সংস্কৃত শব্দরূপ অদস্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ অদস্ । অদস্ শব্দ একটি সর্বনাম শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অদস্ শব্দ সর্বনাম শব্দ। যে সব শব্দ সকলপ্রকার বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের সর্বনাম পদ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য সর্বনাম শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

অদস্ শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ অদস্ শব্দের শব্দ ও লিঙ্গ বিভাগ এবং অর্থ

শব্দঅদস্
শব্দ বিভাগসর্বনাম
লিঙ্গ বিভাগতিন লিঙ্গেই ব্যবহৃত
অর্থঐ, উনি, উহা

সংস্কৃত শব্দরূপ অদস্ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ অদস্ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে অদস্ শব্দের রূপ

অদস্ শব্দরূপ (বাংলা হরফে) – পুংলিঙ্গ

অদস্ শব্দরূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅসৌঅমূঅমী
দ্বিতীয়াঅমূম্অমূঅমূন্
তৃতীয়াঅমূনাঅমূভ্যাম্অমীভিঃ
চতুর্থীঅমূষ্মৈঅমূভ্যাম্অমীভ্যঃ
পঞ্চমীঅমূষ্মাৎঅমূভ্যাম্অমীভ্যঃ
ষষ্ঠীঅমূষ্যঅমূয়োঃঅমীষাম্
সপ্তমীঅমূষ্মিন্অমূয়োঃঅমীষু

অদস্ শব্দরূপ (বাংলা হরফে) – স্ত্রীলিঙ্গ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅসৌঅমূঅমূঃ
দ্বিতীয়াঅমূম্অমূঅমূঃ
তৃতীয়াঅমূয়াঅমূভ্যাম্অমূভিঃ
চতুর্থীঅমূষ্যৈঅমূভ্যাম্অমূভ্যঃ
পঞ্চমীঅমূষ্যাঃঅমূভ্যাম্অমূভ্যঃ
ষষ্ঠীঅমূষ্যাঃঅমূয়োঃঅমূষাম্
সপ্তমীঅমূষ্যাম্অমূয়োঃঅমূষু

অদস্ শব্দরূপ (বাংলা হরফে) – ক্লীবলিঙ্গ

অদস্ শব্দরূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅদঃঅমূঅমূনি
দ্বিতীয়াঅদঃঅমূঅমূনি
তৃতীয়াঅমূনাঅমূভ্যাম্অমীভিঃ
চতুর্থীঅমূষ্মৈঅমূভ্যাম্অমীভ্যঃ
পঞ্চমীঅমূষ্মাৎঅমূভ্যাম্অমীভ্যঃ
ষষ্ঠীঅমূষ্যঅমূয়োঃঅমীষাম্
সপ্তমীঅমূষ্মিন্অমূয়োঃঅমীষু

अदस् शव्दरूप (देवनागरी हरफ)

पुंलिङ्गे, स्त्रीलिङ्गे क्लीवलिङ्गे च अदस् शव्दस्य रूपः

अदस् शव्दरूप (देवनागरी हरफ) – पुंलिङ्ग

अदस् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाअसौअमूअमी
द्वतीयाअमूम्अमूअमून्
तृतीयाअमूनाअमूभ्याम्अमूभिः
चतुर्थीअमूष्मैअमूभ्याम्अमूभ्यः
पञचमीअमूष्मात्अमूभ्याम्अमूभ्यः
षष्ठीअमूष्यअमूयोःअमीषाम्
सप्तमीअमूष्मिन्अमूयोःअमीषु

अदस् शव्दरूप (देवनागरी हरफ) – स्त्रीलिङ्ग

अदस् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाअसौअमूअमूः
द्वतीयाअमूम्अमूअमूः
तृतीयाअमूयाअमूभ्याम्अमूभिः
चतुर्थीअमूष्यैअमूभ्याम्अमूभ्यः
पञचमीअमूष्याःअमूभ्याम्अमूभ्यः
षष्ठीअमूष्याःअमूयोःअमूषाम्
सप्तमीअमूष्याम्अमूयोःअमूषु

अदस् शव्दरूप (देवनागरी हरफ) – क्लीवलिङ्ग

अदस् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाअदःअमूअमूनि
द्वतीयाअदःअमूअमूनि
तृतीयाअमूनाअमूभ्याम्अमूभिः
चतुर्थीअमूष्मैअमूभ्याम्अमूभ्यः
पञचमीअमूष्मात्अमूभ्याम्अमूभ्यः
षष्ठीअमूष्यअमूयोःअमीषाम्
सप्तमीअमूष्मिन्अमूयोःअमीषु
অদস্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1.ঐ বালিকারা খেলছে।

উত্তর- অমূঃ বালিকাঃ ক্রীড়ন্তি।

2. ঐ মিষ্ট ফলগুলি।

উত্তর- অমূনি মধুরানি ফলানি।

3. উনার (স্ত্রী) নতুন বইগুলি।

উত্তর- অমূষ্যাঃ নূতনানি পুস্তকানি।

4. ঐ লোকটি।

উত্তর- অসৌ নরঃ।

অদস্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) অদস্ (স্ত্রী) শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- অমূষু।

2) অদস্ (পুং) শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর- অমীষাম্।

3) অদস্ (ক্লী) শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর- অমূনা।

4) সংস্কৃতে অনুবাদ করো – ঐ ফুলগুলি লাল।

উত্তর- অমূনি পুষ্পানি লোহিতানি।
ধন্যবাদ

উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশান 2024তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🙏🙏🙏। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment