ্রেণির গদ্যকাব্য। দশজন কুমারের জীবনবৃত্তান্ত বর্ণিত আছে বলে ‘দশকুমারচরিত’ নামকরণ করা হয়েছে।

9) ‘দশকুমারচরিত’ এর নায়ক-নায়িকার নাম লেখ।
উত্তর :- ‘দশকুমারচরিত’ এর নায়ক— রাজবাহন, নায়িকা— অবন্তীসুন্দরী।

10) দন্ডীর কাব্যনৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি লেখ।
উত্তর :- দন্ডীর কাব্যনৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি হল, ‘দণ্ডিনঃ পদলালিত্যম’।

11) বাণভট্টের পৃষ্টপোষক রাজা কে ছিলেন? তিনি কোন্ সময়ের কবি?
উত্তর :- বাণভট্ট হর্ষবর্ধনের পৃষ্টপোষক ছিলেন। তিনি খ্রীস্টীয় সপ্তম শতকের কবি।

12) বাণভট্টের পিতা ও পিতামহের নাম কী ?
উত্তর :- বাণভট্টের পিতা চিত্রভানু এবং পিতামহ অর্থপতি।

13) বাণভট্ট কী কী গ্রন্থ রচনা করেন ?
উত্তর :- বাণভট্ট তিনটি গ্রন্থ রচনা করেন “হর্ষচরিত”, “কাদম্বরী” ও “চন্ডীশতক”।

14) বাণভট্ট কয়টি গদ্যকাব্য রচনা করেন? কি কি?
উত্তর :- বাণভট্ট দুটি গদ্যকাব্য রচনা করেন। “হর্ষচরিত” ও “কাদম্বরী”।

15) “কাদম্বরী” কোন্ শ্রেণীর কাব্য? এই কাব্যের উৎস কি?
উত্তর :- “কাদম্বরী” কথা শ্রেণীর গদ্যকাব্য। এই কাব্যের উৎস গুণাঢ্য রচিত ‘বৃহৎকথা’।

16) ‘কাদম্বরী’ শব্দের অর্থ কী? এই কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর :- ‘কাদম্বরী’ শব্দের অর্থ ‘সুরা’। এই কাব্যের বিষয়বস্তু চন্দ্রাপীড় ও কাদম্বরীর প্রেমকাহিনী’।

17) ‘কাদম্বরী’র কয়টি ভাগ? কি কি?
উত্তর :- ‘কাদম্বরী’র দুটি ভাগ। পূর্বভাগ ও উত্তরভাগ।

18) ‘কাদম্বরী’র উত্তরভাগ কে রচনা করেন?
উত্তর :- ‘কাদম্বরী’র উত্তরভাগ বাণভট্টের পুত্র ভূষণভট্ট বা পুলিন্দ রচনা করেন।

19) গদ্যকাব্যটির নাম ‘কাদম্বরী’ হল কেন?
উত্তর :- ‘কাদম্বরী’ শব্দের অর্থ ‘সুরা’। সুরার মাদকতায় মানুষ আনন্দে বিভোর হয়। কাদম্বরীর রসামৃত পান করে পাঠক সমাজ আনন্দে আত্মহারা হয়। আহারে রুচি থাকে না। তাই গদ্যকাব্যটির নাম ‘কাদম্বরী’।

20) “হর্ষচরিত” কোন্ শ্রেণীর গদ্যকাব্য? এই কাব্যে কয়টি উচ্ছ্বাস আছে?
উত্তর :- “হর্ষচরিত” আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। এই কাব্যে আটটি উচ্ছ্বাস আছে।

21) “হর্ষচরিত” কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর :- পুষ্যভূতি বংশের কাহিনী নিয়ে “হর্ষচরিত” কাব্যটি রচিত।

22) একটি ঐতিহাসিক গদ্যকাব্যের নাম লেখ। “হর্ষচরিত” কাব্যে কোন্ সম্রাটের বর্ণনা আছে?
উত্তর :- একটি ঐতিহাসিক গদ্যকাব্যের নাম হল বাণভট্ট রচিত “হর্ষচরিত”। এই কাব্যে প্রসিদ্ধ সম্রাট হর্ষবর্ধনের বর্ণনা আছে।

23) কবি বাণভট্ট সম্বন্ধে কোন্ প্রবাদ প্রচলিত আছে?
উত্তর :- কবি বাণভট্ট সম্বন্ধে “বাণোচ্ছিষ্টং জগৎ সর্বম্” প্রবাদ প্রচলিত আছে।

অনুরূপ পাঠ

গদ্যকাব্য থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

Leave a Comment