সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্

সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। প্রচ্ছ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য প্রচ্ছ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্ বিষয়ে উপস্থাপন। Prachh dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপপ্রচ্ছ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগতুদাদিগণীয়
অর্থজিজ্ঞাসা করা, To ask

ধাতুরূপ প্রচ্ছ্

তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু প্রচ্ছ্ । যার অর্থ জিজ্ঞাসা করা।

ধাতুরূপ প্রচ্ছ্ (বাংলা হরফে)

প্রচ্ছ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

প্রচ্ছ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় পৃচ্ছ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপৃচ্ছতিপৃচ্ছসিপৃচ্ছামি
দ্বিবচনপৃচ্ছতঃপৃচ্ছথঃপৃচ্ছাবঃ
বহুবচনপৃচ্ছন্তিপৃচ্ছথপৃচ্ছাবঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্ । বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপৃচ্ছতুপৃচ্ছপৃচ্ছানি
দ্বিবচনপৃচ্ছতাম্পৃচ্ছতম্পৃচ্ছাব
বহুবচনপৃচ্ছন্তুপৃচ্ছতপৃচ্ছম

লঙ্ লকার

বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅপৃচ্ছৎঅপৃচ্ছঃঅপৃচ্ছম্
দ্বিবচনঅপৃচ্ছতাম্অপৃচ্ছতম্অপৃচ্ছাব
বহুবচনঅপৃচ্ছন্অপৃচ্ছতঅপৃচ্ছাম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ প্রচ্ছ্ । বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপৃচ্ছেৎপৃচ্ছেঃপৃচ্ছেয়ম্
দ্বিবচনপৃচ্ছেতাম্পৃচ্ছেতম্পৃচ্ছেব
বহুবচনপৃচ্ছেয়ুঃপৃচ্ছেতপৃচ্ছেম

লৃট্ লকার

বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপ্রক্ষ্যতিপ্রক্ষ্যসিপ্রক্ষ্যামি
দ্বিবচনপ্রক্ষ্যতঃপ্রক্ষ্যথঃপ্রক্ষ্যাবঃ
বহুবচনপ্রক্ষ্যন্তিপ্রক্ষ্যথপ্রক্ষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে প্রচ্ছ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপপ্রচ্ছপপ্রচ্ছিথপপ্রচ্ছ
দ্বিবচনপপ্রচ্ছতুঃপপ্রচ্ছথুঃপপ্রচ্ছিব
বহুবচনপপ্রচ্ছুঃপপ্রচ্ছপপ্রচ্ছিম

धातुरूप प्रच्छ् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप प्रच्छ्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप प्रच्छ्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपृच्छतिपृच्छसिपृच्छामि
वहुवचनपृच्छतःपृच्छथःपृच्छावः
द्विवचनपृच्छन्तिपृच्छथपृच्छामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप प्रच्छ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपृच्छतुपृच्छपृच्छानि
वहुवचनपृच्छताम्पृच्छतम्पृच्छाव
द्विवचनपृच्छन्तुपृच्छतपृच्छाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप प्रच्छ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअपृच्छत्अपृच्छःअपृच्छम्
वहुवचनअपृच्छताम्अपृच्छतम्अपृच्छाव
द्विवचनअपृच्छन्अपृच्छतअपृच्छाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप प्रच्छ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपृच्छेत्पृच्छेःपृच्छेयम्
वहुवचनपृच्छेताम्पृच्छेतम्पृच्छेव
द्विवचनपृच्छेयुःपृच्छेतपृच्छेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप प्रच्छ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनप्रक्ष्यतिप्रक्ष्यसिप्रक्ष्यामि
वहुवचनप्रक्ष्यतःप्रक्ष्यथःप्रक्ष्यावः
द्विवचनप्रक्ष्यन्तिप्रक्ष्यथप्रक्ष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप प्रच्छ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपप्रच्छपप्रच्छिथपप्रच्छ
वहुवचनपप्रच्छतुःपप्रच्छथुःपप्रच्छिव
द्विवचनपप्रच्छुःपप्रच्छपप्रच्छिम
প্রচ্ছ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে।

উত্তর- পিতা পুত্রং পৃচ্ছতি।

2) তুমি মাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছ।

উত্তর- ত্বং মাতরং সবিনয়ং পৃচ্ছসি।

3) আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম।

উত্তর- অহং ত্বাং অপৃচ্ছম্।

প্রচ্ছ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) ইষ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- প্রচ্ছ।

2) ইষ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- প্রক্ষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – শিক্ষকগণ তোমাকে জিজ্ঞাসা করবেন।

উত্তর- শিক্ষকাঃ ত্বাং প্রক্ষ্যন্তি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment