দ্রুতবিলম্বিতম্ ছন্দ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় দ্রুতবিলম্বিতম্ ছন্দ । এখানে দ্রুতবিলম্বিতম্ ছন্দের লক্ষণ ও উদাহরণ সহ বাংলা ও সংষ্কৃত ভাষায় আলোচনা করা হয়েছে। সংস্কৃত দ্রুতবিলম্বিতম্ ছন্দ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। द्रुतविलम्वितम् छन्द। Bankura University এর Major Course এবং Minor Stream এর Syllabus অনুসারে বাংলা ভাষায় ও দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় আলোচিত হয়েছে।

ছন্দ শব্দের অন্যতম অর্থ বেদ। লৌকিক ছন্দগুলির মূল বৈদিক ছন্দ। আচার্য গঙ্গাদাস প্রণীত “ছন্দোমঞ্জরী” গ্রন্থে প্রত্যেক ছন্দের লক্ষণই সেই বিশেষ ছন্দে রচিত। তাই ঐ লক্ষণকেই ছন্দের উদাহরণও ধরা হয়। নিচের টেবিলে দ্রুতবিলম্বিতম্ ছন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

ছন্দদ্রুতবিলম্বিতম্
বৃত্ত সমবৃত্ত ছন্দ
অক্ষর সংখ্যাবারোটি
গণন, ভ, ভ, এবং র-গণ
গণের চিহ্নv v v / – v v / – v v / – v –
ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণদ্রুতবিলম্বিতমাহ নভৌ ভরৌ

দ্রুতবিলম্বিতম্ ছন্দের লক্ষণ

দ্রুতবিলম্বিতম্ একটি সমবৃত্ত ছন্দ। এই ছন্দে প্রতি চরণে বারোটি করে অক্ষর (স্বরবর্ণ) থাকে। এতে প্রতি চরণের অন্তে যতি থাকে। দ্রুতবিলম্বিতম্ ছন্দের লক্ষণ নির্দেশ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তাঁর ছন্দোমঞ্জরীতে বলেছেন—

“দ্রুতবিলম্বিতমাহ নভৌ ভরৌ।”

অর্থাৎ, যে ছন্দে রচিত পদ্যের প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে— ন-গণ, ভ-গণ, ভ-গণ, এবং র-গণ থাকে সেই ছন্দকে দ্রুতবিলম্বিতম্ ছন্দ বলা হয়।

দ্রুতবিলম্বিতম্ ছন্দের উদাহরণ

মহাকবি কালিদাসের “অভিজ্ঞানশকুন্তলম্” এর অনেক শ্লোক দ্রুতবিলম্বিতম্ ছন্দে রচিত। তার মধ্যে একটি হল দ্বতীয় অংকের শ্লোক—

ন / ভ / ভ / র

v v v / – v v / – v v / – v –

অভিমু/ খে ময়ি/সং হৃত/মীক্ষিতং
হসিতমন্যনিমিত্তকৃতোদয়ম্।
বিনয়বারিতবৃত্তিরতস্তয়া
ন বিবৃতো মদনো ন চ সংবৃত্তঃ।।

উল্লিখিত পদ্যের প্রত্যেকটি চরণে ন, ভ, ভ, এবং র-গণে বারোটি অক্ষর আছে। তাই এটি একটি দ্রুতবিলম্বিতম্ ছন্দে রচিত পদ্য। এখানে একটি চরণ ভেঙে দেখানো হয়েছে।

ব্যাখ্যা :— উল্লিখিত পদ্যের চরণগুলি বিশ্লেষণ করলে “ত্রিলঘুশ্চ নকারো” নিয়মে ন-গণ, “ভাদিগুরুঃ” নিয়মে পর পর দুটি ভ-গণ এবং “রলমধ্যঃ” নিয়মে র-গণ হয়েছে। তাই লক্ষণ অনুযায়ী এখানে দ্রুতবিলম্বিতম্ ছন্দ হয়েছে।

द्रुतविलम्वितम् छन्द

संस्कृत साहित्यजगति ‘द्रुतविलम्वितम्’ छन्दसः प्रचुरं प्रयोगं दृश्यते। एवञ्च छन्दः अत्यन्तं लोकप्रसिद्ध विद्यते। कालिदासादयः ‘द्रुतविलम्वितम्’ छन्दसा एव वहुनि पद्यानि रचितन्तः ।

लक्षणम् – आचार्येन गङ्गादासेन विरचितः ‘छन्दोमञ्जरी’ ग्रन्थे द्वाद‌शाक्षरम् ‘द्रुतविलम्वितम्’ नाम वृत्तम् अस्ति। अस्य छन्दसः लक्षणविषये आचार्य गङ्गादासेन उक्तम्-‘द्रुतविलम्वितमाह नभौ भरौ।’ अर्थात् यस्मिन् छन्दसि ‘न, भ, भ, र’ गणाः विद्यन्ते । तत्र ‘द्रुतविलम्वितम्’ नाम छन्दः भवतिः।

यति – अस्य छन्द‌सि प्रति चरणस्य अन्ते यति विद्यते ।

लघु-गुरु चिह्नम् – ‘v’ , ‘-‘

उदाहरणम्:-

न / भ / भ / र

v v v / – v v / – v v / – v –

अभिमु / खे मयि / संहत / मीक्षितं
हसितमन्यनिमित्तकृतोदयम् ।
विनयवारितवृत्तिरतस्तया
न विवृतो मदनो न च संवृतः ॥

व्याख्यानम् – उक्त चरणं विश्लेषणेन ‘त्रिलघुश्च नकारः’ अनेन नियमेन ‘न’ गणः, ततः ‘भादिगुरुः’ अनेन नियमेन ‘भ’ गणः, ततः पुनः अनेन नियमेन ‘भ’ गणः, ततः ‘रलमध्यः’ अनेन नियमेन ‘र’ गणः प्राप्त्यते। अतएव अत्र ‘द्रुतविलम्वितम्’ छन्दः इति विद्यते।

ধন্যবাদ

সংস্কৃত ছন্দ অধ্যয়ন করতে আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK

Leave a Comment