হাসবিদ্যকথা থেকে SAQ প্রশ্ন ও উত্তর

হাসবিদ্যকথা থেকে SAQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। এখান থেকে SAQ ধরণের প্রশ্ন আসবে। গদ্য, পদ্য ও নাটক মিলিয়ে পূর্ণমান 20 (2 X 3 + 2 X 2 + 5 X 2)।

‘হাসবিদ্যকথা’ গল্পটি হাস্য পরিহাসের এক অনবদ্য নিদর্শন। ‘মৈথিল কোকিল’ বা ‘অভিনব জয়দেব’ বিদ্যাপতির লেখা ‘পুরুষপরীক্ষা’ কথামালা জাতীয় গ্রন্থের অংশবিশেষ। যাঁর পদবলীতে জনমনের অজস্র উচ্ছ্বাস ও আবেগ অকৃপণ উৎকর্ষ লাভ করেছে, আবার তাঁরই রচনায় এত সারল্য, এত হালকা চালের গল্পকৌতুক, চটুল হাস্য পরিহাস আমাদের বিস্ময়কে হতবাক করে। দেশ ও কালের সীমাকে অতিক্রম করে জনসাধারণের চিত্তকে ভাবাবেগে আপ্লুত করে এক অনন্য স্থানের অধিকারী হয়েছেন। এই বিস্ময়কর প্রতিভাশালী কবি একাধারে কবি, কাহিনীকার, ঐতিহাসিক ছিলেন।

কবি বিদ্যাপতি আনুমানিক 1374-1460 বর্তমান ছিলেন। তিনি মিথিলার একজন বিখ্যাত কবি ছিলেন। 1410 খ্রীষ্টাকে শিবসিংহের রাজত্বকালে কবি বিদ্যাপতি অবহট্ট ভাষায় ঐতিহাসিক কাব্য ‘কীর্তিপতাকা’ গ্রন্থের পাশাপাশি সংস্কৃত ভাষায় ‘পুরুষপরীক্ষা’ নামক গল্পগ্রন্থ রচনা করেন। এই গল্পগ্রন্থটি পণ্ডিত হরপ্রসাদ রায় ফোর্ট উইলিয়ম কলেজ থেকে 1815 খ্রিস্টাব্দে বঙ্গানুবাদ করে প্রকাশ করেন এবং লণ্ডন থেকেও পুরুষপরীক্ষার সংস্করণ মুদ্রিত হয়। ‘হাসবিদ্যকথা” গল্পটি ‘পুরুষপরীক্ষা’ নামক কথামালা গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদের ঊনচল্লিশ সংখ্যক কথা।

‘হাসবিদ্যকথা’র রাজা সুপ্রতাপ চারজন চোরকে শূলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বধ্যভূমিতে তিনজন চোরের মৃত্যুর পর চতুর্থ চোর নিশিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে মহতী বিদ্যার কথা জানায়। সেই বিদ্যার প্রয়োগ করতে গিয়ে চোরের চতুরতায় যখন রাজা ও রাজকর্মচারীদের নিজেদের চুরির কথা প্রকাশ পায়, তখন চোরের হাস্যরসবিদ্যার যোগ্যতায় রাজা তাকে দণ্ড থেকে মুক্তি দেন এবং রাজসভায় অবস্থানের সুযোগ দিয়ে তার সেই গুণবত্তার সমাদরই করেন। ‘হাসবিদ্যকথা’ গল্পে বিপদের সম্মুখীন হয়ে তথা মৃত্যুকে অবধারিত জেনেও মৃত্যুভয়ে ভীত না হয়ে প্রতিকারের উপায় উদ্ভাবন করার ক্ষমতাটিও আমাদের বিশেষ মুগ্ধ করে এবং গল্পের মাধ্যমে সমাজের উচ্চপর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তিদের নগ্নরূপ প্রকাশের কৌশলটিও আমাদের ভাবাবেগকে বিশেষভাবে নাড়া দেয়।

হাসবিদ্যকথা

হাসবিদ্যকথা পাঠ্যাংশ টি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।

পাঠ্যাংশের নামহাসবিদ্যকথা
রচনাকবি বিদ্যাপতি
উৎস গ্রন্থ পুরুষপরীক্ষা

SAQ প্রশ্নোত্তর

হাসবিদ্যকথা থেকে SAQ প্রশ্ন ও উত্তর সমূহ সহজ ও সরল ভাষায় আলোচিত হয়েছে। প্রতিটি প্রশ্নের মান যেহেতু ২ থাকবে, তাই সেরকমই দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু প্রশ্নের ১ও আছে।

1) “হাসবিদ্যকথা” গল্পের উৎস কী?
উত্তর :- ‘হাসবিদ্যকথা” গল্পটি মৈথিল কবি বিদ্যাপতি রচিত ‘পুরুষপরীক্ষা’ নামক কথামালা গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদের ঊনচল্লিশ সংখ্যক কথা বা গল্প।

2) “পুরুষপরীক্ষা” গ্রন্থটি কার আদেশে রচনা করেন?
উত্তর :- মিথিলার রাজা শিবসংহের আদেশে “পুরুষপরীক্ষা” গ্রন্থটি বিদ্যাপতি রচনা করেন।

3) ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজার নাম কি? তিনি কোথায় বাস করতেন?
উত্তর :- ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজার নাম সুপ্রতাপ। তিনি কোথায় বাস করতেন কাঞ্চীতে।

4) প্রহরীরা কতজন চোরকে আটক করেছিল? চোরেদের কি শাস্তি হয়েছিল?
উত্তর :- প্রহরীরা চারজন চোরকে আটক করেছিল। চোরেদের শূলে চড়িয়ে মৃত্যুদন্ডের আদেশ হয়েছিল।

5) চার চোরকে হত্যার আদেশ কেন দেওয়া হয়েছিল?
উত্তর :- কাঞ্চীর রাজা সুপ্রতাপের রাজ্যে কোনো এক ধনী ব্যক্তির বাড়িতে চুরি করার সময় সিঁধের মুখে রাজার রক্ষীপুরুষেরা চার চোরকে ধরেছিল। চুরি করার অপরাধে তাদেরকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল।

6) মরণ আসন্ন হলে কি করা উচিত?
উত্তর :- মরণ আসন্ন হলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় চিন্তা করা উচিত।

7) শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য চতুর্থ চোর কি পরিকল্পনা করেছিল?
উত্তর :- চতুর্থ চোর সুবর্ণকৃষি বা সোনার চাষ জানে, এরকম এক অলীক গল্পে সুকৌশলে সকলকে চোর প্রতিপন্ন করে শাস্তি থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করেছিল।

8) “यतोऽहमेकां महतीं विद्यां जानामि” উক্তিটি কর? ‘यतोऽहमेकाम्’ পদটির সন্ধি বিচ্ছেদ কর।
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশ থেকে উদ্ধৃত বাক্যটির বক্তা হল চতুর্থ চোর। ‘যতোহহমেকাম্’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে হবে ‘যতঃ + অহম্ + একাম্’ ।

9) চতুর্থ চোরের মহতী বিদ্যা কি ছিল?
উত্তর :- চতুর্থ চোরের মহতী বিদ্যাটি হল সে সুবর্ণকৃষি বা সোনার চাষ জানে।

10) “मयि मृते सा विद्या अस्तं यास्यति” কে কাকে একথা বলেছে?
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশে চতুর্থ চোরটি রাজার নিযুক্ত ঘাতকপুরুষদের একথা বলেছে।

11) স্বর্ণ বপণে কার অধিকার নেই?
উত্তর :- স্বর্ণ বপণে চোরের অধিকার নেই।

12) বিচারক সোনার বীজ বুনতে রাজী হলেন না কেন?
উত্তর :- বিচারক বাল্যকালে মায়ের থেকে মিষ্টি চুরি করে খেয়েছিলেন, তাই তিনি সোনার বীজ বপনে অধিকারী না হওয়ায় তিনি সোনার বীজ বুনতে রাজী হলেন না।

13) ”वयं राजोपजीविनः कथमस्तेयिनो भवामः?’ এখানে ‘वयम्’ বলতে কাদের কথা বলা হয়েছে? ‘अस्तेयिनः’ কথাটির সংস্কৃত প্রতিশব্দ লেখ।
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশ থেকে উদ্ধৃত বাক্যটিতে ‘वयम्’ বলতে মন্ত্রীদের কথা বলা হয়েছে। ‘अस्तेयिनः’ কথাটির সংস্কৃত প্রতিশব্দ ‘अस्तेयिनः’ কথাটির সংস্কৃত প্রতিশব্দ হল ‘अचौराः'(অচৌরাঃ)।

14) মন্ত্রীরা সোনার বীজ বুনতে রাজী হলেন না কেন?
উত্তর :- মন্ত্রীরা সোনার বীজ বুনতে রাজী হলেন কারণ তারা রাজকর্মচারী, তাই তারা চুরি না করে থাকতে পারে না। সেই জন্য মন্ত্রীরা সোনার বীজ বুনতে রাজী হলেন না।

15) রাজা সোনার বীজ বুনতে রাজী হলেন না কেন?
উত্তর :- রাজা সুপ্রতাপ চারণদের দেওয়ার জন্য পিতৃদেবের দেওয়া অর্থ চুরি করেছিলেন বলে সোনার বীজ বুনতে রাজী হলেন না।

16) “यूयं सर्वेऽपि चौरः” কে কাকে একথা বলেছিল?
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশে চতুর্থ চোরটি রাজসভায় বিচারাসনে অধিষ্ঠিত ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে একথা বলেছিল।

17) “प्रस्तावे मां हसयतु खेलयतु च” কে কাকে একথা বলেছিল?
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশে রাজা সুপ্রতাপ তার মন্ত্রীদের একথা বলেছিল।

18) “ततो ममैव सन्निधाने तिष्ठतु” কে কার সম্বন্ধে একথা বলেছেন?
উত্তর :- মৈথিল কবি বিদ্যাপতি রচিত “পুরুষপরীক্ষা” নামক গল্প গ্রন্থের ‘হাসবিদ্যকথা’ গল্পাংশে রাজা সুপ্রতাপ চতুর্থ চোরটি সম্বন্ধে একথা বলেছেন।

19) রাজা চতুর্থ চোরকে পুরস্কৃত করলেন কেন?
উত্তর :- কারণ চোরটি কুবুদ্ধিসম্পন্ন হলেও যথেষ্ট বুদ্ধিমান ও তার প্রত্যুৎপন্নমতিত্ব অসাধারণ। সর্বোপরি সে আবার হাস্যরসে প্রবীণ।

20) “হাসবিদ্যকথা” গল্পটি থেকে কি শিক্ষা পাওয়া যায়?
উত্তর :- ‘প্রত্যাসন্নেহপি মরণে রক্ষোপায়ো বিধীয়তে।
উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকং মৃতেঃ।।’

‘প্রত্যায়াতি যমদ্বারাৎ প্রতীকারপরো নরঃ।।’

অর্থাৎ মরণ উপস্থিত হলেও রক্ষা করার উপায় বের করতে হয়। উপায় সফল হলে রক্ষা পাওয়া যাবে। আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক তো কিছু ঘটবে না। প্রতিকারপরায়ণ মানুষেরা যমের দরজা থেকে ফিরে আসে।

অনুরূপ পাঠ

হাসবিদ্যকথা থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও

Leave a Comment