সংস্কৃত ধাতুরূপ জি

সংস্কৃত ধাতুরূপ জি বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ জি বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। জি ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য জি ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ জি বিষয়ে উপস্থাপন। ji dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপজি
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থজয় করা, To conquer

ধাতুরূপ জি

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু জি। যার অর্থ জয় করা ।

জি ধাতু (বাংলা হরফে)

জি ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

সংস্কৃত ধাতুরূপ জি। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে জি ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজয়তিজয়সিজয়ামি
দ্বিবচনজয়তঃজয়থঃজয়াবঃ
বহুবচনজয়ন্তিজয়থজয়ামঃ

লোট্ লকার

বাংলা হরফে জি ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজয়তুজয়জয়ানি
দ্বিবচনজয়তাম্জয়তম্জয়াব
বহুবচনজয়ন্তুজয়তজয়াম

লঙ্ লকার

বাংলা হরফে জি ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅজয়ৎঅজয়ঃঅজয়ম্
দ্বিবচনঅজয়তাম্অজয়তম্অজয়াব
বহুবচনঅজয়ন্অজয়তঅজয়াম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ জি। বাংলা হরফে জি ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজয়েৎজয়েঃজয়েয়ম্
দ্বিবচনজয়েতাম্জয়েতম্জয়েব
বহুবচনজয়েয়ুঃজয়েতজয়েম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ জি। বাংলা হরফে জি ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যৎ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজেষ্যতিজেষ্যসিজেষ্যামি
দ্বিবচনজেষ্যতঃজেষ্যথঃজেষ্যাবঃ
বহুবচনজেষ্যন্তিজেষ্যথজেষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ জি। বাংলা হরফে জি ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনজিগায়জিগয়িথ, জিগেথজিগায়
দ্বিবচনজিগ্যতুঃজিগ্যথুঃজিগ্যিব
বহুবচনজিগ্যুঃজিগ্যজিগ্যিম

धातुरूप जि (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप जि

लट् (Present Tense)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजयतिजयसिजयामि
वहुवचनजयतःजयथःजयावः
द्विवचनजयन्तिजयथजयामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजयतुजयजयानि
वहुवचनजयताम्जयतम्जयाव
द्विवचनजयन्तुजयतजयाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअजयत्अजयःअजयम्
वहुवचनअजयताम्अजयतम्अजयाव
द्विवचनअजयन्अजयतअजयाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजयेत्जयेःजयेयम्
वहुवचनजयेताम्जयेतम्जयेव
द्विवचनजयेयुःजयेतजयेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजेष्यतिजेष्यसिजेष्यामि
वहुवचनजेष्यतःजेष्यथःजेष्यावः
द्विवचनजेष्यन्तिजेष्यथजेष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप जि

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनजिगायजिगयिथ, जिगेथजिगाय
वहुवचनजिग्यतुःजिग्यथुःजिग्यिव
द्विवचनजिग्युःजिग्यजिग्यिम
জি ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)পুণ্যবানরা সর্বত্র বিজয়ী হয়।

উত্তর- ধার্মিকাঃ সর্বত্র বিজয়ন্তে।

2) রাজা তার শত্রুদের পরাজিত করেন।

উত্তর- রাজা অরীন্ পরাজয়তে।

3) আমি এখন দুধ খাব না।

উত্তর- অহং ইদানীং দুগ্ধং ন পাস্যামি।

জি ধাতু থেকে জিজ্ঞাস্য
1) জি ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- জয়

2) জি ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- জেষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন।

উত্তর- ভীমঃ দুঃশাসনস্য রক্তং অপিবত্।

4) জি ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অজয়ঃ

5) জি ধাতুর লট্ লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- জয়ন্তি

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment