এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর। এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুসারে আলোচিত হল। সংস্কৃত চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর গুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব।
গদ্য-পদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয় তাই ‘চম্পূ’। বিভিন্ন আলঙ্কারিকগণ চম্পূর সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ঐ একই কথা বলেছেন। কিন্তু কাব্যে গদ্য পদ্যের অনুপাতের হার সম্বন্ধে কেউ কিছু বলেননি। অর্থাৎ চম্পূকাব্যে গদ্যাংশই বা কতখানি স্থান গ্রহণ করবে, আর পদ্যাংশই বা কতখানি স্থান গ্রহণ করবে সে বিষয়ে কোনও নিয়ামক নেই। তবে মনে হয় গদ্য-কাব্যের সঙ্গে এর পার্থক্য এইটকুই যে গদ্য-কাব্যে গদ্যই আখ্যান ভাগের মূল বাহন। কিন্তু চম্পূতে আখ্যানভাগ গদ্য ও পদ্য উভয়ের সাহায্যেই বর্ণিত হয়।
গ্রন্থ | গ্রন্থকার |
নলচম্পূ | ত্রিবিক্রমভট্ট |
মদালসাচম্পূ | ত্রিবিক্রমভট্ট |
রামায়ণচম্পূ | ভোজ |
যশস্তিলকচম্পূ | সোমদেব |
জীবন্ধরচম্পূ | হরিচন্দ্র |
স্বাহাসুধাকরচম্পূ | নারায়ণভট্ট |
নীলকন্ঠবিজয়চম্পূ | নীলকন্ঠ দীক্ষিত |
পারিজাতহরণচম্পূ | শেষকৃষ্ণ |
গোপালচম্পূ | জীবগোস্বামী |
চম্পূকাব্য থেকে ছোট প্রশ্নোত্তর
সংস্কৃত চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর।
(1) চম্পূকাব্য কাকে বলে?
উত্তর:- ‘চম্পূ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ প্রসঙ্গে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্তবাগীশ বলেছেন, “চমৎকৃত্য পুণাতি সহৃদয়ান্ বিস্মিতীকৃত্য প্রসাদয়তীতি চম্পূরিতি” অর্থাৎ সহৃদয় ব্যক্তিকে যা চমৎকৃত ও প্রসন্ন করে তারই নাম চম্পূ। কিন্ত আলংকারিকদের মতে, “গদ্যপদ্যময়ং কাব্যং চম্পূরিত্যভিধীয়তে” অর্থাৎ গদ্য-পদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয় তাকে চম্পূকাব্য বলে।
2) চম্পূকাব্যে গদ্য ও পদ্যের অনুপাত কী হবে?
উত্তর – এ প্রসঙ্গে আলংকারিকগণ নীরব। তবে পণ্ডিত রঙ্গাচার্য শাস্ত্রী কাব্যাদর্শের টীকা ‘প্রভা’-তে বলেছেন গদ্য ও পদ্যের অনুপাত সমান। কিন্তু অধিকাংশ চম্পুকাব্যে এই নিয়ম মানা হয়নি।
3) গদ্যকাব্যের সঙ্গে চম্পূকাব্যের পার্থক্য কী?
উত্তর :- গদ্যকাব্যে গদ্যই আখ্যানভাগের মূল বাহন, পদ্যের প্রয়োগ সীমিত। চম্পূকাব্যে মূল আখ্যানভাগের বাহন হল গদ্য ও পদ্যের সমানুপাতিক সমাবেশ।
4) কোন্ বিষয় অবলম্বন করে চম্পূকাব্য রচিত হয়েছে?
উত্তর- সাধারণত পৌরাণিক বিষয়কে অবলম্বন করে চম্পূকাব্য রচিত হয়েছে।
5) সর্বাপেক্ষা প্রাচীন চম্পূকাব্যের নাম কী ?
উত্তর :- সর্বাপেক্ষা প্রাচীন চম্পূকাব্যের নাম নলচম্পূ ।
6) নলচম্পূ কে রচনা করেন ?
উত্তর :- নলচম্পূ ত্রিবিক্রমভট্ট রচনা করেন।
7) ত্রিবিক্রমভট্টের অপর নাম কী ?
উত্তর :- ত্রিবিক্রমভট্টের অপর নাম সিংহাদিত্য।
8) ত্রিবিক্রমভট্টের পিতার নাম কী?
উত্তর:- ত্রিবিক্রমভট্টের পিতার নাম নেমাদিত্য।
9) ত্রিবিক্রমভট্টের পিতামহের নাম কী?
উত্তর:- ত্রিবিক্রমভট্টের পিতামহের নাম শ্রীধর।
10) ত্রিবিক্রমভট্ট কোন্ সময়ের কবি?
উত্তর:- ত্রিবিক্রমভট্ট খ্রিস্টিয় দশম শতকের কবি।
11) “নলচম্পূ” কাব্যের বিষয়বস্তু কী?
উত্তর:- নল ও দময়ন্তীর প্রণয় কাহিনী।
12) ত্রিবিক্রমভট্ট অপর কোন্ গ্রন্থের রচয়িতা ?
উত্তর :- ত্রিবিক্রমভট্ট অপর মদালসাচম্পূ গ্রন্থের রচয়িতা।
13) ‘নলচম্পূ’ ছাড়া ত্রিবিক্রমভট্টের একটি চম্পূকাব্যের নাম কী ?
উত্তর :- ‘নলচম্পূ’ ছাড়া ত্রিবিক্রমভট্টের একটি চম্পূকাব্যের নাম মদালসাচম্পূ।
14) ‘যমুনাত্রিবিক্রম’ নামে কে পরিচিত ?
উত্তর :- ‘যমুনাত্রিবিক্রম’ নামে পরিচিত ত্রিবিক্রমভট্ট ।
15) ‘নলচম্পূ’র অপর নাম কী ?
উত্তর :- ‘নলচম্পূ’র অপর নাম দময়ন্তীকথা ।
16) ‘নলচম্পূ’ কয়টি উচ্ছ্বাসে বিভক্ত ?
উত্তর :- ‘নলচম্পূ’ 7 টি উচ্ছ্বাসে বিভক্ত।
17) ‘নলচম্পূ’র উৎস কী ?
উত্তর :- ‘নলচম্পূ’র উৎস মহাভারতের বনপর্ব ।
18) মদালসাচম্পূর বিষয় কী ?
উত্তর :- রাজা কুবলয়াশ্ব ও কুমারী মদালসার প্রণয় কাহিনি।
19) মদালসাচম্পূর উৎস কী ?
উত্তর :- মার্কণ্ডেয় পুরাণ।
20) ত্রিবিক্রমভট্ট কার সভাকবি ছিলেন ?
উত্তর :- রাষ্ট্রকূটরাজ তৃতীয় ইন্দ্রের ।
21) “রামায়ণচম্পূ” কার লেখা?
উত্তর:- “রামায়ণচম্পূ” ভোজের লেখা।
22) ভোজের পিতার নাম কী?
উত্তর:- ভোজের পিতার নাম সিন্ধুল।
23) “রামায়ণচম্পূ”র উৎস কী?
উত্তর:- “রামায়ণচম্পূ”র উৎস রামায়ণ।
24) ভোজ কোন্ সময়ের কবি?
উত্তর:- ভোজ খ্রিস্টিয় একাদশ শতাব্দীর কবি।
25) সোমদেব রচিত চম্পূকাব্যের নাম কী ?
উত্তর :- যশস্তিলকচম্পূ ।
26) যশস্তিলকচম্পূর উৎস কী ?
উত্তর :- গুণভদ্রের উত্তরপুরাণ।
27) যশস্তিলকচম্পূর বর্ণনীয় বিষয় কী ?
উত্তর :- অবন্তিরাজ যশোধরের কাহিনী বর্ণনার অন্তরালে জৈনধর্মের আদর্শ ও বাণী এর বিষয়বস্তু ।
28) জীবন্ধরচম্পূ কে রচনা করেন ?
উত্তর :- হরিচন্দ্র ।
29) জীবন্ধরচম্পূর উপজীব্য বিষয় কী?
উত্তর:- গুণভদ্রের উত্তরপুরাণ
30) জীবন্ধরচম্পূ কয়টি লম্বকে বিভক্ত ?
উত্তর :- 11টি।
31) জীবন্ধরচম্পূ কাব্যে কয়টি সর্গ আছে?
উত্তর:- 21 টি।
32) ‘কৃষ্ণকথাশ্রিত’ একটি চম্পূকাব্যের নাম লেখ।
উত্তর :- ভাগবতচম্পূ।
33) ভাগবতচম্পূ কার রচনা ?
উত্তর :- অভিনব কালিদাসের।
34) গোপালচম্পূ কে রচনা করেন ?
উত্তর :- জীবগোস্বামী ।
35) অনন্তভট্ট রচিত একটি চম্পূকাব্যের নাম লেখ।
উত্তর :- ভারতচম্পূ ।
36) “স্বাহাসুধাকরচম্পূ” কার লেখা?
উত্তর:- নারায়ণভট্টের।
37) “স্বাহাসুধাকরচম্পূ” উৎস কী?
উত্তর :- পুরাণ।
38) “স্বাহাসুধাকরচম্পূ” র বিষয়বস্তু কী?
উত্তর:- অগ্নির পত্নী স্বাহা ও চন্দ্রের প্রণয় কাহিনী।
39) “নীলকন্ঠবিজয়চম্পূ” কার লেখা?
উত্তর:- নীলকন্ঠ দীক্ষিত।
40) “নীলকন্ঠবিজয়চম্পূ” উৎস কী?
উত্তর:- মহাভারত ।
41) “নীলকন্ঠবিজয়চম্পূ” বিষয়বস্তু কী?
উত্তর:- সমুদ্র মন্থন ও শিবের বিষপানের কাহিনী।
42) “পারিজাতহরণচম্পূ” কার লেখা?
উত্তর:- শেষকৃষ্ণের।
43) “ভারতচম্পূ” কে রচনা করেন?
উত্তর :- অনন্তভট্ট “ভারতচম্পূ” রচনা করেন।
44) এই কাব্য কয়টি স্তবকে বিভক্ত?
উত্তর :- এই কাব্যটি 12 টি স্তবকে বিভক্ত।
45) ‘ভারতচম্পূ’র উৎস কী?
উত্তর :- ‘ভারতচম্পূ’র উৎস মহাভারত।
46) ‘ভারতচম্পূ’র বিষয়বস্তু কী?
উত্তর :- মহাভারতের সামগ্রিক কাহিনী এই কাব্যের বিষয়বস্তু।
অনুরূপ পাঠ
সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- পুরাণের ছোট প্রশ্নোত্তর👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর👈
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
WBCHSE এর নতুন সিলেবাস2024-25 ভিত্তিক সহায়ক পাঠ এবং SAQ, DQ With answers যোগ করলে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রী উপকৃত হবে।
Reply
ধন্যবাদ 🙏
শীঘ্রই দেওয়া হবে।