এই অধ্যায়ের আলোচ্য বিষয় আয়ুর্বেদ থেকে SAQ প্রশ্ন ও উত্তর। আয়ুর্বেদের মধ্য থেকে SEMESTER – 4 এ চরক ও সুশ্রুত (গ্রন্থাকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়) পাঠ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে 2 নম্বরের সংক্ষিপ্ত উত্তর ও 4 নম্বরের ব্যাখ্যামূলক উত্তর সংস্কৃত, বাংলা, ইংরেজী অথবা হিন্দি ভাষায় করতে হবে।
চরক ছিলেন একজন প্রাচীন ভারতের আয়ুর্বেদ চিকিৎসক। অধ্যাপক লেভির মতে চরক ছিলেন রাজা কণিস্কের সমসাময়িক। তিনি ছিলেন রাজা কানিষ্কের বিশ্বস্ত চিকিৎসক। তাঁর নাম অনুসারে ‘চরকসংহিতা’ এরূপ নামকরণ হয়েছে বলে মনে হয়।
ভারতীয় চিকিৎসাশাস্ত্রের অপর এক মহান শিক্ষাগুরু ছিলেন সুশ্রুত। তিনি ছিলেন ধন্বন্তরির দ্বাদশ শিষ্যের অন্যতম । মহাভারতে বিশ্বামিত্রের পুত্ররূপে তাঁর নাম উল্লেখ আছে। এছাড়াও বাওয়ার পাণ্ডুলিপিতেও তাঁর নাম পাওয়া যায়। নবম ও দ্বাদশ শতাব্দীতে তাঁর খ্যাতি ভারতবর্ষ অতিক্রম করে সুদূর অঞ্চলে পরিব্যাপ্ত হয়েছিল। সুশ্রুতের নাম অনুসারে ‘সুশ্রুতসংহিতা’
SAQ প্রশ্নোত্তর
আয়ুর্বেদ থেকে SAQ প্রশ্ন ও উত্তর সমূহ দ্বাদশ শ্রেণীর SEMESTER – 4 প্রতিটি প্রশ্নের মান 2 অনুসারে বিস্তারিতভাবে সিলেবাস অনুসারে আলোচিত হল।
1) ‘চরকসংহিতা’ কার লেখা?
উত্তর :- ‘চরকসংহিতা’র রচয়িতা নিয়ে বিভিন্ন মত আছে। অনেকের মতে এই গ্রন্থটি একাধিক ব্যক্তির রচনা। তবে মোটামুটিভাবে বলা যায় যে ‘চরকসংহিতা’র মূল রচয়িতা হলেন চরক। বর্তমানে এই গ্রন্থটির সংস্কারক হলেন অগ্নিবেশ।
2) অগ্নিবেশ কে ছিলেন? তিনি কি করেছিলেন?
উত্তর :- অগ্নিবেশ ছিলেন মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য। তিনি ‘চরকসংহিতা’র সংস্কার করেছিলেন।
3) ‘চরকসংহিতা’র কয়টি স্থান ও কয়টি অধ্যায় আছে?
উত্তর :- ‘চরকসংহিতা’র আটটি স্থান ও ত্রিশটি অধ্যায় আছে।
4) ‘চরকসংহিতা’য় কয়টি অধ্যায় আছে?
উত্তর :- ‘চরকসংহিতা’য় 120 টি অধ্যায় আছে।
5) ‘চরকসংহিতা’র কয়টি স্থান আছে? ‘স্থান’ শব্দের অর্থ কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র আটটি স্থান আছে। ‘স্থান’ শব্দের অর্থ হলো বিভাগ।
6) ‘চরকসংহিতা’র স্থানগুলির নাম লেখ।
উত্তর :- ‘চরকসংহিতা’র আটটি স্থান হল— সূত্রস্থান, নিদানস্থান, বিমানস্থান, শারীরস্থান, ইন্দ্রিয়স্থান, চিকিৎসাস্থান, কল্পস্থান এবং সিদ্ধিস্থান।
7) ‘চরকসংহিতা’র সূত্রস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র সূত্রস্থানের আলোচ্য বিষয় আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন, শারীরিক ও মানসিক দোষগুলির বিবরণ, খনিজ ও উদ্ভিজ্জ দ্রব্যগুলির রোগ নিরাময়ের জন্য প্রয়োগ প্রভৃতি বর্ণনা করা হয়েছে।
8) ‘চরকসংহিতা’র নিদানস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র নিদানস্থান বিভিন্ন ব্যাধির ভেদ, পর্যায় ও বিভিন্ন রোগের লক্ষণ আলোচিত হয়েছে।
9) ‘চরকসংহিতা’র বিমানস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র বিমানস্থানে কটু, অম্লাদি রসের কার্যকারিতা এবং বিভিন্ন রোগের মূলে তাদের ভূমিকার কথা আলোচিত হয়েছে।
10) ‘চরকসংহিতা’র শারীরস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র শারীরস্থানে ধাতুভেদে পুরুষের ভেদ, শরীরের গঠনানুসারে যোগের ভেদ নির্ণয় বর্ণিত হয়েছে।
11) ‘চরকসংহিতা’র ইন্দ্রিয়স্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র ইন্দ্রিয়স্থানে ব্যাধির উদ্ভবে বিভিন্ন ইন্দ্রিয়ের ভূমিকার বিশদ আলোচনা আছে।
12) ‘চরকসংহিতা’র চিকিৎসাস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র চিকিৎসাস্থানে বিভিন্ন রোগের কারণ ও তার প্রতিকারের উপায় আলোচিত হয়েছে। এখানে রাজযক্ষা, কর্কট প্রভৃতি দুরারোগ্য ব্যাধির চিকিৎসাপদ্ধতি নির্দিষ্ট হয়েছে।
13) ‘চরকসংহিতা’র কল্পস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র কল্পস্থানে দ্রব্যগুণ বিচার ও বিভিন্ন গাছগাছড়া থেকে ঔষধ প্রস্তুতের বিবরণ পাওয়া যায়।
14) ‘চরকসংহিতা’র সিদ্ধিস্থানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর :- ‘চরকসংহিতা’র সিদ্ধিস্থানে বিভিন্ন কফ, দাহ প্রভৃতি ব্যাধি থেকে সত্বর আরোগ্য লাভের উপায়, ঔষধের সেব্যাসেব্য প্রভৃতি সিদ্ধস্থান নামক অংশে বর্ণিত হয়েছে।
15) ‘চরকসংহিতা’র একটি টীকাকারের নাম উল্লেখ করে টীকার নাম লেখ।
উত্তর :- ‘চরকসংহিতা’র টীকা হল চক্রপাণিদত্তের ‘আয়ুর্বেদদীপিকা’।
16) সুশ্রুত কে ছিলেন?
উত্তর :- ভারতীয় চিকিৎসাশাস্ত্রের মহান শিক্ষাগুরু ছিলেন সুশ্রুত। তিনি ছিলেন ধন্বন্তরির দ্বাদশ শিষ্যের অন্যতম। মহাভারতে বিশ্বামিত্রের পুত্ররূপে তাঁর নাম উল্লেখ আছে। এছাড়াও বাওয়ার পাণ্ডুলিপিতেও তাঁর নাম পাওয়া যায়।
17) ‘সুশ্রুতসংহিতা’র রচয়িতা কে ছিলেন?
উত্তর :- ‘সুশ্রুতসংহিতা’র রচয়িতা হলেন সুশ্রুত। আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকদের মতে, মূল গ্রন্থটি ধন্বন্তরির রচনা।
18) ‘সুশ্রুতসংহিতা’ গ্রন্থে কয়টি তন্ত্র আছে? সেগুলি কী কী?
উত্তর :- ‘সুশ্রুতসংহিতা’ গ্রন্থে দুটি তন্ত্র আছে। সেগুলি হল – পূর্বতন্ত্র ও উত্তরতন্ত্র।
19) ‘সুশ্রুতসংহিতা’ গ্রন্থে কয়টি অধ্যায় আছে?
উত্তর :- ‘সুশ্রুতসংহিতা’ গ্রন্থে 180 টি অধ্যায় আছে।
20) সুশ্রুতসংহিতায় কয়টি রোগের চিকিৎসার কথা বালা হয়েছে?
উত্তর :- সুশ্রুতসংহিতায় 1120 টি রোগের চিকিৎসার কথা বালা হয়েছে।
21) সুশ্রুতসংহিতা অনুসারে শল্য প্রক্রিয়া কয় ভাগে বিভক্ত?
উত্তর :- সুশ্রুতসংহিতা অনুসারে শল্য প্রক্রিয়া আট ভাগে বিভক্ত
22) সুশ্রুতসংহিতার শল্যতন্ত্রের বিভাগগুলির কী কী?
উত্তর :- সুশ্রুতসংহিতার শল্যতন্ত্রের আটটি বিভাগ আছে। সেগুলি হল— ছেদন, ভেদন, লেখন, এষ্যন, ব্যধন, আহরণ, বিশ্রবন এবং সীবন।
23) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ?
উত্তর :- আয়ুর্বেদের উৎস অথর্ববেদ। কারণ অথর্ববেদে চিকিৎসা শাস্ত্রের ভেষজবিদ্যা, বিভিন্ন রোগ ও তার প্রতিকার বিষয়ে আলোচনা আছে।
24) আয়ুর্বেদে কাদের বৃদ্ধত্রয়ী বলা হয়?
উত্তর :- চরক, সুশ্রুত এবং বাগভট্ট — এই তিনজন প্রধান আচার্যকে আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী বলা হয়।
অনুরূপ পাঠ
আয়ুর্বেদ থেকে SAQ প্রশ্ন ও উত্তর এর মতো SEMESTER – 4 এর অন্যান্য পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—