সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ । শ্রীমৎ শব্দ একটি ত্-কারান্ত শব্দ। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শ্রীমৎ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ শব্দের লিঙ্গ ও অর্থ।

শব্দরূপশ্রীমৎ
শব্দভেদত্ -কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থসুন্দর, সম্পদ, শ্রী

শ্রীমৎ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ শব্দের বাংলা হরফে রূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাশ্রীমান্শ্রীমন্তৌশ্রীমন্তঃ
দ্বিতীয়াশ্রীমন্তম্শ্রীমন্তৌশ্রীমতঃ
তৃতীয়াশ্রীমতাশ্রীমদ্ভ্যাম্শ্রীমদ্ভিঃ
চতুর্থীশ্রীমতেশ্রীমদ্ভ্যাম্শ্রীমদ্ভ্যঃ
পঞ্চমীশ্রীমতঃশ্রীমদ্ভ্যাম্শ্রীমদ্ভ্যঃ
ষষ্ঠীশ্রীমতঃশ্রীমতোঃশ্রীমতাম্
সপ্তমীশ্রীমতিশ্রীমতোঃশ্রীমৎসু
সম্বোধনশ্রীমন্শ্রীমন্তৌশ্রীমন্তঃ

শ্রীমৎ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ শব্দের দেবনাগরী হরফে রূপ।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाश्रीमान्श्रीमन्तौश्रीमन्तः
द्वतीयाश्रीमन्तम्श्रीमन्तौश्रीमतः
तृतीयाश्रीमताश्रीमद्भ्याम्श्रीमद्भिः
चतुर्थीश्रीमतेश्रीमद्भ्याम्श्रीमद्भ्यः
पञचमीश्रीमतःश्रीमद्भ्याम्श्रीमद्भ्यः
षष्ठीश्रीमतःश्रीमतोःश्रीमताम्
सप्तमीश्रीमतिश्रीमतोःश्रीमत्सु
सम्वोधनश्रीमन्श्रीमन्तौश्रीमन्तः

শ্রীমৎ শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ শব্দের বিভক্তি ও বচন ভেদে প্রত্যেকটি পদের বাংলায় অর্থ।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाश्रीमान्
একটি সুন্দর
श्रीमन्तौ
দুটি সুন্দর
श्रीमन्तः
সুন্দরগুলি
द्वतीयाश्रीमन्तम्
একটি সুন্দরকে
श्रीमन्तौ
দুটি সুন্দরকে
श्रीमतः
সুন্দরগুলিকে
तृतीयाश्रीमता
একটি সুন্দর দ্বারা
श्रीमद्भ्याम्
দুটি সুন্দর দ্বারা
श्रीमद्भिः
সুন্দরগুলি দ্বারা
चतुर्थीश्रीमते
একটি সুন্দরের জন্য
श्रीमद्भ्याम्
দুটি সুন্দরের জন্য
श्रीमद्भ्यः
সুন্দরগুলির জন্য
पञचमीश्रीमतः
একটি সুন্দর হতে
श्रीमद्भ्याम्
দুটি সুন্দর হতে
श्रीमद्भ्यः
সুন্দরগুলি হতে
षष्ठीश्रीमतः
একটি সুন্দরের
श्रीमतोः
দুটি সুন্দরের
श्रीमताम्
সুন্দরগুলির
सप्तमीश्रीमति
একটি সুন্দরে
श्रीमतोः
দুটি সুন্দরে
श्रीमत्सु
সুন্দরগুলিতে
सम्वोधनश्रीमन्
হে সুন্দর
श्रीमन्तौ
হে সুন্দর দুটি
श्रीमन्तः
হে সুন্দরগুলি

শ্রীমৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ নিম্নে দেওয়া হল।

শব্দঅর্থ
ধনবৎধনী
বলবৎবলশালী
দয়াবৎদয়ালু
ভগবৎঈশ্বর
শক্তিমৎশক্তিশালী
বুদ্ধিমৎবুদ্ধিশালী
ভবৎআপনি
জ্ঞানবৎজ্ঞানী
শ্রীমৎ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

সংস্কৃত শব্দরূপ শ্রীমৎ থেকে কয়েকটি অনুবাদ।

1)ভাগ্যবনদের বাড়িতে লক্ষ্মী বাস করেন।

উত্তর- শ্রীমতাং গৃহে লক্ষ্মীঃ বসতি।

2) বুদ্ধিমান লোকেরা যাচ্ছে।

উত্তর- বুদ্ধিমন্তঃ নরাঃ গচ্ছন্তি।

3) শ্রীমানের জন্য কল্যাণ কামনা করি।

উত্তর- শ্রীমতে কল্যাণমিচ্ছামি।

শ্রীমৎ শব্দে থেকে জিজ্ঞাস্য

1) শ্রীমৎ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- ভগবৎ।

2)শ্রীমৎ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- শ্রীমৎসু।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভাগ্যবান্ বালকেরা সভায় বলেছ।

উত্তর- ভাগ্যবান্তঃ বালকাঃ সভায়াং বদন্তি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment