সংস্কৃত ধাতুরূপ স্মৃ

সংস্কৃত ধাতুরূপ স্মৃ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ স্মৃ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। স্মৃ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য স্মৃ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ স্মৃ বিষয়ে উপস্থাপন। ji dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপস্মৃ
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থস্মরণ করা, To remember

ধাতুরূপ স্মৃ

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু স্মৃ। যার অর্থ স্মরণ করা ।

জি ধাতু (বাংলা হরফে)

স্মৃ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্মৃ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে স্মৃ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্মরতিস্মরসিস্মরামি
দ্বিবচনস্মরতঃস্মরথঃস্মরাবঃ
বহুবচনস্মরন্তিস্মরথস্মরামঃ

লোট্ লকার

বাংলা হরফে স্মৃ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্মরতুস্মরস্মরানি
দ্বিবচনস্মরতাম্স্মরতম্স্মরাব
বহুবচনস্মরন্তুস্মরতস্মরাম

লঙ্ লকার

বাংলা হরফে স্মৃ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅস্মরৎঅস্মরঃঅস্মরম্
দ্বিবচনঅস্মরতাম্অস্মরতম্অস্মরাব
বহুবচনঅস্মরন্অস্মরতঅস্মরাম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্মৃ। বাংলা হরফে স্মৃ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্মরেৎস্মরেঃস্মরেয়ম্
দ্বিবচনস্মরেতাম্স্মরেতম্স্মরেব
বহুবচনস্মরেয়ুঃস্মরেতস্মরেম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্মৃ। বাংলা হরফে স্মৃ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যৎ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনস্মরিষ্যতিস্মরিষ্যসিস্মরিষ্যামি
দ্বিবচনস্মরিষ্যতঃস্মরিষ্যথঃস্মরিষ্যাবঃ
বহুবচনস্মরিষ্যন্তিস্মরিষ্যথস্মরিষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ স্মৃ। বাংলা হরফে স্মৃ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনসস্মারসস্মর্থসস্মার, সস্মর
দ্বিবচনসস্মরতুঃসস্মরথুঃসস্মরিব
বহুবচনসস্মরুঃসস্মরসস্মরিম

धातुरूप स्मृ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप स्मृ

लट् (Present Tense)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्मरतिस्मरसिस्मरामि
वहुवचनस्मरतःस्मरथःस्मरावः
द्विवचनस्मरन्तिस्मरथस्मरामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्मरतुस्मरस्मरानि
वहुवचनस्मरताम्स्मरतम्स्मराव
द्विवचनस्मरन्तुस्मरतस्मराम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअस्मरत्अस्मरःअस्मरम्
वहुवचनअस्मरताम्अस्मरतम्अस्मराव
द्विवचनअस्मरन्अस्मरतअस्मराम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्मरेत्स्मरेःस्मरेयम्
वहुवचनस्मरेताम्स्मरेतम्स्मरेव
द्विवचनस्मरेयुःस्मरेतस्मरेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनस्मरिष्यतिस्मरिष्यसिस्मरिष्यामि
वहुवचनस्मरिष्यतःस्मरिष्यथःस्मरिष्यावः
द्विवचनस्मरिष्यन्तिस्मरिष्यथस्मरिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप स्मृ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनसस्मारसस्मर्थसस्मार, सस्मर
वहुवचनसस्मरतुःसस्मरथुःसस्मरिव
द्विवचनसस्मरुःसस्मरसस्मरिम
স্মৃ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)মানুষ সাধারণত সমৃদ্ধিতে ঈশ্বরকে ভুলে যায়।

উত্তর- সম্পদি নরাঃ প্রায়েণ ঈশ্বরং বিস্মরন্তি।

2) রাজা তার শত্রুদের পরাজিত করেন।

উত্তর- রাজা অরীন্ পরাজয়তে।

3) আমি এখন দুধ খাব না।

উত্তর- অহং ইদানীং দুগ্ধং ন পাস্যামি।

স্মৃ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) স্মৃ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- স্মর

2) স্মৃ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- স্মরিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন।

উত্তর- ভীমঃ দুঃশাসনস্য রক্তং অপিবত্।

4) স্মৃ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অস্মরঃ

5) স্মৃ ধাতুর লট্ লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- স্মরন্তি

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

Leave a Comment