ভারতবিবেকম্ SAQ

একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। ভারতবিবেকম্ SAQ নিম্নে দেওয়া হল।

যতীন্দ্রবিমল চৌধুরী রচিত ভারতবিবেকম্ নাটকটি দ্বাদশ দৃশ্যের একটি নাটক। নাটকটি স্বামী বিবেকানন্দের জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। নাটকের প্রথম দৃশ্যের অন্তর্গত একটি অংশের নাম , “শ্রীরামকৃষ্ণেণ সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ”। এখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রের সাক্ষাৎকারটি কেমনভাবে ঘটেছিল এবং তারপর উভয়ের মধ্যে ভাববিনিময়টি কেমন ছিল, তাই নাট্যরূপ লাভ করেছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা।

পাঠ্যাংশের নামশ্রীরামকৃষ্ণেণ সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ
রচনাডক্টর যতীন্দ্রবিমল চৌধুরী
উৎস গ্রন্থ ভারতবিবেকম্
দৃশ্য প্রথম দৃশ্যে

SAQ প্রশ্নোত্তর

প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। ভারতবিবেকম্ SAQ নিম্নে দেওয়া হল।

1)”भारतविवेकम्” নাটকটির রচয়িতা কে?
উত্তর:-> শ্রী যতীন্দ্রবিমল চৌধুরী।

2) “भारतविवेकम्” নাটকে কয়টি দৃশ্য আছে?
উত্তর:-> বারোটি।

3) ”श्रीरामकृष्णेन सह श्रीनरेन्द्रस्य साक्षात्कारः” শীর্ষক নাট্যাংশের প্রথম দৃশ্যের শুরুতে মঞ্চে কে কে উপস্থিত ছিলেন?
উত্তর:-> শ্রীরামকৃয়দেব, সুরেন্দ্রনাথ ও ভক্তবৃন্দ।

4) ”श्रीरामकृष्णेन सह श्रीनरेन्द्रस्य साक्षात्कारः” শীর্ষক নাট্যাংশের ঘটনাটি কোন্ সময়ের?
উত্তর:-> 1881 খ্রিস্টাব্দের সন্ধ্যা সাতটার।

5) শ্রীরামকৃষ্ণদেবের সাথে নরেন্দ্রর সাক্ষাৎকারটি কোথায় হয়েছিল?
উত্তর:-> কলকাতার সিমুলিয়া অঞ্চলের সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে।

6) শ্রীরামকৃষ্ণদেবের ভবতারিণীর স্তুতিতে ভবতারিণীর একটি রূপ উল্লেখ করো।
উত্তর:-> শ্রীরামকৃয়দেবের ভবতারিণীর স্তুতিতে ভবতারিণীর একটি রূপ হল তিনি শত শত ভক্ত সন্তানদের কল্যাণের প্রতিবন্ধকতা দূর করেন।

7) শ্রীরামকৃষ্ণদেবের হৃদয়কে কী বিদীর্ণ করছিল?
উত্তর:-> ভক্তজনদের অপরিসীম দুঃখ।

8) রামকৃষ্ণদেব কীরকম উত্তরসাধক পাবার জন্য ব্যাকুল হয়েছিলেন?
উত্তর:-> শিবের মতো উত্তরসাধক পাবার জন্য ব্যাকুল হয়েছিলেন।

9) ভবতারিণীর কাছে শ্রীরামকৃষ্ণদেব তাঁর কী বাসনা জানিয়েছিলেন?
উত্তর:-> তাঁর উত্তরসাধককে দর্শন করবার বাসনা জানিয়েছিলেন।

10) “पुनः गुरुदेवस्य अनिर्वचनीयो महिमा” -বাক্যাংশে গুরুদেব কে?
উত্তর:-> শ্রীরামকৃষ্ণদেব।

11) কাদের চিত্তবৃত্তি গহন?
উত্তর:-> মহান ব্যক্তিদের চিত্তবৃত্তি গহন।

12) শ্রীরামকৃষ্ণদেব সুরেন্দ্রনাথের কাছে কী খোঁজ করেছিলেন?
উত্তর:-> একজন অল্পবয়স্ক ভালো গায়কের ‌।

13) শ্রীরামকৃষ্ণদেব মনকে অপূর্ব বস্তু বললেন কেন?
উত্তর:-> মন অনাগত কারণের সূচনা দেয়।

14) শ্রীরামকৃষ্ণদেবের মতে জীবনের কোন সময়টি শিক্ষার প্রকৃত সময়?
উত্তর:-> তরুণ বয়স।

15) তরুণ বয়স শিক্ষার উপযুক্ত সময় কেন?
উত্তর:-> এই সময়ে মন খুব নমনীয় থাকে এবং সব কিছু মনের মধ্যে আঁকা হয়ে যায়।

16) নরেন্দ্রনাথ কোন্ বংশের সন্তান?
উত্তর:-> দত্ত বংশের সন্তান।

17) নরেন্দ্রনাথের চোখ কেমন ছিল?
উত্তর:-> কান পর্যন্ত বিস্ফারিত।

18) কাকে ‘ব্যুঢ়োরস্কঃ’ বলা হয়েছে?
উত্তর:-> নরেন্দ্রনাথকে ‘ব্যুঢ়োরস্কঃ’ বলা হয়েছে।

19) ‘ব্যুঢ়োরস্কঃ’ শব্দটির অর্থ কী?
উত্তর:-> ‘যার বক্ষ বিস্তৃত’।

20) “नाहं कदापि स्वीकरिष्यामि” -উক্তিটি কার?
উত্তর:-> নরেন্দ্রনাথের।

21) “नाहं कदापि स्वीकरिष्यामि” -এখানে কী অস্বীকার করার কথা বলা হয়েছে?
উত্তর:-> মানবশরীরে ভাগবতসত্তার আরোপ অস্বীকার করার কথা বলা হয়েছে।

22) নরেন্দ্রনাথ কী স্বীকার করেন না?
উত্তর:-> মানবশরীরে ভাগবত সত্তার আরোপ স্বীকার করেন না।

23) “श्रीरामकृष्णस्तं निपुणं पश्यति” -এখানে ‘तं’ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উত্তর:-> নরেন্দ্রনাথকে।

24) পড়াশোনা ছাড়াও নরেন্দ্রনাথের অন্য কী গুণ ছিল?
উত্তর:-> নরেন্দ্রনাথ ভালো গান জানত।

25) শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রর কাছে কী চেয়েছিলেন?
উত্তর:-> একটি শ্যামাসংগীত শুনতে চেয়েছিলেন।

26) “सङ्गीतेन मम कुरु चित्तविनोदनम्” -কে কাকে এই কথা বলেছেন?
উত্তর:-> শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে এই কথা বলেছেন।

27) “सङ्गीतेन मम कुरु चित्तविनोदनम्” -এখানে কোন্ সংগীত বক্তার অভিপ্রেত?
উত্তর:-> শ্যামা সংগীত বক্তার অভিপ্রেত।

28) কীভাবে শ্রীরামকৃষ্ণদেবের দীর্ঘপিপাসা দূর হয়েছিল?
উত্তর:-> শ্রেষ্ঠ ভক্তসন্তান নরেন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণদেবের দীর্ঘপিপাসা দূর হয়েছিল।

29) নরেন্দ্রনাথের গানে উল্লিখিত শ্যামা জননীর একটি রূপ লেখ।
উত্তর:-> শ্যামা মা নৃমুণ্ডমালিনী অর্থাৎ মা শ্যামা গলায় নরমুণ্ডের মালা ধারণ করে আছেন।

30) নরেন্দ্রনাথের গান শুনে রামকৃষ্ণদেব কী বলেছিলেন?
উত্তর:-> নরেন্দ্র! তোমার অপূর্ব কণ্ঠস্বর আর তোমার ভক্তিমাহাত্ম্যও অপরিসীম।

31) “निवारिता मम दीर्घपिपासा” – উক্তিটি কার?
উত্তর:-> শ্রীরামকৃষ্ণদেবের।

32) “निवारिता मम दीर्घपिपासा” -এখানে কোন্ দীর্ঘ পিপাসার কথা বলা হয়েছে?
উত্তর:-> শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠ ভক্ত সন্তানের মুখ দর্শনের দীর্ঘ পিপাসার কথা বলা হয়েছে।

33) “नक्तन्दिवम्” শব্দের অর্থ কী?
উত্তর:-> নক্তন্দিবম্ শব্দের অর্থ রাত-দিন।

34) “नक्तन्दिवम्” শব্দে কোন সমাস হয়েছে?
উত্তর:-> দ্বন্দ্ব সমাস হয়েছে।

35) রামকৃষ্ণদেবের শরীর থেকে কী নির্গত হয়?
উত্তর:-> আলোকধারা নির্গত হয়।

36) রামকৃষ্ণদেবের কথা থেকে কী প্রবাহিত হয়?
উত্তর:-> অমৃত প্রবাহিত হয়।

37) রামকৃষ্ণদেবের হাসিতে কী নিঃসৃত হয়?
উত্তর:-> সূর্যকিরণ নিঃসৃত হয়।

38) “कथमयं गुरुदेवो मे तस्मै भृशमुत्कन्ठते?” -বাক্যটিতে ‘तस्मै’ পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
উত্তর:-> নরেন্দ্রনাথকে বোঝানো হয়েছে।

SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ

নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন

ভারতবিবেকম্ SAQ থেকে জিজ্ঞাস্য

1) भारतविवेकम् কী ধরণের কাব্য ?

উত্তর:-> দৃশ্য কাব্য।

2) भारतविवेकम् কোন্ ভাষায় রচিত ?

উত্তর:-> সংস্কৃত ভাষায়।

3) भारतविवेकम् নাটকটির কোন্ অংশ পাঠ্য হিসাবে নির্দিষ্ট ?

উত্তর:-> প্রথম দৃশ্য।

ধন্যবাদ

মহাভারতের ছোট প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈 

Leave a Comment