সংস্কৃত শব্দরূপ এতদ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ এতদ্ । এতদ্ শব্দ একটি সর্বনাম শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে। एतद् शव्दरूप

এতদ্ শব্দ সর্বনাম শব্দ। যে সব শব্দ সকলপ্রকার বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের সর্বনাম পদ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য সর্বনাম শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

এতদ্ শব্দ

ইদম্ শব্দ নিকটবর্তী ব্যক্তি বা বস্তু বোঝাতে, এতদ্ শব্দ অতি নিকটবর্তী ব্যক্তি বা বস্তু বোঝাতে প্রয়োগ করা হয়।

শব্দরূপএতদ্
শব্দভেদসর্বনাম
লিঙ্গভেদতিন লিঙ্গেই ব্যবহৃত
অর্থএই, ইনি, ইহা

সংস্কৃত শব্দরূপ এতদ্ (বাংলা হরফে) – পুংলিঙ্গ

সংস্কৃত শব্দরূপ এতদ্ শব্দের সম্বোধন পদ হয় না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাএষঃএতৌএতে
দ্বিতীয়াএতম্, এনম্এতৌ, এনৌএতান্, এনান্
তৃতীয়াএতেন, এনেনএতাভ্যাম্এতৈঃ
চতুর্থীএতস্মৈএতাভ্যাম্এতেভ্যঃ
পঞ্চমীএতস্মাৎএতাভ্যাম্এতেভ্যঃ
ষষ্ঠীএতস্যএতয়োঃ, এনয়োঃএতেষাম্
সপ্তমীএতস্মিন্এতয়োঃ, এনয়োঃএতেষু

এতদ্ শব্দরূপ (বাংলা হরফে) – স্ত্রীলিঙ্গ

সংস্কৃত শব্দরূপ এতদ্ বাংলা লিপিতে।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাএষাএতেএতাঃ
দ্বিতীয়াএতাম্, এনাম্এতে, এনেএতাঃ, এনাঃ
তৃতীয়াএতয়া, এনয়াএতাভ্যাম্এতাভিঃ
চতুর্থীএতস্যৈএতাভ্যাম্এতাভ্যঃ
পঞ্চমীএতস্যাঃএতাভ্যাম্এতাভ্যঃ
ষষ্ঠীএতস্যাঃএতয়োঃ, এনয়োঃএতাসাম্
সপ্তমীএতস্যাম্এতয়োঃ, এনয়োঃএতাসু

এতদ্ শব্দরূপ (বাংলা হরফে) – ক্লীবলিঙ্গ

সংস্কৃত শব্দরূপ এতদ্ শব্দের সম্বোধন পদ হয় না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাএতত্এতেএতানি
দ্বিতীয়াএতত্, এনত্এতে, এনেএতানি, এনানি
তৃতীয়াএতেন, এনেনএতাভ্যাম্এতৈঃ
চতুর্থীএতস্মৈএতাভ্যাম্এতেভ্যঃ
পঞ্চমীএতস্মাৎএতাভ্যাম্এতেভ্যঃ
ষষ্ঠীএতস্যএতয়োঃ, এনয়োঃএতেষাম্
সপ্তমীএতস্মিন্এতয়োঃ, এনয়োঃএতেষু

एतद् शव्दरूप (देवनागरी हरफ) – पुंलिङ्ग

সংস্কৃত শব্দরূপ এতদ্ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाएषःएतौएते
द्वतीयाएतम्, एनम्एतौ, एनौएतान्, एनान्
तृतीयाएतेन, एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञचमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः, एनयोःएतेषाम्
सप्तमीएतस्मिन्एतयोः, एनयोःएतेषु

एतद् शव्दरूप (देवनागरी हरफ) -स्त्रीलिङ्ग

एतद् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाएषाएतेएताः
द्वतीयाएताम्, एनाम्एते, एनेएताः, एनाः
तृतीयाएतया, एनयाएताभ्याम्एताभिः
चतुर्थीएतस्यैएताभ्याम्एताभ्यः
पञचमीएतस्याःएताभ्याम्एताभ्यः
षष्ठीएतस्याःएतयोः, एनयोःएतासाम्
सप्तमीएतस्याम्एतयोः, एनयोःएतासु

एतद् शव्दरूप (देवनागरी हरफ) – क्लीवलिङ्ग

एतद् शव्दरूप

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाएतत्एतेएतानि
द्वतीयाएतत्, एनत्एते, एनेएतानि, एनानि
तृतीयाएतेन, एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञचमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः
षष्ठीएतस्यएतयोः, एनयोःएतेषाम्
सप्तमीएतस्मिन्एतयोः, एनयोःएतेषु
এতদ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1.এই বালিকারা খেলছে।

উত্তর- এতাঃ বালিকাঃ ক্রীড়ন্তি।

2. এ (পুং) পড়ছে।

উত্তর- এষঃ পঠতি।

3. এই মিষ্ট ফলগুলি।

উত্তর- এতানি মধুরানি ফলানি।

4. ইহা আমার ডান হাত।

উত্তর- এষঃ মম দক্ষিণঃ হস্তঃ।

5.এর (স্ত্রী) নতুন বইগুলি।

উত্তর- এতস্যাঃ নূতনানি পুস্তকানি।

এতদ্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) এতদ্ (স্ত্রী) শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- এতাসু।

2) সংস্কৃতে অনুবাদ করো – ইঁহার কৃপাতে।

উত্তর- এতস্য (পুং) কৃপায়াম্ ।

3) এতদ্ (পুং) শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর- এতেষাম্।

4) এতদ্ (ক্লী) শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর- এতেন, এনেন।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment