সংস্কৃত শব্দরূপ কবি

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ কবি । কবি শব্দ একটি ই-কারান্ত শব্দ। সংস্কৃত শব্দরূপ কবি বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। কবি শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কবি শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। শব্দরূপটি একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ কবি বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। কবি শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপকবি
শব্দভেদই-কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থকবিতা রচয়িতা,

সংস্কৃত শব্দরূপ কবি

কবি শব্দরূপ অনুশীলন করলে ই-কারান্ত সমস্ত পুংলিঙ্গ শব্দগুলি কন্ঠস্থ থাকবে।

কবি শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ কবি বাংলা হরফে দেওয়া হল ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাকবিঃকবীকবয়ঃ
দ্বিতীয়াকবিম্কবীকবীন্
তৃতীয়া কবিনাকবিভ্যাম্কবিভিঃ
চতুর্থীকবয়েকবিভ্যাম্কবিভ্যঃ
পঞ্চমীকবেঃকবিভ্যাম্কবিভ্যঃ
ষষ্ঠীকবেঃকব্যোঃকবীনাম্
সপ্তমীকবৌকব্যোঃকবিষু
সম্বোধন কবেকবীকবয়ঃ

কবি শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ কবি শব্দের রূপ দেবনাগরী হরফে।

बिभक्तिएकबचनद्बिबचनबहुबचन
प्रथमाकविःकवीकवयः
द्बितीय़ाकविम्कवीकवीन्
तृतीय़ाकविनाकविभ्याम्कविभिः
चतुर्थीकवयेकविभ्याम्कविभ्यः
पञ्चमीकवेःकविभ्याम्कविभ्यः
षष्ठीकवेःकव्योःकवीनाम्
सप्तमीकवौकव्योःकविषु
सम्बोघनकवेकवीकवयः

কবি শব্দরূপএর অর্থ

কবি শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থ দেওয়া হল।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাকবিঃ
একজন কবি
কবী
দুইজন কবি
কবয়ঃ
কবিগণ
দ্বিতীয়াকবিম্
একজন কবিকে
কবী
দুইজন কবিকে
কবীন্
ঋষিগণকে
তৃতীয়া কবিনা
একজন কবি দ্বারা
কবিভ্যাম্
দুইজন কবি দ্বারা
কবিভিঃ
কবিগণের দ্বারা
চতুর্থীকবয়ে
একজন কবির জন্য
কবিভ্যাম্
দুইজন কবির জন্য
কবিভ্যঃ
কবিগণের জন্য
পঞ্চমীকবেঃ
একজন কবি হতে
কবিভ্যাম্
দুইজন কবি হতে
কবিভ্যঃ
কবিগণ হতে
ষষ্ঠীকবেঃ
একজন কবির
কব্যোঃ
দুইজন কবির
কবীনাম্
কবিগণের
সপ্তমীকবৌ
একজন কবিতে
কব্যোঃ
দুইজন কবিতে
কবিষু
কবি সমূহে
সম্বোধন কবে
হে ঋষি
কবী
হে কবি দুইজন
কবয়ঃ
হে কবিগণ

কবি শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

কবি শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে। এখানে কবি শব্দের অনুরূপ শব্দগুলির অর্থসহ নিম্নে দেওয়া হল।

শব্দঅর্থ
মুনিঋষি
কপিবানর
নরপতিরাজা
ভুপতিরাজা
মহীপতিরাজা
সেনাপতিসেনা অধিনায়ক
রবিসূর্য
পাণিহাত
অসিতরবারি
অগ্নিআগুন
গিরিপর্বত
অদ্রিপর্বত
সারথিরথ চালক
অলিভ্রমর
রশ্মিকিরণ
অতিথিঅভ্যাগত
ঋষি মুনি
অহিসাপ
অরিশত্রু

কবি শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) কালিদাস শ্রেষ্ঠ কবি।

উত্তর- কালিদাসঃ শ্রেষ্ঠঃ কবিঃ।

2) মুনিদের আশ্রম ।

উত্তর- মুনীনাং আশ্রমঃ ।

3) রবির কিরণ দ্বারা।

উত্তর- রবেঃ কিরণেন ।

4) একজন বিখ্যাত কবি।

উত্তর- একঃ শ্রেষ্ঠঃ কবিঃ ।

5) একজন মুনির।

উত্তর- মুনেঃ।

কবি শব্দ হতে জিজ্ঞাস্য

1) কবি শব্দের ষষ্ঠীর বহুবচন?

উত্তর- কবীনাম্ ।

2) কবি শব্দের দ্বিতীয়ার বহুবচন?

উত্তর- কবীন্ ।

3) কবি শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও?

উত্তর- মুনি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment