আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে SAQ প্রশ্নোত্তর

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে SAQ প্রশ্নোত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এখান থেকে SAQ ধরণের প্রশ্ন আসবে। গদ্য, পদ্য ও নাটক মিলিয়ে পূর্ণমান 20 (2 X 3 + 2 X 2 + 5 X 2)।

সংস্কৃত নাট্যসাহিত্যে কবি কালিদাসের পরেই ‘শ্রীকণ্ঠ-পদ-লাঞ্ছন’ ভবভূতির স্থান। দেহরূপের অন্তরালে মানুষের মনোরাজ্যে শোক ও দুঃখের যে প্রচ্ছন্ন অবস্থা, তাকে অনুভূতির উষ্ণতায় দ্রবীভূত করে নাট্যধারায় উৎসাহিত করার ক্ষেত্রে ভবভূতি অদ্বিতীয়। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ এবং পদ্মপুরাণের পাতলখণ্ড অবলম্বনে সাত অঙ্কে রচিত নাটক “উত্তররামচরিত “।

কবি পরিচিতি :- দক্ষিণাপথে বিদর্ভ অঞ্চলে পদ্মপুর নগর ভবভূতির পুরুষানুক্রমে বাসস্থান। নীলকন্ঠের ঔরসে ও জাতুকর্ণীর গর্ভে ভবভূতির জন্ম। তিনি ছিলেন ব্যাকরণ, মীমাংসা ও ন্যায়শাস্ত্রে অত্যন্ত সুপণ্ডিত। ভবভূতির ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মহাকবি, পিতামহ ভট্টগোপাল। কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখা তাঁদের বংশানুক্রমিক চর্চার বিষয়। কাশ্যপ গোত্রের এই পণ্ডিত বংশের উপাধি নাম ছিল উদুম্বর।

কবি ভবভূতির প্রকৃত নাম নিয়ে বিতর্ক আছে। কেও বলেন তাঁর আসল বা পিতৃদত্ত নাম শ্রীকণ্ঠ। আবার ‘সাম্বা পুনাতু ভবভূতিঃ পবিত্রমূর্তিঃ’ শ্লোক রচনা করে কোনো এক রাজাকে সন্তুষ্ট করায় কবি ভবভূতি খ্যাতি লাভ করেন।

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ

আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ পাঠ্যাংশ টি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।

পাঠ্যাংশের নামআত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ
রচনামহাকবি ভবভূতি
উৎস গ্রন্থ উত্তররামচরিত

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ SAQ প্রশ্নোত্তর

আত্রেয়ীবনদেবতাসংবাদঃ থেকে SAQ প্রশ্নোত্তর সমূহ সহজ ও সরল ভাষায় আলোচিত হয়েছে। প্রতিটি প্রশ্নের মান যেহেতু ২ থাকবে, তাই সেরকমই দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু প্রশ্নের মান ১ও আছে।

1) “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশের উৎস কী?
উত্তর :- “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশটি মহাকবি ভবভূতি রচিত ‘উত্তররামচরিত’ নামক নাট্যগ্রন্থের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভে বিষ্কম্ভকের নির্বাচিত অংশ।

2) “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশটি কোন্ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- “আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ” নাট্যাংশটি “উত্তররামচরিত” গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। গ্রন্থটির রচয়িতা হলেন মহাকবি ভবভূতি।

3) “উত্তররামচরিত” গ্রন্থের রচয়িতা কে? এর কোন্ অঙ্ক তোমাদের পাঠ্য?
উত্তর :- “উত্তররামচরিত” গ্রন্থের রচয়িতা মহাকবি ভবভূতি। এর দ্বিতীয় অঙ্ক আমাদের পাঠ্য।

4) “উত্তররামচরিত” কি ধরনের কাব্য? “উত্তররামচরিত” গ্রন্থের উৎস কি?
উত্তর :- “উত্তররামচরিত” দৃশ্যকাব্য নাটক। “উত্তররামচরিত” গ্রন্থের উৎস হলো রামায়ণ।

5) রামায়ণ কার লেখা ও কয় কাণ্ডে রচিত?
উত্তর :- রামায়ণ আদকবি বাল্মীকির লেখা। রামায়ণ সাত কাণ্ডে রচিত।

6) বাল্মীকির পিতা-মাতার নাম কি?
উত্তর :- বাল্মীকির পিতার নাম হলো চ্যবন বা প্রচেতা ও মাতার নাম হলো সুকন্যা।

7) “উত্তররামচরিত” নাটকটিতে কয়টি অঙ্ক আছে? এই নাটকের মুখ্য রস কি?
উত্তর :- “উত্তররামচরিত” নাটকটিতে সাতটি অঙ্ক আছে। এই নাটকের মুখ্য রস হলো করুণ।

8) “कां पुनरत्रभवतीमवगच्छामि?” কথাটি কে কাকে বলেছে? ‘पुनरत्रभवतीमवगच्छामि’ পদটির সন্ধি বিচ্ছেদ করো।
উত্তর :- আলোচ্য কথাটি বনদেবতা সদ্য আগত তাপসীকে বলেছেন।

‘পুনরত্রভবতীমবগচ্ছামি’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে পুনঃ + অত্রভবতীম্ + অবগচ্ছামি।

9) আত্রেয়ী কোন্ আশ্রম থেকে কোথায় এসেছেন?
উত্তর :- আত্রেয়ী বাল্মীকির আশ্রম থেকে অগস্ত্য মুনির আশ্রমে এসেছেন।

10) অগস্ত্য মুনির আশ্রম কোথায় অবস্থিত?
উত্তর :- অগস্ত্য মুনির আশ্রম দন্ডকারণ্যে অবস্থিত

11) আত্রেয়ী অগস্ত্য মুনির আশ্রমে কেন এসেছেন?
উত্তর :- অগস্ত্য মুনির আশ্রমে অগস্ত্য প্রভৃতি অনেক বেদজ্ঞ বাস করেন। তাঁদের কাছ থেকে বেদান্তবিদ্যা লাভ করতে আত্রেয়ী এখানে এসেছেন।

12) “अपि तयोर्नामसंज्ञानमस्ति?” কথাটি কে কাকে বলেছে? কাদের কথা বলা হয়েছে?
উত্তর :- আলোচ্য কথাটি বনদেবতা সদ্য আগত তাপসীকে বলেছেন। লব ও কুশের কথা বলা হয়েছে।

অনুরূপ পাঠ

আত্রেয়ী-বনদেবতা-সংবাদঃ থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও

Leave a Comment